Articles by "অ্যান্ড্রয়েড"

অ্যান্ড্রয়েড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান


আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি।
আশা করি আপনাদের ভাল লাগবে।
আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক ও ব্যবহার করি।
কিন্তু সমস্যা হল আমরা যখন নেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে।
এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা সমাধান নিন।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Size মাএ ১ এমবি।
এছাড়া এটি Paid সহজে কোথাও খুজে পাবেন না।
Download Link:CLIKE HERE TO DAWNLOD
N.B Download করার জন্য প্রথমে
Slow Download।
তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন।
এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন করে সেটিং এ যান। তারপর Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন।
এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা। এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে গেছে।
কোন অপারেটর এর বাবাও টাকা কাটতে পারবে না।আর দেরি না করে ওপরে দেওয়া Link থেকে এখুনি ডাউনলোড করে নিন।


এত দিন পর্যন্ত এক নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটা ফোন থেকেই হোয়াটসঅ্যাপ করতে জানতেন। কারণ হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়ার সময় নিজ থেকেই চেক করে নেয় কোথাও সে নম্বর ব্যবহার হচ্ছে কিনা। তবে একটু বুদ্ধি করে একাধিক ফোন থেকেও একই নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি। এর জন্য শুধু দ্বিতীয় ফোনে থাকতে হবে সক্রিয় ইন্টারনেট কানেকশন। যা সিম কার্ড ছাড়াও চালু থাকতে পারে।
জেনে নিন কী ভাবে- ১। দ্বিতীয় ফোনের ওয়েব ব্রাউজার খুলে www.whatsapp.com-এ যান।
২। মোবাইল ব্রাউজার আপনাকে হোয়াটসঅ্যাপের হোম পেজে নিয়ে যাবে। এ বার ব্রাউজার অপশন থেকে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ বেছে নিন।
এখান থেকেই পেয়ে যাবেন প্রয়োজনীয় কিউআর (QR) কোড।
৩। এ বার প্রথম ফোন, অর্থাত্ যেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা রয়েছে সেই ফোনের অপশন/সেটিংস-এ গিয়ে ‘‘হোয়াটসঅ্যাপ ওয়েব’’ সিলেক্ট করুন। পেয়ে যাবেন কিউআর(QR) স্ক্যানার।
৪। এ বার দু’টো ফোনের কিউআর কোড স্ক্যান করলেই দ্বিতীয় ফোনও একই নম্বরে লগ ইন হয়ে যাবে। এই ভাবে আপনি দু’টো ফোন থেকে একই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
তবে এ ক্ষেত্রে একই সময়ে শুধুমাত্র একটি ফোন থেকেই আপনি সক্রিয় ভাবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। দ্বিতীয় ফোন থেকে ব্যবহার করতে গেলে আপনাকে প্রথম ফোন থেকে লগআউট করতে হবে।

আজকে আপনাদের একটা বাংলাদেশি আপস এর সাথে পরিচয় করিয়ে দিব।

 জার দারা ফ্রী ফ্লেক্সিলোড নিতে পারবেন।

প্রথম এ নিচের থেকে এই আপস তা ইন্সটল দিন।





Name: CodeGain Free Flexiload Apk



ডাউনলোড পদ্ধতি : লিংটিতে প্রথমে ক্লিক করুন।তার পর slow dawnload এ ক্লিক করুন।এবার  25 সেকেন্ড ওয়েট করতে বলবে।25 সেকেন্ড ওয়েট করার পর dawnload link এ ক্লিক করুন। ব্যাস তারপর ....ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি, আর উপভোগ করুন আপ্সটির মজা করুন,

এখন নিচের মত করে Create New Account এ ক্লিক করুন।

অ্যাকাউন্ট করুন। এখন নিচের মত Send Sms এ ক্লিক করুন।

 

একটা বক্স আসবে। ওখানে নাম্বার দিএ Submit করুন। তা হলে অই নাম্বার এ একটা কোড যাবে। ওই কোড টা বসান এবং Submit করুন। টা হলে আপনি ০.৫০ পইসা পাবেন। এভাবে ১০ টাকা হলে ফ্লেক্সি নিতে পারবেন।ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

আসসালামু লাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আপনারা যার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিও প্লেয়ার ব্যাবহার করেন। কিন্তু আমি আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও প্লেয়ার শেয়ার করব যা আপনি আগে ব্যবহার করেন নি। প্লেয়ারটির নাম I Player । আপনি যদি এই প্লেয়ারটি একবার ব্যবহার করে থাকেন তাহলে নিজেই বুঝতে পারবেন।
এই প্লেয়ারটি একটু ভিন্ন রকমের। এই প্লেয়ারটি সকল ফরমেট সাপর্ট করে যেমন: MKV , MP4 , MP3 , AVI , MOV , Ogg , WAV , FLAC , TS , M2TS , Wv and AAC . এটিতে বিশেষ মজার ব্যপার হচ্ছে- আপনি আপনি অডিও বলেন আর ভিডিও বলেন সকল ধরনের ইকুলাইজার ব্যবহার করা যায়।এই প্লেয়ারটিতে আরও মজা হচ্ছে, ইচ্ছে করলে
আপনি সিনেমা থেকে আলাদা ভাবে গান কেটে রাখতে পারবেন, এবং রিংটন কাটার পাবেন। ভালো থাকবেন সবাই। নিচে ডাউনলোড লিংক আছে আপনি ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Features
Powerful 10 band equalizer
Full featured music player
All codecs are included
Browse folders directly
Support for subtitles
Widget for music player
Application is based on VLC media player which is free and open source.

Download Here


এই প্লেয়ারটি একটু ভিন্ন রকমের। এই প্লেয়ারটি সকল ফরমেট সাপর্ট করে যেমন: MKV , MP4 , MP3 , AVI , MOV , Ogg , WAV , FLAC , TS , M2TS , Wv and AAC . এটিতে বিশেষ মজার ব্যপার হচ্ছে- আপনি আপনি অডিও বলেন আর ভিডিও বলেন সকল ধরনের ইকুলাইজার ব্যবহার করা যায়।এই প্লেয়ারটিতে আরও মজা হচ্ছে, ইচ্ছে করলে
Powerful 10 band equalizer
Full featured music player
All codecs are included
Browse folders directly
Support for subtitles
Widget for music player

] সবাই কমবেশি Android ফোনের মালিক।
আমরা কমবেশি সবাই গেম খেলতে ভালবাসি। Android ফোনের জন্য বেশ ভাল ভাল গেম ও আছে ও আসছে। নোভা ৩, মডার্ন কম্ব্যাট ৫ অ্যাস্ফাল্ট ৮ খেলা অনেকের শেষ আবার অনেকে আবার খেলছেন আবার অনেকে খেলা শুরু করছেন। এই গেম গুলো অবশ্যই অনেক মজাদার।
সাস্পেন্স, অ্যাকশন ইত্যাদিতে ভরা গেম গুলো। তবে আমার শিরোনামে যেই গেমের কথা বলেছি তা অনেক বোরিং গেম। উপরের গেম গুলোর মত
অ্যাকশন নেই, নেই কোন গ্রাফিক্স। কিন্তু তবু গেমটা আলাদা। কেন???? হ্যাঁ বলছি।
আমরা সব গেম খেলি স্ক্রিনে চরম সব গ্রাফিক্সের কারুকার্জ দেখি। মারদাঙ্গা সব রঙ চং দেখি। তবে কেমন হয় যদি স্ক্রিনে আপনি কিছুই না দেখতে পান? হ্যাঁ। এটাই আসল কথা, এবং এটাই কারন আমার গেমটাকে ভিন্ন বলার। বোরিং বলার কারন ও এটাই (ধুর!!! পয়সা দিয়া মালি-৪০০, পাওয়ারভিয়ার ৭৫০ জিপিইউ এর ফোন কিন্না এইতান খেলুম কিল্লাই?)। স্ক্রিনে কিছু না দেখা গেলেও এই গেমে প্রচুর সাস্পেন্স আর ভৌতিক পরিবেশ আছে। তাই খুব দুর্বলচিত্তের মানুষ নিজ দায়িত্বে খেলবেন। অনেক মজা হল এখন গেমের ব্যাপারে বলি।
গেমটির নাম হলো Dark Echo.
গেমটিতে প্রায় ৮০টি লেভেল আছে। এক একটা লেভেল পার হবার সাথে আপনার অভিজ্ঞতা ভৌতিক হতে থাকবে আর কঠিন তো হবেই। গেমটির পটভুমি হল আপনি এক অন্ধকার ঘরে আটকা পড়বেন। সেখানে কোন আলোর ছিটেফোটা নেই। যা আছে শুধু আপনার পায়ের বুট জোড়া। সেই বুট জোড়া দিয়ে মাটিতে শব্দ হলে সেই শব্দ সারা ঘরে প্রতিধ্বনিত
হয়ে আসবে। সেই আওয়াজে আপনি বুঝবেন কোথায় সামনে আগাবার রাস্তা আছে আর কোথায় রাস্তা নেই।
আপনাকে সেই শব্দকে পর্যবেক্ষণ করে সামনে এগোতে হবে। প্রতি লেভেলের শেষ মাথায় একটা দরজা থাকবে। আপনার লক্ষ্য সেই দরজা পর্যন্ত
নিজেকে নিয়ে যাওয়া।
আওয়াজ করে করে। দরজা খুলে ওপাশে গেলেই আরেক লেভেল। আওয়াজ করে করে গেলেই হবে না। ঘরের ভেতর ওঁত পেতে আছে মৃত্যুফাঁদ আর রাক্ষস। যারা আপনার বুটের আওয়াজ শুনেই আপনাকে ধাওয়া করতে থাকবে। বেচে পালাতে পারলে ঠিক আছে নাতো মারা যাবেন। প্রতি লেভেলে আপনার ধৈর্য আর বুদ্ধির পরীক্ষা হবে। এভাবে আপনি এগোলে অন্ধকার ঘর থেকে আলোতে পৌঁছতে পারবেন। গেমের আসল মজা পেতে হেডফোন লাগিয়ে খেলবেন। এটা গেমেই রিকমেন্ড করা আছে।
সরি মজা করলাম। আমি অবশ্যই পেইড লিঙ্ক দিয়ে রাখব না।
এখানে ক্লিক করে গেমটা ফ্রিতে নিয়ে নিন। আর গেমটা খেলে ভাল লাগলে টিউমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারো যদি জঘন্য লাগে তো অবশ্যই টিউমেন্টে এসে আমাকে বকে যাবেন।

গেমস জগতটা খুবই মধুর ও আলন্দ দায়াক ৷ আর আজকের গেমসতো পুরাই যুদ্ধক্ষেত্র ৷ দুই দলের ফাইটিং একদল আপনি অন্য দল আমি ৷ অবাক হলেন নাকি অবাক হবার কিছু নেই ৷ আজকের গেমসটা অনেক সুন্দর ফুল HD কোয়েলেটির ৷
গেমস ফিউচারঃ – Shoot enemies by tapping on them
– Duck to defend yourself.
– Interesting power ups like the rain of arrows, dropping cannon balls and the protective shield
– Don’t miss the elephant warfare power up option! The reign of Ashoka was renowned for this form of warfare
– Slow Motion animations for the sword sequences
– Enter a war zone with the quintessential war and battle background score and particle effects.

Download গেমস ডাওনলোড করে খেলতে শুরু করেন ৷ বস ধন্যবাদ ! আগামি পোস্টের অপেক্ষা করুন আরো সুন্দর গেমস নিয়ে হাজির হবো ৷


ফ্রী কথা বলার জন্য তো এতোদিন তো অনেক App ই ব্যাবহার করলেন । হয়তবা অনেকেইই সফল হয়েছেন , আবার অনেকেই ব্যার্থ । তাই তাদের জন্যই আমার এই পোস্ট । এর আগেও অনেকেই Voxox , Libon এগুলু ব্যাবহার করেছেন ।
কিন্তু সেগুলু খুব একটা কাজের নয় আর সেগুলুতে ফ্রী Cradit এর পরিমান খুবই কম । কিন্তু আমি আজ যেই App এর কথা বলব , সেটি একসাথেই 1 $ ফ্রী দেয় ।
যা দিয়ে আপনি কম্পক্ষে ৫০-৬০ মিনিট কথা বলা যাবে ।
সেই কানষিত App টির নাম হল ✬Text Me ✬ ।
Name :- Text Me Free Call.apk Size :- 23MB DownLoad Now
ব্যবহারের নিয়মঃ ☞ প্রথমে নিচ থেকে App টি Download করে Install দিন ।
☞ এখন App টি Open করুন ।
☞ দেখবেন Create New Account/Sign Up আছে ।
☞ এখন আপনার যেকোন একটা Email দিন , তারপর First Name or Last দিন ।
এখন Phone Number Option থেকে Bangladesh Select করে আপনার নাম্বার দিন ।
☞ দেখবেন আপনার নাম্বারে একটা Sms এসেছে , সেটায় একটা code আছে , সেটা App এর Varification Page এর Box এ সেই কোড টা দিয়ে Varification করে নিন । এখন দেখবেন Sign In হয়ে যাবে ।
☞ এখন Call Option থেকে যেকোন নাম্বার লিখে কল দিন ।
Note :- মনে রাখবেন , Bangladeshi নাম্বারে কল দিলে নাম্বারের আগে 880 দিয়ে নিবেন । আর দেশ ভেদে কল রেট এর ভিন্নতা হতে পারে ।

আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।

নিয়ে আসলাম miss call bomber. এবার একসাথে ১০০ মিসকল দিয়ে ভয় পাইয়ে দেন আপনার বন্ধুকে। এপসটা নিচে থেকে ডাউনলোড করে নেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করতে Slow download  এ ক্লিক করার পর Chapta  code বসিয়ে download link এ ক্লিক করুন।
যেভাবে করবেন প্রথমে এপস টা open করুুন, এবং নাম্বার লিখুন, তার পর কত সেকেন্ড পরপর দিবেন মিসকল তা set করুন, কয় টা দিবেন তা সেট করে, ok দেন, এবং দেখুন জাদু।

প্রিয় স্মার্টফোন কে মনের মত সাজাতে আমরা কত কিছুই না করে থাকি।বিভিন্ন লঞ্চার থেকে শুরু করে থিমিং,মোডিং,পোর্টিং রম পর্যন্ত চলতেই থাকে।যার লেভেল যে ধরনের সে সেই ধরনের ই লুকিং চেঞ্জ করে থাকে।কিন্তু লুক পরিবর্তনের সিস্টেম টা যদি হয় লঞ্চারের মাধ্যমে তাহলে tO আর কোন লেভেলের প্রয়োজন হয়না :)।সবাই ই এটা করতে পারে।জাস্ট ইন্সটল এন্ড ওপেন!
আমরা সাধারণত বিভিন্ন লঞ্চার ব্যবহার করে থাকি লুক এর সাথে পারফর্মেন্স বা  স্ক্রলিং গুলো স্মুথ করার জন্যেও।অনেক লঞ্চার ই আছে যেগুলোর লুকিং অস্থির রকমের কিন্তু পার্ফমেন্স এর দিক দিয়ে চরম ল্যাগি!তাই সেসব লঞ্চার ইচ্ছা থাকলেও ব্যবহার করা হয়ে উঠেনা। কিন্তু আজ আমি আপনাদের জন্য এনেছি এমন এক লঞ্চার!যা আপনার স্মার্টফোনকে করবে সময়ের সারহে আপডেট এবং পার্ফমেন্স ও দিবে প্রত্যাশা অনুযায়ী।সে লঞ্চারটির নাম Samsung Galaxy S7।

হ্যা এই লঞ্চারের লুক স্যামসাং এস সেভেন এর মতই।আর আপনাদের জন্য এনেছি এর প্রিমিয়াম ভার্সন,মানে এড ফ্রী,প্রিমিয়াম ফিচারড আনলকড ভার্সন!যেটি আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে চাইলে ডলারে পে করতে হবে।কিন্তু এখান থেকে আপনি ফ্রীতেই ডাউনলোড করতে পারছেন। তাহলে আর দেরি কেনো।এখনি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

S7-Galaxy-Launcher-Pro1

S7-Galaxy-Launcher-Pro2

ডাউনলোড লিংক : Click Here To Download
ডাউনলোড করতে লিংকে গিয়ে একদম নিচের DOWNLOAD লেখার নিচের টিক তুলে দিয়ে সেখানেই ক্লিক করুন।পরের পেইজে Click Herer To Download এ ক্লিক করবেন।
আশা করি টিউন টি আপনাদের ভালোলাগবে।

আজ আপনাদের জন্য এমন জিনিস।নিয়ে এসেছি যার অপেক্ষায় আপনারা এতো দিন ছিলেন আমি সিউর।কারণ সবার জন্য ই অ্যাপ টা অনেক দরকারি।প্লে স্টোর এ এর মূল্য $৪.৩২ বুঝতেই পারছেন।
 এখন থেকে আপনার প্রেমীক/প্রেমিকা আপনাকেলুকিয়ে কিছু করতে পারবে না কারণ আপনার প্রিয় মানুষ টি কখন কি করছে, কার সাথে কথা বলছে,কতক্ষণ থেকে কথা বলছে,কাকে মেসেজ করছে,ফেসবুকে কার সাথে কি চ্যাট করছে, কখন কোথায় যাচ্ছে সব কিছু আপনি জানতে পারবেন আপনার ফোনে থেকে কি দারুন না।
App name:Couple tracker pro version
size:3mb
কি কি কাজ করা যাবে অ্যাপ টি দিয়ে দেখে নিনঃ
→আপনার প্রিয় মানুষ টি কার সাথে কথা বলছে নাম্বার সহ পেয়ে যাবেন।
→কে কি মেসেজ করছে বা কাকে মেসেজ করছে।
→কতক্ষণ কথা বলছে এবং কি কথা বলছে রেকর্ড করতে পারবেন।
→ফেসবুকে কি করছে, কার সাথে কথা বলছে।
→কখন কোথায় যাচ্ছে জানতে পারবেন।
আরো অনেক সব ফিচার পাবেন যা আপনাকে মুগ্ধ করে দিবে।
আপনি জাস্ট নিচ থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে নিন অটোমেটিক একটি একাউন্ট হয়ে যাবে।কাজ শেষ।
অবিশ্বাস দিয়ে ভালবাসা হয় না কিন্তু এর ফলে আপনার মনে কোন রকম সন্দেহ হবে।আপনাদের ভালবাসা আরো মজবুত হবে।ঝগড়া হবে না।
Download link:click here
[[N.B link এ গিয়ে slow download এ ক্লিক করবেন তারপর captcha coad টা দিয়ে Download link এ ক্লিক করবেন পরের পেজে App টা নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।]]
সবাই ভাল থাকুন।

বন্ধুরা কেমন আছেন আসা ককরি ভালো আছেন আপনাদেন Revenuesharefive এর কথা বলবো no 1 ptc+ revenue site . Free add দেখে আপনি daily $1 মানে ৮০টাকা ইনকাম করতে পারবেন।প্রতিদিন cash link এ ক্লিক করবেন তাহলে অনেক ভাল আয় করতে পারবেন,আগে চেষ্টা করে দেখেন তো ১০০% পারবেন।
প্রতিদিন ad এ ক্লিক করবেন প্রত্যেকদিন ক্লিক না করলে আয় করতে পারবেন না।your ip already used বললে Puffin browser ব্যবহার করবেন।
এছাড়া সবচাইতে বড় ইনকাম হল $10 দিয়ে add pck কিনলে আপনি daily $3 করে 7 দিনে $21 পাবেন।
সাইটটি 2015 থেকে payment দিয়ে আসতেছে **100% referral click value.
payment (payza + bitcoin+ pm আচ্ছা কাজের কথাই আসি আপনে নিচের লিংক এ জান এখানে ক্লিক করুন
তার পর Register now এ জান 
ঠিক মত খালি বক্স গুলি পুরন করুন Register এ চাপ দিন তার পর Sshot 
এখন রেজিস্টার হয়ে গেছে এখন Login আছে উপরে সেখানে জান User name & pass দিয়ে লগিন করুন Sshot
  কিছুখন অপেখা করুন
 এবার Cash link অপশন আছে সেখানে জান  নিচের দিকে জান দেখুন
Cash Link গুলি আছে Cash link এ ক্লিক করুন
নিচের ছবির মতো আসবে কিছুখন ওয়েট করুন  ওয়েট করার পর এই রকম কিছু ছবি আসবে ছবি লখ করুন একটি ছবি উল্টু আছে সেই ছবিতে ক্লিক করুন 
আপনে সফল হয়েছেন   এবার Tab. কেটে আবার আগের ক্যাশ লিংকে জান
 এভাবে প্রতিদিন ক্যশ লিংক দেখতে হবে আপনে জুদি ৫ দিন ক্যাশ লিংক দেখেন ১$ পাবেন প্রতিদিন ২০ সেন্ট করে দেয় তারা আমি পেমেন্ট পেয়েছি এখান থেকে তার প্রমান দেখুন
 আসা করি ভালো লাগবে

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
এখন থেকে কোনো অ্যাপ আপনাকে কষ্ট করে খুজতে হবে ননা কারন এখন থেকে সব থাকবে আপনার হাতের কাছেই।
আজ আমি আপনাদের জন্য একটি প্রয়জনিয় অ্যাপ নিয়ে এসেছি।
আপনি কি জানে আপনার ফোনের RAM ফাকা না থাকার কারন।না জানলে আমি বলে দিচ্ছে।
আপনার ফোনের যে সকল অ্যাপ থাকে সেগুলোতেই বেশি ভাল RAM ঘিরে থাকে যার ফলে আপনার ফোনে Slow করে।
এবার আপনার ফোনকে Fast করেন সে সকল অ্যাপকে Hibernate করে।এর ফলে আপনার ফোনের Ram খালি থাকবে।
সেজন্যই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যাপ যেটি দিয়ে আপনি অ্যাপগুলোকে Hibernet করতে পারবেন।
এজন্য আপনার ফোন রুট লাগবে না।রুট ছাড়াও এ অ্যাপটি ব্যবহার করা যাবে।
নিচের Link থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
Download link: Click Hear
N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন।
N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন।
অ্যপটি Install দিন।ওপেন করলে আপনি Running অ্যাপগুলো দেখতে পাবেন যেগুলো Ram ঘিরে অাছে।
অ্যপটি Install দিন।ওপেন করলে আপনি Running অ্যাপগুলো দেখতে পাবেন যেগুলো Ram ঘিরে অাছে।
এবার সবগুলো Mark করে Hibernet করে দিন।
এনার দেখুন আপনার ফোন আগের চেয়ে Fast কাজ করছে।
ভুল হলে ক্ষমা করবেন।

আসসালামু আলাইকুম।


আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি।

হে'দ লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।

অনেক মজার একখানা App এইটা।

আপ্স টি দিয়ে আপনি নিজেই  সিল্পির মত গান গাইতে পারবেন। মিউজিক দিবে আপনার এই ছত আপ্স টি।
ডাউনলোড পদ্ধতি : লিংটিতে প্রথমে ক্লিক করুন।তার পর slow dawnload এ ক্লিক করুন।এবার  25 সেকেন্ড ওয়েট করতে বলবে।25 সেকেন্ড ওয়েট করার পর dawnload link এ ক্লিক করুন। ব্যাস তারপর ....ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি, আর উপভোগ করুন আপ্সটির মজা,
আপ্সটি ডাওনলড করতে ক্লিক করুন:click here to dawnload

ডাওনলড করে ইন্সটল করে ওপেন করলে আপনি সব কিছু নিজে নিজেই বুঝতে পারবেন।

ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Clash of clans pic এর চিত্র ফলাফলসবাই কেমন আসেন আশা করি ভালই আসেন.
বক বক না করে কাজের কথায় আসেন.
আজ আবারো আপনাদের সাথে সেয়ার করলাম.
কিভাবে clash of clans এর Gems, Gold Elixir
বাড়িয়ে নিবেন.!!! !!!! !!!
আপনেরা হয়ত অনেকেই Google মামার কাছে Gems, Gold, Elixir Hack করার Apps খুজেছেন এবং পেয়েছেন বটে কিন্তু একটিও হয়ত কাজ করেনা..
আজ আমি আপনাতের সাথে এমন একটি
App সেয়ার করব যা দিয়ে আপনি [১০০০%]
clash of clans এর Gems, Gold, Elixir Ammount বাড়িয়ে নিতে পারবেন.
মনে রাখবেন এক “ip” দিয়ে একটি id কানেক্ট করতে পারবেন..
মনে করুন আপনার দুইটি id আছে একটি town hall 8 আর একটা 9 আপনি আপনার town hall 9 দিয়ে ট্রাই করছেন তাহলে আপনার মোবাইল দিয়ে আর কোন id সাবমিট করতে পারবেন্না মানে gem.gold কিছুই পাবেন্না শুধু মাএ প্রথমে যে id দিয়ে সাবমিট করবেন সেইটা দিয়েই বার বার সাবমিট করতে পারবেন।
আপনার একাধিক id তে Gems, Gold, Elixir পেতে হলে অন্য মোবাই ব্যবহার করতে হবে।
অর্থাৎ আপনি একটি ডিভাইস[মোবাইল] দিয়ে যে কোন একটা account এ সফল ভাবেGems, Gold, Elixir নিতে পারবেন।
তো চলুন শুরু করি.

App টি যে ভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনার Android ফোনে
clash of clans Game টি ইন্সটাল করা থাকতে হবে.
তার পর clash of clans Game uk server
COC UK SERVER download করে নিন. download করে open করুন . open করে একদম নিচের দিগে আসুন. দেখুন get starte আছে get started clik করুন. নিচের মত আসবে.  আপনার প্রয়োজন মত Gems, Gold, Elixir সিলেক্ট করে  সবমিট করুন। সবমিট করার পর আপনার গেমএর কিছু information চাইবে information ঠিক ঠাক দিয়ে আবার submit দিন
এবং phone এর বক্স এ [88] দিয়ে আপনার নাম্বর দিবেন.যেমন 880199999
সব ঠিক ঠাক  থাকলে নিচের মত Success দেখাবে
আমাদের কাজ শেষ.

সব ঠিকটাক থাকলে
২-৩ ঘন্টার মধ্যো confirm call আসবে [22009999999] এমন নাম্বার থেকে।
সব ok থাকলে আপনাকে Confirmযানাবে.
বিদ্রঃ একটা কথা মনে রাখবেন সব সময়
একই পরিমান
Game এ. Gems, Gold, Elixir add হতে সময় লাগতে পারে.
আমি নিজেই ৪ মাস ব্যবহার করে আচ্ছি কোন সময় বেশি[ 250 game ] আবার কোন সময় কম.[90 game ]পন্ত পেয়েছি
দিন দিন সার্ভারে যে পরিমান user বৃদ্ধি পাচ্ছে তাতে এ রকমি হতেই পারে.
আমি যে ভাবে কাজ করতে বলব সেই ভাবেই করবেন...
এটি ১০০০ % কার্যকারি একটি ট্রিক
কিন্তু আপনি বার সফল হওয়ার পর পুনুরায়
সাবমিট করতে পারবেন.
হা সবাই এই সুবিধা নাও পেতে পারেন
আমার Town hall 9 and 11 থেকে
ট্রাই করে করে সফল হয়েছি.
এখন যাদের Town hall 1,2,3,4,5,6 এবং 7 তারা পাবেন্না।।।
কিন্তু তবু ট্রাই করে দেখতে পারেন।

তো বেশি কথা না বারিয়ে কাজের কথায় আসি, আজ আমি আপনাদের যে অ্যাপ টির সাথে পরিচয় করিয়ে দেব তা হল WiFi Mouse যার সাহায্যে আপনি আপনার এন্ড্রয়েডকে মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে আপনার পিসির জন্য মাউস সারবার টি ডাউনলোড করে নিন।
http://wifimouse.necta.us/Mouse-Server.exe
ডাউনলোড হয়ে গেলে ইনিস্টল করে ওপেন করুন।
এরপর আপনার এন্ড্রয়েডের জন্য নিচের লিঙ্ক থেকে WiFi Mouse অ্যাপ টি ডাউনলোড করে নিন।
https://play.google.com/store/apps/details?id=com.necta.wifimousefree

ডাউনলোড হয়ে গেলে ইনিস্টল  করুন।
এবার আপনার এন্ড্রয়েডের সেটিং থেকে tethering & portable hotspot চালু করে আপানার পিসির সাথে কানেক্ট দিয়ে নিন।
এবার আপনার এন্ড্রয়েড্রের অ্যাপ টী ওপেন করুন ।
ওপেন করলেই দেখবেন সেখানে আপনার পিসির নাম দেওয়া আছে, তারপর সেখানে ক্লিক করে আপনার পিসির সাথে কানেক্ট করে নিন,এবং উপভোগ করুন WiFi Mouse।
আজকের মত এখানেই বিদায়  দেখা হবে আগামি টিউনে।
সে পর্যন্ত সবাই ভাল  থাকবেন, সুস্থ থাকবেন। 

চলুন এই এপটি সম্পর্কে আরও কিছু জেনে নেইঃ
১. প্রথ রিংটোন বানানোর জন্য আপনার নাম লিখুন।
২. টেষ্ট করে দেখতে পারেন
৩. আপনার নামটি সেভ করুন এবং কলার টিউন হিসেবে সেট করুন
৪. বিভিন্ন ভাষায় রুপান্তর করতে পারবেন
৫. এখানে অনেক ভয়েস আছে মেয়ে এবং ছেলে কন্ঠে আপনার যা ইচ্ছা নির্বাচন করতে পারেন
৬. ডিসপ্লেতে সকল রিংটোন দেখতে পারবেন।
আমার মনে হয় যা বর্ণনা দিয়েছি এর থেকে বেশি কিছু লিখার প্রয়জন নেই। আর বেশি লিখলে যেমন আমার লিখে সময় নষ্ট হবে তেমন আপনাদের পড়ে সময় নষ্ট হবে। এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: My Name Ringtone Maker.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।


                                                 
free call




প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

                                                         





আপনার স্মার্ট ফোন গরম হয়ে যায় তার কিছু কারণ থাকে। আসলে আমরা অনেকেই বলি স্মার্টফোনে বেশি কথা বললে গরম হয়। আবার কেও বলে যত বেশি Apps ইনষ্টল থাকে তত বেশি গরম হয়। আসলে কি তাই? নানান লোকে নানান ব্যাখ্যা দিয়ে থাকে। আবার কেউ বলেন, একটানা বেশিক্ষণ ফোন ব্যবহার করার জন্য গরম হয়। আবার কেউ বলেন বেশিক্ষণ ফোন চার্জ দেওয়ার জন্য গরম হয়।আবার কেও বলে অতিরিক্ত গেমস খেলার জন্যা গমর হয়। কিন্তু ঠিক কী কারণে স্মার্টফোন গরম হয় ?
আপনারা জানেন প্রতিটি ইলেকট্রিক্স যন্ত্রই গরম হয়।
তারপরও অতিরিক্ত গরম আবার বিপদের কারণ। তাই আমাদের স্মার্টফোন যাতে অতিরিক্ত গরম না হয় সেই জন্যই কিছু টিপস নিয়ে আপনাদের মঝে হাজির হয়েছি।

১ম প্রসেসর: স্মার্টফোন গরম হওয়ার মূল করণ হচ্ছে প্রসেসর। আপনারা হয়তো জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় কাজ করে। এতে আপনি ব্যবহার করেন আর নাই করেন।  ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরী হয়।প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লেগে থাকে যার ফলে তাপ অনুভূত হয়ে থাকে।
২য় ব্যাটারি: বর্তমান স্মার্টফোন দিন দিন পাতলা হলে যাচ্ছে কিন্তু তেমন কোন ব্যাটারির প্রযুক্তি উন্নত হয়নি।ব্যাটারি যত বেশি দুর্বল হবে তাপ তত বেশি তৈরি করে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিসচার্জ হওয়ার সময়েও ফোনকে বেশি গরম করে দেয়।
৩য় দুর্বল নেটওয়ার্ক: ফোন গরম হওযার মূল করণ হচ্ছে দূর্বল নেটওয়ার্ক। যখন নেটওয়ার্ক দূর্বল থাকে তখন সিগনাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যাবহারে সিগন্যালেও অনেক বেগ পেতে হয়। দূর্বল নেটওয়ার্কে ফোনের চাপ প্রয়োগ বেশি পরে যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়।
কি পরিমান গরম হওয়া স্বাভাবিক: আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা কিন্তু নয়। স্বাভাবিক ভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে।আপনি হয়তো মনে করছেন কম দামি ফোন বলে আপনার স্মার্টফোনটি গরম হয়ে যায়, আসলেকি তাই? না সেটা সঠিক না। প্রমান করে দিচ্ছি- নকিয়া ফোন থেকে অ্যাপেল ফোন বেশি গরম হযে যায়। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে তবে বুঝবেন সমস্যা রয়েছে।
অতিরিক্ত গরম থেকে মুক্তির উপায় কী? : স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে গেমস লেখলে অতিরিক্ত গরম হবে এটা কিন্তু একারেও ঠিক না। আপনি সবসময় খেয়াল রাখবেন যেন আপনার ফোনে চার্জ থাকে। আপনি একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। আপনার ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেটি খেয়াল করুন। র‌্যাম ও ক্যাশ মেমোরী সবসময় পরিস্কার রাখুন। আপনার অপ্রয়োজনীয় ম্যাসেজ ডিলেট করে রাখবেন। আপনার ফোনে কোন অ্যানিমিশন চালু থাকেলে বন্ধ করে রাখবেন। আমার যে স্মার্টফোনে এমন কভার ব্যবহার করুন যে কভারটি চামরার হয়। বাহিরের তাপে স্মার্টফোন গরম হয়ে যায় সেই দিকে খেয়াল করুন। সবসময় ওয়াই-ফাই ব্যবহার করবেন না। আপনার ফোনটি সবসময় শুস্ক জায়গায় রাকুন। সবসময় ডেটা চালু করে রাখবেন না।



 যে ভাবে ইনিস্টল করবেনঃ
  • নিচের Link হতে Dingtone ডাওনলোড করে ইনিস্টল করে নিন। আগে থেকে ইনিস্টল করা থাকলে আর ইনিস্টল দেওয়ার দরকার নাই।
  • এখন Dingtone অপেন করুন এবং ফ্রি যে সব অফার আছে সেগুলো নিয়ে নিন, এতে ফ্রি ক্রেডিট এডেড হয়ে যাবে।।
  •                                  
    http://dingtone.me/d?i=m1Rukd
  • সুপ্রিয় পাঠক,কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল। নতুন আর একটি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
    আমার আজকের টিউন টির বিষয়বস্তু হল কিভাবে সঠিক নিয়মে সিভি তৈরি করতে হয়। একটি ভাল চাকরি পেতে গেলে সিভি
    আমাদের খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। সঠিক ভাবে সিভি তৈরি করতে না পারলে অনেক সময় হাত ছাড়া হয়ে যায় চাকরি
    নামের সোনার হরিণ টি। অনেকেই আছেন যারা চাকরির খবর রাখেন কিংবা জব খুঁজছেন কিন্তু কিভাবে একটি সিভি কিংবা বায়োডাটা
    বানাতে হয় তা জানেন না। তাই যারা সিভি বানানোর নিয়ম কিংবা জীবনবৃত্তান্ত লেখার পদ্দতি জানেন না তাদের জন্য এই এপ।
    অ্যাপটিতে রয়েছে কিভাবে একটি পুরনাঙ্গ জীবনবৃত্তান্ত কিংবা বায়োডাটা বানাতে হয় সেই প্রক্রিয়া এবং সেই সাথে কিছু স্যাম্পল সিভি ফরমেট।
    আশা করি অ্যাপটি নতুন চাকরী সন্ধানকারীদের কাজে আসবে। আসুন জেনে নিই অ্যাপ টির বৈশিষ্ট এক নজরে-
    সিভি বানানোর নিয়ম ও ফরমেট অ্যাপের বৈশিষ্ট্যঃ
    বায়োডাটা লেখার পদ্ধতি
    জীবনবৃত্তান্ত এর বিভিন্ন ধাপ সমূহ
    আন্তর্জাতিক মানের কিছু স্যাম্পল ফরমেট
    অ্যাপের সহজ ও সুন্দর ডিজাইন
    এপটি ব্যবহার সহজ সাধ্য
    অ্যাপটি অফলাইনে কাজ করে
    মোবাইল ও ট্যাবলেট সহ সকল ডিভাইসের জন্য ব্যবহার উপযোগী
    তাহলে আর দেরি কেন নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন অসাধারণ এই অ্যাপ টি
    Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create  download link বাটনের নিচে
    Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন
    এবং download বাটনে ক্লিক। একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায়
    download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।
    আজকের মত চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোন টিউন এ। ভাল থাকবেন সবাই।

    resling game salman khan pic এর চিত্র ফলাফলআসসালামু আলাইকুম।
    আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার গেমস।
    বর্মানের সেরা মুভি হলো সুলতান। এই মুভির নতুন গেম সুলতান রিলিজ হয়েছে।
    সেইরকম গ্রাফিক্স আর আকসন রয়েছে গেমটিতে।এছাড়া গেমটিতে সালমান খান নিজেই যুদ্ধ করেছে।
    গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
    ডাউনলোড করার সময় টিক চিহ্ন টা তুলে দিয়ে ডাউনলোড করবেন।
    Sultan The Game Android APK Game MOD Unlimited Money & Energy. Download Sultan The Game Android APK Game MOD for your mobile & tablet.

    This Eid, join Sultan as he makes his wrestling comeback and rises through the ranks to become the Wrestling Champion – witness his fight for redemption, love and GLORY! Bring out the toughest in you as you Kick, Punch and Defend across 60 levels of in-ring action filled combats. Upgrade your Fighting Skills and Challenge your friends to the Top of the Leaderboards

    The Odds are stacked against you – powerful wrestlers from around the world stand between you and the Ultimate Wrestling Championship Gold Medal! Do you have what it takes to emerge as the Sultan?

    Play Store: Sultan: The Game By 99Games

    Game Version: 1.02

    APK:(41MB) [Unlimited Money & Energy/ Keep increasing]
    আশা করি গেমটি খুব ভালো লাগবে।
    অনেকেই হয়ত এমন গেম ই খুজতেছিলেন।


    Author Name

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *

    Blogger দ্বারা পরিচালিত.