বসে আছি এই আমি
তোমার অপেক্ষায়,
কবে আমায় সিক্ত করবে
তোমার ভালোবাসায়?
প্রতিটি ক্ষণে তোমায়
কাছে পেতে চাই,
তোমার কোলে মাথা রেখে
সুখ খুঁজে পাই|