ব্লগার দিয়ে কিভাবে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট তৈরী করবেন?

আমরা অনেকেই ইন্টারনেট নিয়ে পড়ে থাকি। বিভিন্ন ওয়েব সাইট ঘাটাঘাটি করি। কেমন হয়,যদি নিজের একটা সাইট থাকে? সেখানে নিজের ইচ্ছামত পোস্ট,আর্নিং ইত্যাদি করা গেলে তো ভালই হয় !!
একটি সাইটের মাধ্যমে আপনি প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতেও পারবেন। তবে ইনকাম করার জন্য আপনাকে অনেক পরিশ্রম ও করতে হবে বটে! ইনকামের জন্য আপনার সাইটটা সুন্দর করে প্রফেশনাল ভাবে সাজাতে হবে,অনেক পোস্ট করতে হবে,ভিজিটর বাড়াতে হবে ইত্যাদি।
তবে ইনকামের কথায় পরে আসি। আগে নিজের ওয়েবসাইট কিভাবে তৈরী করবো এবং প্রফেশনাল লুক দিবো তা জেনে নেই। তারপর সময় সুযোগ বুঝে ইনকাম করতে নেমে পরবো।
তাহলে চলুন বন্ধুরা যাদের নিজস্ব ওয়েব সাইট নেই, তারা দেখে নেই কিভাবে  নিজের একটা ব্লগসাইট তৈরী করবো:
প্রথমেই আপনার প্রয়োজন একটি ভেরিফাইড জিমেইল একাউন্ট। তারপর জিমেইলে লগিন করে আমরা চলে যাবো ব্লগার.কমএ। তারপর এখানে আপনার ওয়েবসাইটের  শিরোনাম ও ওয়েবসাইট ঠিকানা চাইবে। এখানে আপনার সাইটের শিরোনাম ও ঠিকানা নির্বাচন করুন। তারপর নিচের একটা টেমপ্লেট সিলেক্ট করে Create Blog!!  এ ক্লিক করুন।
ব্যাস!! তৈরী হয়ে গেল আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইট।
এবার এটাকে প্রফেশনাল লুক দেওয়া ও পোস্ট করার পালা।
নিচের ভিডিও টিতে বিস্তারিত দেওয়া আছে। দেখে নিন ৫ মিনিটে ওয়েবসাইট তৈরী ও প্রফেশনাল লুক কিভাবে দেয়: ইউটিউব লিংক
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.