কেমন আছেন সবাই?আসাকরি ভালোই আছেন। উপর আল্লাহর দোয়ায় আমিও ভালো
আছি।ল্যাপটপ ব্যবহারে গরম হয়ে যায়? তবে একটা জিনিস সেটা সবার জানা আছে যে,
ইলেক্ট্রনিক্স ব্যবহার করলে গরম হবেই। তবে কতটা গরম হয় সেটা হলো দেখার
বিষয়। দেখাগেল আপনি ল্যাপটপ ব্যবহার করছেন কিন্তু আস্তে আস্তে আপনার
ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এটা কিন্তু আবার ভালোনা। আসুন ল্যাপটপ
অতিরিক্ত গরম হওয়া থেকে কিভাবে বিরত রাখা তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার
করব। নিচে লক্ষ করুন।
১। ফ্ল্যাট অবস্থায় ল্যাপটপ ব্যবহার করলে নিচের দিকে ব্যাটারি ও প্রসেসর এর তাপ বিকিরণ করতে পানে না।আর এত আপনার ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়। আপনি সবময় কোন মোট বই বা এমন কিছু ব্যবহার করুন যেটার উপর ল্যাপটপ রেখে ব্যবহার করা যায়।
২।ঘরের দরজা-জানালা বন্ধ করে বন্ধ করে ল্যাপটপ ব্যবহার করা যাবে না এতে আপনার ল্যাপটপ গরম হয়ে যেতে পারে।আপনি যখন ল্যাপটপ ব্যবহার করবেন তখন ঘরের দরজা জানালা খুলে ল্যাপটপ ব্যবহার করবেন। আর ঘরে যদি এসি থাকে তাহলে আর ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও সমস্যা নেই।
৩।আপনার ল্যাপটপের ষ্টেটাস বারের ব্যাটরী আইনে ‘Power and Sleep Settings’ সিলেক্ট করুন। স্ক্রল করে Additional Power Settings -এ যান। এবার Change Plan Settings-এ ক্লিক করুন। এরপর সিলেক্ট করুন Change Advanced Power Settings। স্ক্রল ডাউন করে আসুন Processor Power Management-এ। এবার সিলেক্ট করুন Maximum Processor State। সেখানে পার্সেন্টেজ কমিয়ে দিন ৭0% থেকে ৮০%-এ।
৪।থার্মোডায়নামিক্স ল অনসরণ করে আপনি ল্যাপটপের তাপমাত্রা কমাতে পারেন।
৫।আপনি ল্যাপটপের জন্য কুলিং প্যাড বা কুলিং ম্যাট ব্যবহার করতে পারেন। এদের সাথে ফ্যান থাকার কারনে ল্যাপটপের নিচের দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। যার জন্য ল্যাপটপে তাপমাত্রা ঠিক থাকে।যাতে ল্যাপটপ গরম হবে না।
৬।আপনি কখনো বালিশ বা বিছানার উপর অথবা কোলের উপর রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।কারণ ল্যাপটপে নিচের অংশ দিয়ে বাতাস বের হতে পারেনা।
৭) ল্যাপটপের অনেক সময় এয়ার ভেন্টগুলি ময়লা জমে বন্ধ হয়ে যায়। কমপ্রেসড এয়ার ব্যবহার করে সেই ধুলো পরিষ্কার করে নিতে পারেন। তবে এর জন্য একজন হার্ডওয়্যার বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই ভাল।
১। ফ্ল্যাট অবস্থায় ল্যাপটপ ব্যবহার করলে নিচের দিকে ব্যাটারি ও প্রসেসর এর তাপ বিকিরণ করতে পানে না।আর এত আপনার ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়। আপনি সবময় কোন মোট বই বা এমন কিছু ব্যবহার করুন যেটার উপর ল্যাপটপ রেখে ব্যবহার করা যায়।
২।ঘরের দরজা-জানালা বন্ধ করে বন্ধ করে ল্যাপটপ ব্যবহার করা যাবে না এতে আপনার ল্যাপটপ গরম হয়ে যেতে পারে।আপনি যখন ল্যাপটপ ব্যবহার করবেন তখন ঘরের দরজা জানালা খুলে ল্যাপটপ ব্যবহার করবেন। আর ঘরে যদি এসি থাকে তাহলে আর ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও সমস্যা নেই।
৩।আপনার ল্যাপটপের ষ্টেটাস বারের ব্যাটরী আইনে ‘Power and Sleep Settings’ সিলেক্ট করুন। স্ক্রল করে Additional Power Settings -এ যান। এবার Change Plan Settings-এ ক্লিক করুন। এরপর সিলেক্ট করুন Change Advanced Power Settings। স্ক্রল ডাউন করে আসুন Processor Power Management-এ। এবার সিলেক্ট করুন Maximum Processor State। সেখানে পার্সেন্টেজ কমিয়ে দিন ৭0% থেকে ৮০%-এ।
৪।থার্মোডায়নামিক্স ল অনসরণ করে আপনি ল্যাপটপের তাপমাত্রা কমাতে পারেন।
৫।আপনি ল্যাপটপের জন্য কুলিং প্যাড বা কুলিং ম্যাট ব্যবহার করতে পারেন। এদের সাথে ফ্যান থাকার কারনে ল্যাপটপের নিচের দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। যার জন্য ল্যাপটপে তাপমাত্রা ঠিক থাকে।যাতে ল্যাপটপ গরম হবে না।
৬।আপনি কখনো বালিশ বা বিছানার উপর অথবা কোলের উপর রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।কারণ ল্যাপটপে নিচের অংশ দিয়ে বাতাস বের হতে পারেনা।
৭) ল্যাপটপের অনেক সময় এয়ার ভেন্টগুলি ময়লা জমে বন্ধ হয়ে যায়। কমপ্রেসড এয়ার ব্যবহার করে সেই ধুলো পরিষ্কার করে নিতে পারেন। তবে এর জন্য একজন হার্ডওয়্যার বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই ভাল।
একটি মন্তব্য পোস্ট করুন