আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।
অনেকদিন পর টিউন করতে বসলাম যাইহোক কাজের কথাই আসি।আমরা অনেকেই আমাদের ফোনে একই অ্যাপ দুইটা করে ইউজ করতে চাই কিন্তু পারি না।কারন অ্যাপ ক্লোন করতে চাইলে আপনাকে ফোন রুট করতে হবে।আবার ক্লোন করতে গেলে সব অ্যাপ ক্লোন হয়না।ফেসবুক অ্যাপ ,ম্যসেঞ্জার সহ কিছু অ্যাপ আপনি জীবনেও ক্লোন করতে পারবেন না।তবে আজ আমি তার সমাধান নিয়ে আসলাম।মাত্র ২ মেগাবাইটের এই অ্যাপ দিয়ে আপনি মাত্র এক ক্লিকেই ঝামেলা ছাড়ায় অ্যাপ গুলো ক্লোন করতে পারবেন আর তার জন্য আপনাকে রুট ইউজার হতে হবে না।
চলুন দেখে নেয়া যাক কি কি অ্যাপ ক্লোন করা যাবে।
- ফেসবুক অফিসিয়াল অ্যাপ।
- ফেসবুক ম্যাসেঞ্জার।
- টুইটার অ্যাপ।
- ক্লাস অফ ক্লান।
- ফেসবুক লাইট।
- ইন্সটাগ্রাম।
- Whatsapp.
সহ নিজের ইচ্ছামতো যেকোন অ্যাপ।আমি নিজে ইউজ করি এই অ্যাপ ১ মাস ধরে তাই ভাবলাম সেয়ার করি।যদি আপনার কাছে দরকারি মনে হয় তবে ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপ।এক কথাই হেব্বি ভালো লাগছে অ্যাপটা।
একটি মন্তব্য পোস্ট করুন