ভাবছেন, কী সেগুলো? চলুন দেখে আসি : — অফিসে ঘুষ খাবেন। এমন স্ট্যাটাস আপনি কখনোই দিতে পারবেন না। দিলে খবর আছে।
— পরীক্ষায় ফেল করবেন। এটা আপনি লিখতেই পারবেন না। লিখলে আপনার গার্ডিয়ান কর্তৃক উত্তম-মধ্যম খাওয়ার আশঙ্কা ১০০ পার্সেন্ট।
— একাধিক প্রেম করছেন। আপনি কখনোই এটা বলতে পারবেন না। যদি বলেন, তবে সবকয়টা প্রেমিক/প্রেমিকা এসে আপনার সঙ্গে রিলেশন ব্রেকআপ তো করবেই, পাশাপাশি আপনাকে ম্যারাথন দৌড়ও করিয়ে ছাড়বে।
— চুরি, ডাকাতি, ছিনতাই করতে যাচ্ছেন। এসবের একটাও আপনি ফেসবুকে লিখতে পারবেন না।
লিখলে ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ হাজির হয়ে আপনার খাতির-যত্ন নেওয়া শুরু করবে! — অফিস ফাঁকি দেবেন। এমন স্ট্যাটাস আপনি চাইলেও দিতে পারবেন না। কারণ অফিসের বস বা আপনার কলিগরা এমন স্ট্যাটাস দেখে ফেললে আপনার চাকরি হুমকির মুখে পড়বে! — ভুয়া সার্টিফিকেট লাভ করেছেন। এমন কথা লিখে স্ট্যাটাস দিছেন তো মরছেন। কোথাও আর কোনো পাত্তা পাবেন না আপনি।
— পাসওয়ার্ড শেয়ার করলাম। এমন স্ট্যাটাস আপনি ভুলেও শেয়ার করতে পারবেন না। কারণ, পাসওয়ার্ড শেয়ার করলে আপনার আইডি আর আপনার নিজের থাকবে না
একটি মন্তব্য পোস্ট করুন