সিভি লেখার সঠিক নিয়ম নিয়ে একটি এন্ড্রয়েট অ্যাপ।

সুপ্রিয় পাঠক,কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল। নতুন আর একটি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
আমার আজকের টিউন টির বিষয়বস্তু হল কিভাবে সঠিক নিয়মে সিভি তৈরি করতে হয়। একটি ভাল চাকরি পেতে গেলে সিভি
আমাদের খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। সঠিক ভাবে সিভি তৈরি করতে না পারলে অনেক সময় হাত ছাড়া হয়ে যায় চাকরি
নামের সোনার হরিণ টি। অনেকেই আছেন যারা চাকরির খবর রাখেন কিংবা জব খুঁজছেন কিন্তু কিভাবে একটি সিভি কিংবা বায়োডাটা
বানাতে হয় তা জানেন না। তাই যারা সিভি বানানোর নিয়ম কিংবা জীবনবৃত্তান্ত লেখার পদ্দতি জানেন না তাদের জন্য এই এপ।
অ্যাপটিতে রয়েছে কিভাবে একটি পুরনাঙ্গ জীবনবৃত্তান্ত কিংবা বায়োডাটা বানাতে হয় সেই প্রক্রিয়া এবং সেই সাথে কিছু স্যাম্পল সিভি ফরমেট।
আশা করি অ্যাপটি নতুন চাকরী সন্ধানকারীদের কাজে আসবে। আসুন জেনে নিই অ্যাপ টির বৈশিষ্ট এক নজরে-
সিভি বানানোর নিয়ম ও ফরমেট অ্যাপের বৈশিষ্ট্যঃ
বায়োডাটা লেখার পদ্ধতি
জীবনবৃত্তান্ত এর বিভিন্ন ধাপ সমূহ
আন্তর্জাতিক মানের কিছু স্যাম্পল ফরমেট
অ্যাপের সহজ ও সুন্দর ডিজাইন
এপটি ব্যবহার সহজ সাধ্য
অ্যাপটি অফলাইনে কাজ করে
মোবাইল ও ট্যাবলেট সহ সকল ডিভাইসের জন্য ব্যবহার উপযোগী
তাহলে আর দেরি কেন নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন অসাধারণ এই অ্যাপ টি
Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create  download link বাটনের নিচে
Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন
এবং download বাটনে ক্লিক। একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায়
download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।
আজকের মত চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোন টিউন এ। ভাল থাকবেন সবাই।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.