**তৈরী করে নিন আইডি কার্ড PSD Format ভিডিও সহ **

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন
আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
বর্তমান সময়ে আইডি কার্ড মনে হয় সবার ই প্রয়োজন
কারন আইডি কার্ড ছাড়া সিম নিবন্ধন করা যাচ্ছে না আর সময় আছে মাত্র ১ দিন সরকারী দেওয়া টাইম অনুযায়ী
আইডি নম্বর ও জন্ম তারিখ ঠিক থাকলে আপনি আমার
দেওয়া ফরমেটে নাম ঠিকানা জন্ম তারিখ বসিয়ে আইডি কার্ড তৈরী করে নিতে পারবেন।
এবং তা প্রিন্ট করে সিম নিবন্ধন করতে পারবেন।
আমি আইডি কার্ডের ২ পাশ ই PSD (Photoshop) এ সেভ করে দিয়েছি।
প্রত্যেকটায় আলাদা আলাদা লেয়ার দেয়া আছে। আপনার কাজের সুবিধার্থে লেয়ার
সিলেক্ট করে এডিট করলেই হবে।আর সব ফন্টের মাপ সঠিক ভাবে দিয়ে দেওয়া আছে।
ফন্ট চেঞ্জ বা ছোট বড় কিছুই করা লাগবে না।

আমি আগে যে ফরমেট টি দিয়েছি তা পুরানো
তাই নতুন করে নতুন আইডি কার্ডের ফরমেট দিলাম আশাকরি কাজে লাগবে।
এবং কিভাবে এডিট করতে হবে তাও ভিডিও তৈরী করে দিয়েছি।
আশাকরি উপকৃত হবেন।

তাই আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন।
সাইজ ও বেশি না ৭ মেগাবাইটের মত


লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.