Articles by "ফেসবুক টিপস"

ফেসবুক টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান



আগামী পাঁচ বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সম্পূর্ণ ভিডিওনির্ভর হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলশন। গত মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে এ কথা বলেন নিকোলা।

বাণিজ্য সাময়িকী ফরচুনের ‘মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন্টারন্যাশনাল’ সামিটে নিকোলা বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুকের ব্যবহারকারীরা হয়ে পড়বে স্মার্টফোননির্ভর। কারণ, বেশির ভাগ ব্যবহারকারীই এখন স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। আর নিশ্চিতভাবে ফেসবুকে ভিডিও কনটেন্টের আধিপত্য বাড়বে।’ এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডজ।


ভিডিওর কদর কেন বাড়বে ফেসবুকে, সে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যেকোনো গল্প বলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিডিও মাধ্যম। কারণ এর মাধ্যমে দ্রুত তথ্য সম্প্রচার করা যায়। গত এক বছরে আমরা দেখেছি, টেক্সট কনটেন্টের সংখ্যা ফেসবুকে কমে যাচ্ছে, বাড়ছে ভিডিওর সংখ্যা। তাই এটা নির্দ্বিধায় বলা যায়, সামনের দিনগুলোতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্টই রাজত্ব করবে।’

নিকোলা আরো বলেন, ‘৩৬০ ডিগ্রি ভিডিওর সংখ্যা আরো বাড়বে সামনের দিনগুলোতে।’ ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দায়িত্বে রয়েছে নিকোলা মেন্ডেলশন। এ তিন অঞ্চলে ৪৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।


অবশ্য এই কথা নতুন নয়। ফেসবুকের প্রধান নির্বাহীও বলেছেন, সামনের দিনগুলোতে ফেসবুকে ভিডিওর প্রভাব বাড়বে। আর সে কারণেই লাইভ থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিংয়ের দিকেই ঝুঁকছে ফেসবুক। এ ছাড়া এখন ফেসবুকে প্রোফাইল হিসেবে ভিডিও দেওয়া যাচ্ছে। যোগ করা হয়েছে ভিডিও কমেন্টের ফিচার।

ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও ভিডিও সুবিধা বাড়ানো হচ্ছে। ভিডিও শেয়ারিংয়ের অপশন যোগ করা হচ্ছে চ্যাটিংয়ে। বর্তমানে ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে ফেসবুকে গড়ে ১০০ মিলিয়ন ঘণ্টার ভিডিও দেখে থাকেন প্রতিদিন।


বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক লাইক বক্স, আসছে নতুন সেবা! ফেসবুকের লাইক বক্সের ব্যবহার প্রায় প্রত্যেক ওয়েব সাইটেই এখন দেখা যায়। ফ্যান পেইজের লিংক দিতে এবং লাইক বাড়াতে ওয়েবসাইটে স্থাপন যোগ্য এই লাইক বক্স যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই ফেসবুক ঘোষণা করছে ফেসবুকের এই লাইক বক্স ভবিষ্যতে আর কাজ করবে না। তবে যোগ হবে নতুন সেবা, যা আগের লাইক বক্সকে ছাড়িয়ে যাবে বলেই মনে করেন সবাই।

নতুন এই পেইজ প্লাগইন এর লাইক বক্স কাজ করা শুরু করেছে এখন থেকেই; কিন্তু আপনি যদি পুরাতন লাইক বক্সের ব্যবহার কারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে দুঃসংবাদ! তা হলো এটি আগামী জুন ২৩, ২০১৫ এর পর আর কাজ করবে না। তাই এ ঝামেলা এড়াতে আপনাকে এখনই পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক লাইক বক্স।

নতুন ডিজানে যাবার অন্যতম কারণ হিসাবে দেখানো হচ্ছে দুটি জিনিষ, প্রথমত আগের ডিজাইনটি বেশ একঘেয়ে এবং এখানে সবার একই ডিজাইন হওয়ায় অনেক সময়ই অনেকের চোখে পড়ে না। আর দ্বিতীয়ত ফেসবুক তাদের ওপেন গ্রাফের ভার্সন ২.০ থেকে ২.৩ ভার্সনে যাচ্ছে।
নতুন লাইক বক্স যেভাবে পাবেনঃ

নতুন লাইক বক্স পাবার জন্য প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে এই পেইজটি ভিজিট করতে হবে। এবার Facebook Page URL লেখা বক্সে আপনার ফ্যান পেইজের লিংক কপি করে পেষ্ট করে দিন।

এবার আপনার সাইটের প্রয়োজনীয়তা অনুযায়ী লাইক বক্সের উচ্চতা এবং কতটুকু চওড়া হবে তা ঠিক করে দিন। চওড়ার (width) ক্ষেত্রে সর্বনিন্ম ২৮০ পিক্সেল থেকে সর্বোচ্চ ৫০০ পিক্সেল এবং উচ্চতার (height) ক্ষেত্রে সর্বনিন্ম ১৩০ পিক্সেল থেকে শুরু করে যে কোন পিক্সেল দিতে পারেন। এবার আপনি চাইলে আপনার কাভার পিকচার হাইড বা দেখানোর অপশন এবং আপনার পেইজে পোষ্ট হওয়া লেখাগুলি দেখাবেন কি দেখাবেন না তা সিলেক্ট করুন।

এবার নিচ থেকে Get Code বাটনে ক্লিক করলেই আপনি দুটি কোড পাবেন, এবং এ দুটি কোড কপি করে আপনি যেখানে আপনার লাইক বক্স দেখাতে চান, সেখানে কোড গুলি পেষ্ট করুন।

ব্যাস, এখন আপনার ওয়েব সাইটে নতুন লাইক বক্স দেখানো শুরু করবে।নতুন এই পেইজ প্লাগইন এর লাইক বক্স কাজ করা শুরু করেছে এখন থেকেই; কিন্তু আপনি যদি পুরাতন লাইক বক্সের ব্যবহার কারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে দুঃসংবাদ! তা হলো এটি আগামী জুন 29, ২016 এর পর আর কাজ করবে না। তাই এ ঝামেলা এড়াতে আপনাকে এখনই পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক লাইক বক্স।

নতুন ডিজানে যাবার অন্যতম কারণ হিসাবে দেখানো হচ্ছে দুটি জিনিষ, প্রথমত আগের ডিজাইনটি বেশ একঘেয়ে এবং এখানে সবার একই ডিজাইন হওয়ায় অনেক সময়ই অনেকের চোখে পড়ে না। আর দ্বিতীয়ত ফেসবুক তাদের ওপেন গ্রাফের ভার্সন ২.০ থেকে ২.৩ ভার্সনে যাচ্ছে।
নতুন লাইক বক্স যেভাবে পাবেনঃ

নতুন লাইক বক্স পাবার জন্য প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে এই পেইজটি ভিজিট করতে হবে। এবার Facebook Page URL লেখা বক্সে আপনার ফ্যান পেইজের লিংক কপি করে পেষ্ট করে দিন।

এবার আপনার সাইটের প্রয়োজনীয়তা অনুযায়ী লাইক বক্সের উচ্চতা এবং কতটুকু চওড়া হবে তা ঠিক করে দিন। চওড়ার (width) ক্ষেত্রে সর্বনিন্ম ২৮০ পিক্সেল থেকে সর্বোচ্চ ৫০০ পিক্সেল এবং উচ্চতার (height) ক্ষেত্রে সর্বনিন্ম ১৩০ পিক্সেল থেকে শুরু করে যে কোন পিক্সেল দিতে পারেন। এবার আপনি চাইলে আপনার কাভার পিকচার হাইড বা দেখানোর অপশন এবং আপনার পেইজে পোষ্ট হওয়া লেখাগুলি দেখাবেন কি দেখাবেন না তা সিলেক্ট করুন।

এবার নিচ থেকে Get Code বাটনে ক্লিক করলেই আপনি দুটি কোড পাবেন, এবং এ দুটি কোড কপি করে আপনি যেখানে আপনার লাইক বক্স দেখাতে চান, সেখানে কোড গুলি পেষ্ট করুন।

ব্যাস, এখন আপনার ওয়েব সাইটে নতুন লাইক বক্স দেখানো শুরু করবে।


ভাবছেন এটা কিভাবে সম্ভব।
হ্যা সম্ভব, বেশু কিছু না নিচের box থেকে অদৃশ্য লেখা গুলো কপি করে আপনার নাম চেন্জ করতে গিয়ে 1st name: ᏚᎷᎯᎬᏚᎷ last name: ᎬᏚᎷᎯᎬᏚᎷᎯ দিন।
তারপর বাকি কাজ আগে যেভাবে নাম চেন্জ করতেন।।।
ᎬᏚᎷᎯᎬᏚᎷᎯ আশা করি ভালো লাগছে।।।
সমস্যা হলে জানাবেন।
সবাইকে ধন্যবাদ । সুস্থ্য থাকুন এবং সব সময় আমাদের সাথেই থাকুন  ।


fb pic এর চিত্র ফলাফলআমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দয়া করে এই পদ্ধতিটা অনুসরণ করে কারোর ক্ষতি করবেন না।
কাজটা পিসি দিয়ে করতে হবে। মোবাইল দিয়ে লিংক কাজ করবে না।
১. যা করতে হবে তা হচ্ছে একটি লিঙ্ক দিতে হবে, লিঙ্কটি ফেইসবুক ওয়েবসাইটরই
২. যা যা দরকার তা হচ্ছে আপনি যে পেইজ হ্যাক করতে চান সেই পেইজের আইডি
৩. আপনার নিজের প্রোফাইল আইডি
৪. এই লিঙ্কটি হচ্ছে সেই লিঙ্কঃ ক্লিক করুন এখানে লিংটা এডিট করতে হবে→
“342602542597873” এই নাম্বারটির জায়গায় আপনি যে পেইজ হ্যাক করতে চান সেই পেইজের আইডিটি দিবেন।
এবং “100005190426499” এই নাম্বারটির জায়গায় আপনি আপনার আইডির লিঙ্ক দিবেন।
৫. এইবার লিঙ্কটি ভিকটিমের কাছে সেন্ড করুন তার ফেইসবুক আইডির ইনবক্সে।
৬. যদি পেইজ এডমিন সে লিঙ্কটিতে ক্লিক করে তাহলে আপনি সাথে সাথে ঐ পেইজের এডমিন হয়ে যাবেন।
৭. এরপরে যদি আপনি চান ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মতো :p সেই পেইজের অন্য এডমিনের আইডি পেইজ থেকে রিমুভ করে দিয়ে নিজেই সেই পেইজের এডমিন হয়ে যেতে পারেন।
৮. তার জন্যে যা করতে হবে পেইজ সেটিং এ যান পেইজ রোলস এ যান, এবং পেইজের অন্য এডমিন আইডিগুলো রিমুভ করে দিন।
এখন কিছু সমস্যা হচ্ছে যদি আপনার লিঙ্কটি পেইজের মেইন এডমিন ক্লিক না করে কোনো কনটেন্ট ক্রিয়েটর ক্লিক করে পেইজটির তাহলে কতটুকু কাজ করবে সে ব্যাপারে আমি সন্দিহান।
আপনারা নিশ্চয় জানেন একটি ফেইসবুক পেইজের অনেক ধরনের এডমিনশীপ আছে। যায়হোক আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন

fb pic এর চিত্র ফলাফল

নিয়ম‬:

 প্রথমে  One Click Vpn.apk Apps টি ডাউনলোড করে নিন ।
ইন্সটল করে অপেন করুন। ডাটা অন করুন। এখন একটা জাপান আইপি সিলেক্ট করে কানেক্ট এ টাচ করুন। নিচে Connected, Enjoy লেখা উঠলে মিনিমাইজ করুন ।
এবার ফটোভেরিফাই করুন। আসলে কোন ফটো ভেরিফাই করতে হবে না। প্রথমে ক্যাপচা দিন। তারপর যে নাম্বার দিয়ে আইডি খোলা হইছে ওইটা তে একটা কোড যাবে সেইটা কনফার্ম করলেই আইডি ঠিক হইয়া যাইব।
এসব করতে মাত্র ২মিনিটের মতো সময় লাগবো

নি ত্য নতুন সংযোজন নিয়ে হাজির হচ্ছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। অতি সম্প্রতি লাইভ ভিডিও স্ট্রিমিং, প্রোফাইল ভিডিও সেবা চালুর পর এবারbব্যবহারকারীদের জন্য ভিডিও কমেন্টও চালু করেছে ফেসবুক।
শুক্রবার থেকে ফেসবুকে নতুন এই সেবা চালু হয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপে এই ভিডিও কমেন্ট করা যাবে অনায়াসেই।

এজন্য কমেন্টের ‘ক্যামেরা’ আইকনে ক্লিক করতে হবে। এরপর ক্লিপটি আপলোড দিলেই হয়ে যাবে ভিডিও কমেন্ট। গোটা বিষয়টি একেবারেই পিকচার কমেন্টের মতো।

বছরের প্রথম দিকে এই ভিডিও কমেন্ট চালুর ঘোষণা দেয় ফেসবুক। প্রথমে এর ব্যবহার সীমাবদ্ধ থাকলেও এখন সবার জন্য এই সুবিধা উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

fb pic এর চিত্র ফলাফলআজকাল পান থেকে চুন খসলেও মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয়। কিন্তু বিশ্বাস করেন আর নাই করেন, এমন কিছু কথা আছে যেগুলো আপনি চাইলেও শেয়ার দিতে পারবেন না।

ভাবছেন, কী সেগুলো? চলুন দেখে আসি : — অফিসে ঘুষ খাবেন। এমন স্ট্যাটাস আপনি কখনোই দিতে পারবেন না। দিলে খবর আছে।
— পরীক্ষায় ফেল করবেন। এটা আপনি লিখতেই পারবেন না। লিখলে আপনার গার্ডিয়ান কর্তৃক উত্তম-মধ্যম খাওয়ার আশঙ্কা ১০০ পার্সেন্ট।
— একাধিক প্রেম করছেন। আপনি কখনোই এটা বলতে পারবেন না। যদি বলেন, তবে সবকয়টা প্রেমিক/প্রেমিকা এসে আপনার সঙ্গে রিলেশন ব্রেকআপ তো করবেই, পাশাপাশি আপনাকে ম্যারাথন দৌড়ও করিয়ে ছাড়বে।
— চুরি, ডাকাতি, ছিনতাই করতে যাচ্ছেন। এসবের একটাও আপনি ফেসবুকে লিখতে পারবেন না।
লিখলে ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ হাজির হয়ে আপনার খাতির-যত্ন নেওয়া শুরু করবে! — অফিস ফাঁকি দেবেন। এমন স্ট্যাটাস আপনি চাইলেও দিতে পারবেন না। কারণ অফিসের বস বা আপনার কলিগরা এমন স্ট্যাটাস দেখে ফেললে আপনার চাকরি হুমকির মুখে পড়বে! — ভুয়া সার্টিফিকেট লাভ করেছেন। এমন কথা লিখে স্ট্যাটাস দিছেন তো মরছেন। কোথাও আর কোনো পাত্তা পাবেন না আপনি।
— পাসওয়ার্ড শেয়ার করলাম। এমন স্ট্যাটাস আপনি ভুলেও শেয়ার করতে পারবেন না। কারণ, পাসওয়ার্ড শেয়ার করলে আপনার আইডি আর আপনার নিজের থাকবে না 

আজকাল ফেসবুকে গ্রুপ অনেক জনপ্রিয় বিষয়। যার গ্রুপে মেম্বার যত বেশি তার তত ডিমান্ড। তাই মেম্বার বাড়াতে অনেক কাজ করতে হয়। কেমন হয় যদি এক ক্লিকে ফ্রেন্ড লিস্টের সবাইকে এড করা যায়।তো চলুন দেখি, কিভাবে এটা করবেন।

প্রয়োজনীয় উপকরণ

১. একটা কম্পিউটার।
২. একটি ফেসবুক একাউন্ট
৩. একটা ফেসবুক গ্রুপ (এডমিন আপনি)

৪. নিজের বুদ্ধিমত্তা

কিভাবে কাজ করবেন?

* প্রথমে আপনার কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করুন।
* এরপর আপনার সেই গ্রুপে প্রবেশ করুন।
* এবার কীবোর্ডে F12 বাটন চাপুন। এখান থেকে colsole সিলেক্ট করুন।
*এবার বক্সে নিচের কোড টুকু পেস্ট করুন। কোড লিংক নিচ থেকে ডাউনলোড করুন। না বুঝলে নিচের স্ক্রিনশট দেখুন।
* শুরু হয়ে গেল সবাইকে ইনভাইটেশন পাঠানো।
এটা পরীক্ষিত। ১০০% কাজ করবে। কাজ না করাইতে পারলে আপনার ব্যর্থতা। আমাকে আবার গালাগালি দিয়েন নাহ।


fb pic এর চিত্র ফলাফলসামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু পরস্পরের মধ্যে সংযোগ স্থাপনই করছে না, বরং চাকরি, কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা–রাজনীতি সবকিছুর ওপর প্রভাব ফেলেছে। সুতরাং এটা এখন শুধু আপনার ব্যক্তিগত
জীবনের অংশই না, এটা আপনার পেশা জীবনেরও অংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আর এই মাধ্যমকে কাজে লাগাতে পারেন যদি না আপনি নিচের কাজগুলো অনুসরণ করেন।
১. আপনার প্রকৃত নাম পরিবর্তন করবেন না
ফেসবুকে অনেক সময় অনেকে নকল নাম বা রূপক নাম ব্যবহার করে থাকেন। এমনটি উচিত নয়। কেউ যদি আপনার নাম জিজ্ঞেস করে আপনি নিশ্চয় বলবেন না, আপনার নাম নীল দরিয়ার মাঝি, সাগর পাড়ের কন্যা, আমি কষ্টে আছি অথবা উড়ন্ত ছেলে। কারণ এগুলো আপনার নাম নয়। একজন চাকরিদাতা বা ব্যবসায়ী যদি আপনার সম্পর্কে ধারণা নিতে সার্চ ইঞ্জিনে আপনাকে খোঁজেন তবে এমন নাম তাদের আপনার সম্পর্কে ভালো ধারণা দেবে না। এমন নামকরণ ফেসবুকের নীতিমালার বাইরে। যে কেউ অভিযোগ করলে আপনার অ্যাকাউন্টটি তারা বন্ধ করে দিতে পারে। তাই নাম ব্যবহারের ক্ষেত্রে যদি নাম দুই অংশের হয় তবে প্রথম ও শেষ নাম ব্যবহার করুন। যদি তিন অংশের হয় তবে মধ্য নামও ব্যবহার (মধ্য নামের initial ব্যবহার করতে পারেন) করুন। নিজ ভাষা অথবা ইংরেজিতে নাম লিখতে পারেন, কিন্তু এমন অক্ষর ব্যবহার করবেন না যেটা বুঝতে অসুবিধা হয়।
২. শিরোনাম ব্যতীত ছবি পোস্ট করবেন না
এমনটি হতে পারে আপনি বোনের সঙ্গে ছবি পোস্ট করছেন কিন্তু কোনো শিরোনাম লেখেননি।
আপনার বন্ধুরা হয়তো আপনাকে চেনে, কিন্তু আপনার বোনকে চেনে না। এ রকমের ছবিতে আপনার বন্ধুদের মন্তব্য আপনাকে বিব্রত
করতে পারে। এ জন্য এ ধরনের ছবি পোস্ট করার আগে অবশ্যই শিরোনাম যোগ করবেন। এতে ছবি পোস্টের উদ্দেশ্য বোঝা সহজ হয়। ছবি নিজেই যদি শিরোনাম হিসেবে কাজ করে তাহলে হয়তো শিরোনামের প্রয়োজন নেই।
৩. শুধু লাইক পাওয়ার জন্য কাউকে সংযুক্ত
করবেন না
শুধু লাইক পাওয়ার জন্য এমন কাউকে ছবি বা পোস্টে সংযুক্ত করবেন না যিনি এর সঙ্গে সম্পর্কযুক্ত নন। আপনি জানেন না এতে তিনি আনন্দিত হবেন, না বিরক্ত
হবেন। যদি সংযুক্ত করা জরুরি মনে করেন তবে পূর্ব অনুমতি নিয়ে নেবেন।
৪. ব্যক্তিগত কথাবার্তা ওয়ালে পোস্ট করবেন না
ব্যক্তিগত কথাবার্তা আদানপ্রদানের জন্য ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মেসেজ অপশন আছে। এ জন্য ব্যক্তিগত কথাবার্তা ওয়ালে পোস্ট না করে মেসেজ করবেন। যেমন; আপনি আপনার বন্ধুর কাছে টাকা পাবেন, আপনি এই টাকাটা চাওয়ার জন্য তার ওয়ালে লিখতে যাবেন না। প্রয়োজনে কল অথবা মেসেজ করবেন।
৫. চেইন স্ট্যাটাস পোস্ট করবেন না আপনিও হয়তো এমন ইমেইল পেয়ে থাকবেন—
কেউ আপনাকে নির্দিষ্ট ইমেইল পাঠিয়ে বলল, এই ইমেইলটি আরও ১০ জনকে পাঠাতে হবে অন্যথায় আপনার ভয়ানক বিপদ হবে। সেরকম ফেসবুকের নিউজ ফিডে কিছু ছবি বা লেখা দিয়ে বলা হলো আপনাকে লাইক ও শেয়ার করতে হবে, না হলে বিপদ হবে। অথবা বলা হলো আপনি যদি মুসলমান/হিন্দু বা অন্য কিছু হন, লাইক করুন, আমিন লিখুন, শেয়ার করুন। এ রকম চেইন স্ট্যাটাস পোস্ট করবেন না। এটা একরকম মানুষের আবেগ নিয়ে খেলা।
যদি সামাজিক সচেতনতা বিষয়ক কিছু হয় তবে মানুষকে সাধারণ অনুরোধ করবেন।
৬. অপরিচিত লোকদের বন্ধু হওয়ার অনুরোধ করবেন না
অনেকের হয়তো এমন ধারণা আছে যে, ফেসবুকে বন্ধুর সংখ্যা যার যত
বেশি তার জনপ্রিয়তার তত বেশি। এ কথা হয়তো সত্য, বাস্তব জীবনে যত
বেশি মানুষ আপনাকে চেনে আপনি তত
বেশি পরিচিত। কিন্তু ফেসবুকে সম্পূর্ণ অজানা মানুষকে যোগ করার মাঝে নয়।
যদি কাউকে কোনো না কোনোভাবে চেনেন এবং মনে করেন তার সঙ্গে যোগ হলে উভয়ই উপকৃত হতে পারেন তবে ব্যক্তিগত
অনুরোধ করবেন।
৭. ভুয়া সংবাদ পোস্ট করবেন না
ফেসবুক হলো ভুয়া সংবাদের অন্যতম উৎস। এখানে সবাই সাংবাদিক। এখানে সংবাদ পরিবেশনে সবাই মুক্ত। তাই যেকোনো সংবাদভিত্তিক পোস্টের আগে যাচাই করে নেবেন সংবাদটি সঠিক উৎস থেকে আসছে কিনা। মনে রাখবেন একটি ভুল সংবাদ ১০টি স্বাভাবিক জীবনের ওপর ক্ষতি বয়ে আনতে পারে।
৮. ভুল ব্যক্তিগত তথ্য প্রধান করবেন না
ধরুন, একটি চাকরির জন্য আপনার জীবনবৃত্তান্ত চাইল, আপনি নিশ্চয় আপনার জীবনবৃত্তান্তে ভুল তথ্য প্রধান করবেন না। অনেক চাকরি আছে যেগুলো ফেসবুকের আইডি দিয়ে লগইন করে আবেদন করতে হয়। সুতরাং আপনার তথ্য যদি ভুল থাকে তবে চাকরিদাতা আপনার সম্পর্কে ভুল তথ্য পাবে যেটা আপনার জন্য কক্ষনোই মঙ্গলজনক নয়। এ ছাড়া ভুল তথ্য মানুষকে আপনার সম্পর্কে খারাপ ধারণা দেবে। তাই সকল তথ্য (পেশাগত, শিক্ষাগত, ব্যক্তিগত) সঠিক ও সমসাময়িক রাখুন।
৯. অশালীন মন্তব্য করবেন না
হয়তো ফেসবুক মন্তব্যের জন্য উন্মুক্ত এক জায়গা। কিন্তু মনে রাখবেন আপনার মন্তব্য আপনার ব্যক্তিত্বের পরিচায়ক। আপনার মন্তব্য থেকে মানুষ আপনার সম্পর্কে ধারণা নেবে। কথা বলার স্বাধীনতার ও সীমাবদ্ধতা আছে।
আপনার মন্তব্য যদি কাউকে ব্যথা দেয় কিংবা কারও সম্মানহানির কারণ হয় সে দিকে নজর রাখবেন। মোট কথা ফেসবুকে আপনার সকল কার্যক্রম আপনার আচার– ব্যবহারেরই পরিচয় বহন করে, সেদিকে লক্ষ্য রাখবেন।
১০. ১৩ বছর বয়সের আগে ফেসবুক অ্যাকাউন্ট নয়
১৩ বছর বয়সের আগে ফেসবুক অ্যাকাউন্ট খোলা ফেসবুকের নীতিমালার বাইরে। এটা তাদের মানসিক ও শারীরিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি বড়দেরও অধিক ফেসবুক ব্যবহার মানসিক, শারীরিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করে। সাধারণত
উন্নয়নশীল দেশগুলোতে অভিভাবকের অসচেতনতার কারণে অনেক শিশুই ফেসবুকে আসক্ত হয়ে পড়ে যা তাদের লেখাপড়া ও সামাজিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুতরাং আপনার পরিচিত কেউ যদি এমনটি করে তাকে বুঝিয়ে অ্যাকাউন্টটি মুছে দিন অথবা ফেসবুকে রিপোর্ট করুন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.