প্রিয় স্মার্টফোন কে মনের মত সাজাতে আমরা কত কিছুই না করে থাকি।বিভিন্ন লঞ্চার থেকে শুরু করে থিমিং,মোডিং,পোর্টিং রম পর্যন্ত চলতেই থাকে।যার লেভেল যে ধরনের সে সেই ধরনের ই লুকিং চেঞ্জ করে থাকে।কিন্তু লুক পরিবর্তনের সিস্টেম টা যদি হয় লঞ্চারের মাধ্যমে তাহলে tO আর কোন লেভেলের প্রয়োজন হয়না :)।সবাই ই এটা করতে পারে।জাস্ট ইন্সটল এন্ড ওপেন!
আমরা সাধারণত বিভিন্ন লঞ্চার ব্যবহার করে থাকি লুক এর সাথে পারফর্মেন্স বা স্ক্রলিং গুলো স্মুথ করার জন্যেও।অনেক লঞ্চার ই আছে যেগুলোর লুকিং অস্থির রকমের কিন্তু পার্ফমেন্স এর দিক দিয়ে চরম ল্যাগি!তাই সেসব লঞ্চার ইচ্ছা থাকলেও ব্যবহার করা হয়ে উঠেনা। কিন্তু আজ আমি আপনাদের জন্য এনেছি এমন এক লঞ্চার!যা আপনার স্মার্টফোনকে করবে সময়ের সারহে আপডেট এবং পার্ফমেন্স ও দিবে প্রত্যাশা অনুযায়ী।সে লঞ্চারটির নাম Samsung Galaxy S7।
হ্যা এই লঞ্চারের লুক স্যামসাং এস সেভেন এর মতই।আর আপনাদের জন্য এনেছি এর প্রিমিয়াম ভার্সন,মানে এড ফ্রী,প্রিমিয়াম ফিচারড আনলকড ভার্সন!যেটি আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে চাইলে ডলারে পে করতে হবে।কিন্তু এখান থেকে আপনি ফ্রীতেই ডাউনলোড করতে পারছেন। তাহলে আর দেরি কেনো।এখনি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক : Click Here To Download
ডাউনলোড করতে লিংকে গিয়ে একদম নিচের DOWNLOAD লেখার নিচের টিক তুলে দিয়ে সেখানেই ক্লিক করুন।পরের পেইজে Click Herer To Download এ ক্লিক করবেন।
ডাউনলোড করতে লিংকে গিয়ে একদম নিচের DOWNLOAD লেখার নিচের টিক তুলে দিয়ে সেখানেই ক্লিক করুন।পরের পেইজে Click Herer To Download এ ক্লিক করবেন।
আশা করি টিউন টি আপনাদের ভালোলাগবে।
একটি মন্তব্য পোস্ট করুন