আসসালামুআলাইকুম
আপনারা সবাই নিশ্চই ভালোই আছেন। আর ভালো থাকারই কথা,কারণ bdmanyincome24.blogspot.com
এর সাথে থাকলে সবাই ভালো থাকে।
কি টাইটেল দেখেই চমকে উঠছেন,আরে ভাই অবিশ্বাস্য হলেও সত্যি এবার আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন এতে কোন প্রকার টাকা লাগবে না তো চলুন শুরু করি প্রথমে ফ্রি কলের এপসটি ডাউনলোড করে নিন।
তারপর এপসটি ইন্সটল করে ওপেন করলে নিচের পিকচারের মত দেখতে পাবেন।
এখন Sign Up ক্লিক করেন,ক্লিক করলে নিচের মত পিক দেখতে পাবেন।
এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে Next এ ক্লিক করেন,তারপর নিচের মত পিক পাবেন।
এবার দেখুন আপনার মোবাইলে একটি কোড এসেছে,তা দিন এবং আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে Done বাটনে ক্লিক করেন।এরপর আপনি নিচের মত পিক পাবেন।
এখন Get Started এ ক্লিক করেন,ক্লিক করেন এরকম পিক দেখতে পাবেন এবং সাইন আপের জন্য ১০০০ ক্রেডিট ফ্রি পাবেন।
এবার Get More Credits এ ক্লিক করেন,ক্লিক করলে নিচের মত পিক পাবেন যেখান বিভিন্ন অপশন যা থেকে ফ্রি ক্রেডিট নিতে পারবেন।
এবার আপনি নিচের পিক পাবেন।
এরপর Calls এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার ডায়াল করে নিচের পিকের মত নীল বাটনে ক্লিক করে কল দিন।
এবার আপনি এরকম পিক দেখতে পাবেন।
দেখুন ফ্রি কল লেখা আছে আর উপরে লক্ষ্য করেন current rate:260 credits/min অথারৎ প্রতিমিনিটে ২৬০ ক্রেডিট লাগবে কল দিতে তাই বেশি বেশি ক্রেডিট সংগ্রহ করে নিন।এবার আপনি নিচের মত পিক আসলে me তে ক্লিক করেন,ক্লিক করলে
একাউন্ট এর ক্রেডিট দেখতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন