Articles by "অন্যান্য টিপস"

অন্যান্য টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন
আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
বর্তমান সময়ে আইডি কার্ড মনে হয় সবার ই প্রয়োজন
কারন আইডি কার্ড ছাড়া সিম নিবন্ধন করা যাচ্ছে না আর সময় আছে মাত্র ১ দিন সরকারী দেওয়া টাইম অনুযায়ী
আইডি নম্বর ও জন্ম তারিখ ঠিক থাকলে আপনি আমার
দেওয়া ফরমেটে নাম ঠিকানা জন্ম তারিখ বসিয়ে আইডি কার্ড তৈরী করে নিতে পারবেন।
এবং তা প্রিন্ট করে সিম নিবন্ধন করতে পারবেন।
আমি আইডি কার্ডের ২ পাশ ই PSD (Photoshop) এ সেভ করে দিয়েছি।
প্রত্যেকটায় আলাদা আলাদা লেয়ার দেয়া আছে। আপনার কাজের সুবিধার্থে লেয়ার
সিলেক্ট করে এডিট করলেই হবে।আর সব ফন্টের মাপ সঠিক ভাবে দিয়ে দেওয়া আছে।
ফন্ট চেঞ্জ বা ছোট বড় কিছুই করা লাগবে না।

আমি আগে যে ফরমেট টি দিয়েছি তা পুরানো
তাই নতুন করে নতুন আইডি কার্ডের ফরমেট দিলাম আশাকরি কাজে লাগবে।
এবং কিভাবে এডিট করতে হবে তাও ভিডিও তৈরী করে দিয়েছি।
আশাকরি উপকৃত হবেন।

তাই আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন।
সাইজ ও বেশি না ৭ মেগাবাইটের মত




নববধূর কোলে প্রথম সন্তান আসছে, এ খবরে পরিবারের সদস্য ও স্বজনদের আনন্দের সীমা ছিল না। কিন্তু ছেলে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর উৎসবের পরিবর্তে সবার মুখে বিষাদের ছায়া নামে।
সদ্য পৃথিবীর মুখ দেখা শিশুটি মানবশিশু নাকি অন্য কিছু, তা নিয়ে সবখানে আলোচনা। কারণ তার অবয়বে বৃদ্ধ মানুষের ছাপ, বিকৃত চেহারা। দেখলে মনে হয়, সে আশি বছরের বৃদ্ধ।
জন্মের পর শিশুটিকে দেখে ভয় পেত
অনেকেই। কাছে ভিড়তে চাইত না কেউ।
রটাতো নানা কল্পকাহিনী। সবাই যখন শিশুটিকে ফেলে দূরে সরে গেল, তখন পরম মমতায় সন্তান বায়েজিদকে লালনপালন করতে লাগলেন মা তৃপ্তি খাতুন।
বায়েজিদের বাবার নাম লাভলু শিকদার। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে।
রোববার বিকেলে লাভলুর বাড়ি গিয়ে কথা হয় তার পরিবারের সদস্যদের সঙ্গে।
বায়েজিদের মুখে সবসময় হাসি লেগেই থাকে। বায়েজিদ শিকদারের বয়স এখন চার বছর। শুনলে সবাই চমকে ওঠেন।
কারণ, ৮০ বছরের বৃদ্ধের মতো মুখ-পেটসহ শরীরের বিভিন্ন অংশে চামড়া ঝুলে আছে। দেখলে মনে হয়, বৃদ্ধ মানুষ।
বায়েজিদের দাদা হাসেম আলী শিকদার জানান, শিশুটি বিকৃত চেহারা নিয়ে জন্ম নেয়। এ নিয়ে নানা কথা রটাতো গ্রামের লোকজন। অনেকে ভয়ে তার কাছে ভিড়ত না। আস্তে আস্তে সে বড় হতে থাকলে তার চেহারায় বৃদ্ধ মানুষের ভাব চলে আসে। দিন যত
যাচ্ছে, তার এ সমস্যা বাড়ছে।
মা তৃপ্তি খাতুন জানান, স্বাভাবিক শিশুরা ১০ মাসে হাঁটা শিখলেও বায়েজিদ সাড়ে তিন বছরে হাঁটতে শিখেছে। আবার তিন মাস বয়সে তার সবগুলো দাঁত উঠেছে। সে স্বাভাবিক চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারে।
বায়েজিদের বাবা লাভলু শিকদার বলেন, ‘অনেক ডাক্তার দেখিয়েছি। ৩-৪ লাখ টাকা ব্যয় করেছি। কোনো অসুখ ধরতে পারেননি চিকিৎসকরা। অনেক কষ্টে টাকা-পয়সা সংগ্রহ করে কয়েক জায়গায় চিকিৎসা করিয়েও কোনো ফল পাইনি। চিকিৎসকরা বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এটা আমার পক্ষে সম্ভব নয়।’ মা আয়েশা বেগম, বাবা হাসেম শিকদার, স্ত্রী তৃপ্তি খাতুন ও বায়েজিদকে নিয়ে লাভলু শিকদারের পরিবার। নিজের সামান্য জমিতে কৃষিকাজ আর মৌসুমি ক্ষুদ্র ব্যবসা করে চলে তাদের সংসার।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোকসেদুল মোমিন জানান, একটি শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি যেমন জিনগত ও পরিবেশগত বিষয়ের ওপর নির্ভর করে, তেমনই নির্ভর করে তার সার্বিক সুস্থতা ও হরমোনের ওঠা-নামার ওপর। এ ছাড়া শৈশবে কোনো দীর্ঘমেয়াদি সমস্যা, যেমন : কিডনি বা ফুসফুসের রোগ, অপুষ্টি ইত্যাদি কারণে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়।
শরীরের প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি যে হরমোনগুলো নিয়ন্ত্রণ করে, তার মধ্যে থাইরয়েড ও গ্রোথ হরমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হরমোনগুলোর অভাবে শারীরিক ও মানসিক বৃদ্ধি থমকে যেতে পারে বা ধীরে হতে পারে। নানা ধরনের জেনেটিক সমস্যায় এমন হতে পারে।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলে টার্নার বা ডাউনস সিনড্রোম। এ রোগের চিকিৎসা আছে। তবে তা জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হামিদ মিয়া জানান, ‘কোনো বাবার কাছেই সন্তানের এই অবস্থা সুখকর নয়।
দরিদ্র এই বাবার সন্তানের চিকিৎসার জন্য বিত্তবান লোকদের এগিয়ে আসার আহ্বান জানান মো. হামিদ মিয়া।

একটি নতুন ব্যবসা খোলার বা একটি নতুন ওয়েবসাইট তৈরি করার প্রথম ধাপ হল একটি লোগো তৈরী করা যা আমরা যা করি বা করতে চাই তা সহজে বোঝাতে পারে।
লোগো আপনার ব্যবসা বা ওয়েবসাইটের "মুখ" হিসাবে কাজ করে। লোগো আপনার কজের একটি গ্রাফিকাল প্রদর্শন, এবং আপনার ব্র্যান্ডের অনলাইন এবং অফলাইন প্রচারের একটি মাধ্যম হিসাবে ব্যবহার করা যেতে পারে।
তবে, একটি লোগো তৈরি করা মোটেই সহজ নয়। একজন ভালো প্রতিভাবান ডিজাইনারের প্রয়োজন হয় যিনি একটি লোগোর দ্বারা ব্যবসাটি প্রকাশ এবং উপস্থাপন করতে পারেন। যদিও এটা একটা সহজ কাজ নয়, কিন্তু নিঃসন্দেহে লোগো ডিজাইনার খুঁজে পাওয়াও কঠিন না। এই পদ্ধতির সমস্যা দেখা দেয় একটি লোগো বানানোর প্রয়োজনে অর্থের পরিমাণ বিনিয়োগে (পেশাদার ডিজাইনার কয়ক হাজার ডলার দাবি করতে পারে)।
এই সমস্যা সমাধানের জন্য, গ্রাফিক ডিজাইনার নিয়োগের আগে আপনি লোগো নির্মাণের জন্য অনলাইন সার্ভিস ব্যবহার করার চেষ্টা করতে পারেন। অনেক টুলস আছে যা সাহায্য করতে পারে এবং কিছু বিনামূল্যে অনলাইনে পাওয়া যায়। যারা নিজেদের প্রকল্প শুরু করছেন তাদের জন্য অনেক বিকল্প আছে।

আমরা এখানে লোগো জেনারেটর Logaster (লোগাস্টের) কে হাইলাইট করতে চাই। এটি সেরা সাইটগুলির একটি যা আপনি অনলাইন লোগো তৈরি করতে ব্যবহার করতে পারেন। এটি আপনাকে পেশাদারদের মতো লোগো দেয়। এছাড়াও Logaster (লোগাস্টেরে) আপনি ব্যবসায়িক কার্ড, ফ্যাবিকন খামে এবং ব্ল্যাংক তৈরি করতে পারবেন।

একটি লোগো তৈরি করা খুব সহজ। এই কাজের জন্য আপনার প্রয়োজন:
ধাপ 1. প্রধান পেজে যান এবং "Create logo for free (বিনামূল্যে লোগো তৈরি করুন)" এ ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে। একটি নাম লিখুন (উদাহরণস্বরূপ, আপনার কোম্পানী বা সাইটের নাম) এবং একটি লোগো বিভাগ চয়ন করুন।
ধাপ 2. সার্ভিসটি কয়েক ডজন লোগো ধারণা উৎপন্ন করে। আপনার পছন্দের যে কোন লোগো চয়েস করুন।

ধাপ 3. আপনি লোগো সম্পাদনা করতে পারেন (আইকন, ফন্ট, রঙ উপাদানগুলি পরিবর্তন করতে পারেন, স্লোগান যোগ করতে পারেন অথবা মুছে ফেলতে পারেন ইত্যাদি) বা পরিবর্তন ছাড়াই লোগো সংরক্ষণ করুন।
ধাপ 4. লোগোটি ডাউনলোড করুন। Logaster (লোগাস্টের) জনপ্রিয় ইমেজ ফরম্যাট সমর্থন করে যমন PNG, PDF, SVG, এবং অবশ্যই JPEG।
অভিনন্দন। আপনার লোগো তৈরি সমাপ্ত হয়েছে। যদি শুরুর কিছু লোগো বাজে হয় তাহলে চিন্তা করবেন না। সব কিছুর মতই অনুশীলনের দ্বারা আরও ভাল হয়ে উঠবেন। আপনার ব্যক্তিগত সাইট বা শখের সাইটের জন্য আপনার তৈরী লোগোই যথেষ্ট।


জাকির নায়েক অনেক বৎসর যাবৎ পবিত্র ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়ে থাকেন, আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো পরিষ্কার করেন।
পবিত্র কোরআন, সহীহ হাদিস ও অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে এবং সেই সাথে যুক্তি, উক্তি ও বিজ্ঞানের সাহায্যে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাকে ধর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে, তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ হতে ব্যাখ্যা দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
এবার পিচটিভি এর একটি অনুষ্ঠানে তাকে একজন হিন্দু তরুণী প্রশ্ন করেন, বিভিন্ন জায়গায় সে দেখেছেন,
যখন কোন মুসলমান ও হিন্দু ধর্মের দুইজন ব্যক্তির দেখা হয়, তখন মুসলমান ব্যক্তি হিন্দু ব্যক্তিকে মুসলমানে পরিবর্তন করতে চায় কিন্তু হিন্দু ব্যক্তি কখনও মুসলমান ব্যক্তিকে পরিবর্তন করতে চায় না। তারা নিজ নিজ ধর্ম বিশ্বাস করেন, কিন্তু মুসলমানেরা কেন হিন্দুদের মুসলমান করতে চায়?
জাকির নায়েকের উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন।
তিনি সেই তরুণীকে প্রশ্ন করেন, যখন ভার্সিটির একজন ছাত্রের সাথে স্কুলের একজন ছাত্রের দেখা হয়, তখন কে কাকে শিক্ষা দেন? উত্তরে তরুণী বলেন, অবশ্যই ভার্সিটির ছাত্র স্কুলের ছাত্রটিকে শিক্ষা দিবে।
তখন জাকির নায়েক বলেন, মুসলমান ব্যক্তিরা নিজেদের সেই ভার্সিটির ছাত্র মনে করেন। তাই তারা সকলকে বোঝানোর চেষ্টা করেন। এখানে আসল কথা হচ্ছে, প্রতিটি ধর্মে একে-অপরকে সাহায্য করার কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে বলা হয়েছে, তুমি সকলকে আল্লাহ্র পথে ডাকো। তাই তারা সকলকে জান্নাতের অংশীদার করার জন্য এই পথের আহ্বান করে।
তারা সকলকে তাদের ধর্মের সাথে লড়াই করার জন্য এসব বলেন না। তারা শুধু আল্লাহ্র আদেশে সকলকে সে পথে ডেকে আনার চেষ্টা করে।

mahe ramzan pic এর চিত্র ফলাফল
রোজা পালনের সময় অনেকেই গলা ও বুকে জ্বালা অনুভব করেন। খাদ্যাভ্যাস ও সময়সূচির আকস্মিক পরিবর্তনের কারণে এই সমস্যা হতে পারে। সাধারণত পাকস্থলীর পরিপাক-রসের শক্তিশালী অম্ল বা অ্যাসিড যাতে ওপর দিকে খাদ্যনালিতে প্রবেশ করতে না পারে, সে জন্য খাদ্যনালির প্রান্তে একটি ভাল্ভের মতো অংশ থাকে। এটি কোনো কারণে দুর্বল হয়ে পড়লে অ্যাসিড ওপরে উঠে যায়। তখনই গলা ও বুকে জ্বালা-যন্ত্রণা হয়।
স্থূলতা, ডায়াবেটিস, গর্ভাবস্থা প্রভৃতি কারণে এ সমস্যা বাড়তে পারে। হঠাৎ করে বেশি তেল-মসলাযুক্ত খাবার, চকলেট, কফি, অ্যাসিডযুক্ত ফল (যেমন: লেবু বা টমেটো), জুস ইত্যাদি খেলে বুকজ্বালা বাড়ে। একসঙ্গে অনেক বেশি পরিমাণে খাবার গ্রহণের ফলেও এ রকম সমস্যা হয়। রমজানে গলা-বুক জ্বলার সমস্যা এড়াতে কয়েকটি পরামর্শ:
* ইফতারে এক সঙ্গে অনেক খাবার না খেয়ে ধীরে ধীরে বিরতি নিয়ে খান। শুরুতেই অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খেয়ে ফেললে সমস্যা বাড়বে। প্রথমে হালকা খাবার দিয়ে শুরু করুন, যেমন: শরবত, খেজুর, কাঁচা ছোলা বা ফলমূল।
* পেট ভরে খাওয়ার পর অনেক পানি একসঙ্গে পান করবেন না। গ্রীষ্মের লম্বা দিনে রোজা রেখে পানির চাহিদা পূরণ করতে প্রচুর পানি পান করতে হবে বটে, তবে কিছুক্ষণ পর পর। সাহরিতে তাড়াহুড়া নয়, ধীরে সুস্থে খান।
* ইফতার বা সাহরির পরপরই শুয়ে পড়ার প্রবণতাও খারাপ। খানিকক্ষণ বসে বই পড়ুন, টিভি দেখুন বা হালকা হাঁটাহাঁটি করুন। ধূমপান বর্জন করুন।




Jimdo free website pic এর চিত্র ফলাফল
আসাল্লামু আল্কাইকুম
আপনি কি আপনার নিজের নামে ওয়েবসাইট খুলতে চান?তাও আবার একা একা।শুধু মাত্র ১ টা এন্ড্রয়েড অ্যাপ দিয়ে।আপনাকে এই ওয়েবসাইট বানাতে লাগবে ২মিনিট।আপনার ওয়েবসাইট কিভাবে বানাতে হয় তা জানতে ও হবে।এন্ড্রয়েড সমগ্র কোন মিথ্যা কথা বলে না জানেন তো তাই না।
latest version (last update 21April 2016)
তাই আগের থেকে আরো সহজে খুলতে পারবেন।এবং সমস্যা গুলাও সমাধান করা হয়েছে।
তো দেরি কিসের চলুন শুরু করি নিচ থেকে ৪ মেগাবাইট অ্যাপ টা ডাউনলোড করুন।
App name: Jimdo free website size:4mb
Download link:  click here
[[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]]
Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।তারপর create a new website এ ক্লিক করুন।

এবার টেম্পলেট বাছায় করুন,টেম্পলেট মানে বুঝলেন না? এটা থিম আপনার সাইট টা দেখতে কেমন হবে সেটাই।
এবার আপনি কি নামে ওয়েবসাইট খুলবেন তা দেন।যেমন আপনার নাম হলে sksayed তাহলে আপনার সাইটের নাম হবে sksayed.jimdo.com
এর পর আপনার একটি gmail দিন দিয়ে Next এ ক্লিক করুন।
তারপর পাসওয়ার্ড চাইবে দিন। এবং Create Website এ ক্লিক করুন।কাজ শেষ।
আপনার ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে কত সময় লাগলো? এখন সাইট টা আপনার ইচ্ছা মত সাজান।তার আগে যে সাইট টা বানালেন ওটা ভিজিট করে দেখেন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.