Articles by "ওয়ার্ডপ্রেস"

ওয়ার্ডপ্রেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একজন সলফ ব্লগার হাওয়া যায়।বাড়তি কোন আলোচনা করবো না। শুরুকরা যাক। বিস্তারিত নিন্মি আলোচনা করা হলো।
প্রথম ধাপ হচ্ছে আপনার ডোমেইন নির্বাচন করাঃ আপনি যে বিষয়ে ব্লগিং করতে চান সেই বিষয়ের উপর নির্ভর করে ডোমেইন কিনুন কারন ডোমেইন নামটা অনেক গুরুত্বপূর্ণ। ডোমেইন এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে হোষ্টিং । অনেক বিজ্ঞাপনে কমদামের হোষ্টিং পাওয়া যায়, সেগুলো থেকে বিরত থাকুন।
দ্বিতীয় ধাপ হচ্ছে ডেভেলোপমেন্ট: আপনি যে সাইটি তৈরি করতে যাচ্ছেন তার জন্য ভালোমানের ডিজাইন দরকার। আপনার মানমম্মত একটি ডিজাইন থাকলে সেটারপর গুরুত্বটা বেশি থাকে এবং আসানারুপ ভিজিটর পাওয়া যায়।
আপনার সাইটের মূল প্রাণ হচ্ছে ভিজিটর। ভিজিটর যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনি ব্যর্থ। আর সবচাইতে যেটি সবচাইতে গুরুত্ব সেটি হলো লোডিং স্পিড। আপনার সাইটে যদি লডিং স্পিড না থাকে তাহলে ভিজিটর সহজেই আপনার সাইটে ভিজিট করবেনা।
তৃতীয় ধাপ প্রচার প্রচারণা করা: আপনার সাইটে  গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচার প্রচারণ করা। আপনি চাইলে টাকার মাধ্যম্যে বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে পারেন। বর্তমানতো প্রচারের জন্য রয়েছে সোস্যাল নেটওয়ার্ক। যেমন ফেজবুক ফেনপেজ। আপনার যদি কোন বড় ধরনের ফেনপেজ থাকে তাহলেতো কোন কথাই নেই। আপনি ফেনপেজের মাধ্যমে লিংক শেয়ার করে প্রচার কাজ চালাতে পারবেন। আর সবচাইতে স্ট্যান্ডার প্রচার হচ্ছে SEO করা। আপনি SEO করে আপনার সাইটকে প্রচার করাতে পারবেন।
চতুর্থ ধাপ মানসম্পন্ন পোষ্ট: আপনার সাইটে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো মানসম্মত পোষ্ট। অর্থাৎ আপনার যে বিষয়ের উপর সাইটি তৈরি কারা তার উপর নির্ভর করে পোষ্ট করুন। যেমন ধরুন: টেকনোলজি উপর সাইট তৈরি করা তাহলে আপনি টেকনোলজির উপর পোষ্ট করুন আবার ধরুন স্বাস্থ্য বিষয়ের উপর সাইট তৈরি করা তাহলে আপনি স্বাস্থ্য বিষয়ের উপর পোষ্ট করুন। আপনার সাইটে যত ভালোমানের পোষ্ট হবে আপনি ভিজিটরও বেশি পাবেন।
গেষ্ট ব্লোগিং: আপনার সাইটে সবার মাঝে প্রচার কারার জন্য গেষ্ট ব্লোগিং গুরুত্বপূর্ণ। আপনার যে বিষয়ের উপর সাইট আপনি সেই বিষয়ের সাইট খুজে বের করে গেষ্ট ব্লগিং করতে পারেন। অথ্যাৎ আপনি অন্যের সাইটে লিখে সেই সাইটে আপনার লিংক শেয়ার করে দিবেন।
পুরষ্কারের ব্যবস্থাঃ আপনার সাইটে যাতে লেখা লেখি করে তার জন্য আপনি মাসিক একটি পুরষ্কারের ব্যবস্থা করুন। এতে করে আপনার সাইটে ব্লগারা লেখালেখি করতে আগ্রহী হবে।
বন্ধুরা আমি আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভালো থাকবেন। আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

wordpress logo এর চিত্র ফলাফল                                                                        
  আমি এখানে প্রথম থেকে শুরু করব সবাই দয়া করে পড়বেন।।
কারন হয়ত কোন ছোট একটি কাজটি আপনার জানানেই তা অবহেলা না করে আমার “বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল” এর সব কয়টি পর্ব পড়বেন।।
আর হ্যা,, কোন বানান বা কোন প্রকার ভুল হলে মাফ করবেন।।।

আজ আলোচনা শুরু করলামঃ
ওয়ার্ডপ্রেস একটি বিখ্যাত CMS (Content Management System)। সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস ১ নম্বর র্যাংকিং এ আছে। এরপর জুমলার অবস্থান। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া, শেখা এমনকি এখানে কোডিং করা (প্লাগিন ডেভেলপমেন্ট) অন্যান্য সিএমএস এর চেয়ে অনেক সহজ। তাছাড়া ওয়ার্ডপ্রেস হালকা/লাইটওয়েট। আপনি যদি প্রোগ্রামিং নাও জানেন তবু এটা দিয়ে পূর্নাঙ্গ একটি ওয়েবসাইট বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত ব্লগ বানানো হয় তবে ইদানিং ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগিন আছে যেগুলি ব্যবহার করে ইকমার্স সাইট, ফোরাম ইত্যাদি বানানো যায়।
ওয়েবকোচবিডিতে প্রথমে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট তৈরী (ব্লগ) এবং ম্যানেজমেন্ট এর টিউটোরিয়াল থাকবে। এরপর ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর রিসোর্স থাকবে। ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার আগে CMS টি ডাউনলোড করে নিতে হবে। এটি একটি open source প্রজেক্ট সুতরাং বিনামূল্যে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। ডাউনলোড লিংক
এখান থেকে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করুন। বর্তমানে (জানু’১৬) ওয়ার্ডপ্রেসেরে ৪.৪.১ ভার্সন চলছে। আমরাও ওয়েবকোচবিডিতে এই ভার্সন ব্যবহার করে সব টিউটোরিয়ালগুলি দেখাব।
** ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরী করলে বাই ডিফল্ট লগিন, সাইনআপ,নতুন মেনু/পেজ যোগ, সর্বশেষ যোগকৃত আর্টিকেল প্রদর্শন ইত্যাদি অনেক কাজ এডমিন প্যানেল থেকে করা যায়। এমনকি আপনার যদি এমন কোন কাজ দরকার যেটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে নেই তাহলে ওয়ার্ডপ্রেসেরে ফ্রি হাজার হাজার প্লাগিন আছে সেগুলি খুজে দেখতে পারেন।
** আপনি যদি নন-টেকনিকাল হন তবুও ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের সাইট বানাতে পারেন (শুধুমাত্র এডমিন প্যানেল দিয়েই)। তবে যদি পিএইচপি (এবং এইচটিএমএল, সিএসএস) মোটামুটি জানা থাকে তাহলে থিম ডেভেলপমেন্ট করতে পারবেন। ফলে নিজেই নিজের মত করে সাইটের আউটলুক তৈরী করতে পারবেন।
** আজ এখানেই শে করলাম “বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল” ১ম পর্ব দেখা হবে আবার পরের পোষ্টে***

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.