শর্তসমূহ:
আপনার সিমটি অবশ্যই বন্ধ সিমের আওতাভুক্ত হতে হবে।
আপনার বন্ধ থাকা সিমটি এই অফারের আওতাধীন কিনা যাচাই করতে যেকোনো মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BHK<> আপনার বন্ধ নাম্বারটি এবং পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে।
Example:BHK <> 01717000000 send to 9999
আপনি যদি অফারটি পাওয়ার যোগ্য হন তবে আপনার মোবইলে একটি মেসেজ আসবে।ফিরতি মেসেজ এ আপনি নিম্নরূপ Reply পাবেন।
8801717111111 is eligible for 500MB 3G internet at Tk 5 offer by dialing *111*90# with 7 days validity & send SN <referrer number> to 9999
আপনার সিমে অবশ্যই ৫টাকা + ভ্যাট থাকতে হবে।
অফারটি পেতে যা করতে হবে:
প্রথমে আপনার বন্ধ সিমটি থেকে *১১১*৯০# ডায়াল করুন।
এরপর আপনি টাকা রিচার্জ করে *১১১*৯০# ডায়াল করুন। কিছুক্ষণের মধ্যে আপনাকে 500 মেগাবাইট ইন্টারনেট দেয়া হবে। যার মেয়াদ পুরো ৭ দিন,,অবশ্য পরে আপনি ইচ্ছা মত মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আপনি কয়েকবার এ অফারটি নিতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন