Articles by "Blog"

Blog লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আমরা অনেকেই ইন্টারনেট নিয়ে পড়ে থাকি। বিভিন্ন ওয়েব সাইট ঘাটাঘাটি করি। কেমন হয়,যদি নিজের একটা সাইট থাকে? সেখানে নিজের ইচ্ছামত পোস্ট,আর্নিং ইত্যাদি করা গেলে তো ভালই হয় !!
একটি সাইটের মাধ্যমে আপনি প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতেও পারবেন। তবে ইনকাম করার জন্য আপনাকে অনেক পরিশ্রম ও করতে হবে বটে! ইনকামের জন্য আপনার সাইটটা সুন্দর করে প্রফেশনাল ভাবে সাজাতে হবে,অনেক পোস্ট করতে হবে,ভিজিটর বাড়াতে হবে ইত্যাদি।
তবে ইনকামের কথায় পরে আসি। আগে নিজের ওয়েবসাইট কিভাবে তৈরী করবো এবং প্রফেশনাল লুক দিবো তা জেনে নেই। তারপর সময় সুযোগ বুঝে ইনকাম করতে নেমে পরবো।
তাহলে চলুন বন্ধুরা যাদের নিজস্ব ওয়েব সাইট নেই, তারা দেখে নেই কিভাবে  নিজের একটা ব্লগসাইট তৈরী করবো:
প্রথমেই আপনার প্রয়োজন একটি ভেরিফাইড জিমেইল একাউন্ট। তারপর জিমেইলে লগিন করে আমরা চলে যাবো ব্লগার.কমএ। তারপর এখানে আপনার ওয়েবসাইটের  শিরোনাম ও ওয়েবসাইট ঠিকানা চাইবে। এখানে আপনার সাইটের শিরোনাম ও ঠিকানা নির্বাচন করুন। তারপর নিচের একটা টেমপ্লেট সিলেক্ট করে Create Blog!!  এ ক্লিক করুন।
ব্যাস!! তৈরী হয়ে গেল আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইট।
এবার এটাকে প্রফেশনাল লুক দেওয়া ও পোস্ট করার পালা।
নিচের ভিডিও টিতে বিস্তারিত দেওয়া আছে। দেখে নিন ৫ মিনিটে ওয়েবসাইট তৈরী ও প্রফেশনাল লুক কিভাবে দেয়: ইউটিউব লিংক

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একজন সলফ ব্লগার হাওয়া যায়।বাড়তি কোন আলোচনা করবো না। শুরুকরা যাক। বিস্তারিত নিন্মি আলোচনা করা হলো।
প্রথম ধাপ হচ্ছে আপনার ডোমেইন নির্বাচন করাঃ আপনি যে বিষয়ে ব্লগিং করতে চান সেই বিষয়ের উপর নির্ভর করে ডোমেইন কিনুন কারন ডোমেইন নামটা অনেক গুরুত্বপূর্ণ। ডোমেইন এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে হোষ্টিং । অনেক বিজ্ঞাপনে কমদামের হোষ্টিং পাওয়া যায়, সেগুলো থেকে বিরত থাকুন।
দ্বিতীয় ধাপ হচ্ছে ডেভেলোপমেন্ট: আপনি যে সাইটি তৈরি করতে যাচ্ছেন তার জন্য ভালোমানের ডিজাইন দরকার। আপনার মানমম্মত একটি ডিজাইন থাকলে সেটারপর গুরুত্বটা বেশি থাকে এবং আসানারুপ ভিজিটর পাওয়া যায়।
আপনার সাইটের মূল প্রাণ হচ্ছে ভিজিটর। ভিজিটর যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনি ব্যর্থ। আর সবচাইতে যেটি সবচাইতে গুরুত্ব সেটি হলো লোডিং স্পিড। আপনার সাইটে যদি লডিং স্পিড না থাকে তাহলে ভিজিটর সহজেই আপনার সাইটে ভিজিট করবেনা।
তৃতীয় ধাপ প্রচার প্রচারণা করা: আপনার সাইটে  গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচার প্রচারণ করা। আপনি চাইলে টাকার মাধ্যম্যে বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে পারেন। বর্তমানতো প্রচারের জন্য রয়েছে সোস্যাল নেটওয়ার্ক। যেমন ফেজবুক ফেনপেজ। আপনার যদি কোন বড় ধরনের ফেনপেজ থাকে তাহলেতো কোন কথাই নেই। আপনি ফেনপেজের মাধ্যমে লিংক শেয়ার করে প্রচার কাজ চালাতে পারবেন। আর সবচাইতে স্ট্যান্ডার প্রচার হচ্ছে SEO করা। আপনি SEO করে আপনার সাইটকে প্রচার করাতে পারবেন।
চতুর্থ ধাপ মানসম্পন্ন পোষ্ট: আপনার সাইটে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো মানসম্মত পোষ্ট। অর্থাৎ আপনার যে বিষয়ের উপর সাইটি তৈরি কারা তার উপর নির্ভর করে পোষ্ট করুন। যেমন ধরুন: টেকনোলজি উপর সাইট তৈরি করা তাহলে আপনি টেকনোলজির উপর পোষ্ট করুন আবার ধরুন স্বাস্থ্য বিষয়ের উপর সাইট তৈরি করা তাহলে আপনি স্বাস্থ্য বিষয়ের উপর পোষ্ট করুন। আপনার সাইটে যত ভালোমানের পোষ্ট হবে আপনি ভিজিটরও বেশি পাবেন।
গেষ্ট ব্লোগিং: আপনার সাইটে সবার মাঝে প্রচার কারার জন্য গেষ্ট ব্লোগিং গুরুত্বপূর্ণ। আপনার যে বিষয়ের উপর সাইট আপনি সেই বিষয়ের সাইট খুজে বের করে গেষ্ট ব্লগিং করতে পারেন। অথ্যাৎ আপনি অন্যের সাইটে লিখে সেই সাইটে আপনার লিংক শেয়ার করে দিবেন।
পুরষ্কারের ব্যবস্থাঃ আপনার সাইটে যাতে লেখা লেখি করে তার জন্য আপনি মাসিক একটি পুরষ্কারের ব্যবস্থা করুন। এতে করে আপনার সাইটে ব্লগারা লেখালেখি করতে আগ্রহী হবে।
বন্ধুরা আমি আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভালো থাকবেন। আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.