Articles by "অনলাইন আয়"

অনলাইন আয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আসসালামু আলাইকুম!

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
স্বাধীনতা দিবস উপলক্ষে UC Browser দিচ্ছে ৫০০০ টাকা ফ্রিতে জিতে নেওয়ার সুযোগ।
এর আগে অনেক Uc Browser থেকে পুরস্কার নিয়েছেন। আমি নিজেও পেয়েছি। তাই এইবারের টা মিস করবেন না আশা করি। তো এজন্য আপনার যা করতে হবে তা হল।
– সর্বশেষ ভার্সন এর Uc Browser লাগবে।
নিচের লিংক থেকে ডাউনলোড/আপডেট করে নিন
– এখন UC Browser চালু করে। নিচের লিংকে যানঃ
– তারপর এই গেইম পেজে আসার পর ‘Enter Code’ অপশনে 1004433 কোডটি বসান।
1004433 এই কোডটি না বসালে টাকা পাবেন না।
কোডটিপ্রবেশ করালে আপনার ক্যাশবার সামনের দিকে অগ্রসর হবে।
-পর্যাপ্ত সংখ্যক বন্ধুদের আমন্ত্রণ জানানোর পরে আপনি ৫০০০ টাকা পাবেন এবং এরপর টাকা পাঠানোর জন্য আপনার থেকে বিস্তারিত তথ্য চাওয়া হবে।
তো পোষ্ট টা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।
UC Browser এর অফার মিস করবেন না।
অফারটির রুলস সমূহ
১. কি পুরস্কার দেয়া হবে?
১.১ প্রতিজন বিজয়ী পাবেন ৫০০০ টাকা বিকাশ
১.২ আপনার অবশ্যই একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং পুরস্কারের টাকা উত্তোলন ফি আপনাকে বহন করতে হবে।
২. কিভাবে পুরস্কার জেতা যাবে?
২.১ আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে UC Browser ব্যবহার করতে হবে।
২.২ আপনাকে সর্বনিম্ন ১০ জন থেকে সর্বোচ্চ ৫০ জন ফ্রেন্ডকে ইউসি ব্রাউজার ব্যবহারের আমন্ত্রণ জানাতে হবে। এক্ষেত্রে যারা ইতিপূর্বে ইউসি ব্রাউজার ব্যবহার করেনি তাদের ফোনে ইউসি ব্রাউজার ইন্সটল করতে হবে। এরপর ইউসি ব্রাউজার ওপেন করে এই গেইম পেজে আসতে হবে। অংশগ্রহণকারী প্রতিজনের ইন্সটলেশন টার্গেট কিংবা প্রতি ইন্সটলে টাকার পরিমাণ আলাদা আলাদা ভাবে সিস্টেম কর্তৃক নির্ধারিত হবে।
২.৩ প্রতিজন আমন্ত্রণপ্রাপ্ত নতুন ব্যবহারকারীকে এই ক্যাম্পেইনের গেইম পেজে ফিরে আসতে হবে এবং ইনভাইটেশন কোড নির্দিষ্ট স্থানে প্রবেশ করাতে হবে।
২.৪ পুরস্কার পাবার জন্য আপনাকে অবশ্যই দ্রুততম গোল শেষ করা ২৮০ জনের মধ্যে থাকতে হবে। আপনি যদি দ্রুত গোল শেষকারী একজন হয়ে থাকেন তবে আপনার সাথে যোগাযোগের তথ্য নেয়ার জন্য একটি ফরম পূরণ করতে হবে। ২৮ মার্চ ২০১৭ এর মধ্যে এই ফরমে সকল তথ্য সঠিকভাবে প্রবেশ করাতে হবে। একবার তথ্য প্রদাণের পর পুনরায় সে তথ্য সম্পাদনা করা যাবে না।
২.৫ যদি এই গেইমে আপনি কোনো অবৈধ পন্থা অবলম্বন করেন তবে আপনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। বিজয়ীরা তথ্য প্রদাণের সময় অবশ্যই এই নীতিমালা মেনে তথ্য প্রদাণ করবেন যে আপনার যথাযথ পুরস্কার পাঠানোর জন্য আপনার বিস্তারিত ইউসিওয়েব ভেন্ডর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
২.৬ আপনার প্রাপ্য পুরস্কার হিসেবে ৫০০০ টাকা বিকাশ আগামী ১৫ মে ২০১৭ এর মধ্যে পাঠানো হবে। এসময় পর্যন্ত আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
৩. ৫০০০ টাকা জেতার জন্য টিপস
১. আপনার ইনভাইটেশন কোড :1002881 কোডটি কপি করে সর্বোচ্চ সংখ্যক বন্ধুদের সাথে শেয়ার করুন
২. আপনার বন্ধুদের UC Browser থেকে এই গেইম পেজে আসতে বলুন এবং ‘Enter Code’ অপশনে আপনার কোড প্রবেশ করাতে বলুন। সঠিক কোড প্রবেশ করালে আপনার ক্যাশবার সামনের দিকে অগ্রসর হবে।
৩. পর্যাপ্ত সংখ্যক বন্ধুদের আমন্ত্রণ জানানোর পরে আপনি ৫০০০ টাকা পাবেন এবং এরপর টাকা পাঠানোর জন্য আপনার থেকে বিস্তারিত তথ্য চাওয়া হবে।
৪. মতামত
৪.১ এই পেইজের মতামত অপশন থেকে আপনি আপনার মতামত কিংবা প্রশ্ন আমাদের জানাতে পারেন।
৪.২ এছাড়াও সরাসরি আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেইজের ঠিকানা: https://www.facebook.com/ucbangladesh/
টিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন অনেক ব্যবহারকারী।
আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ

অ্যান্ড্রয়েড ৬.0

মার্শম্যালো’তে রয়েছে বেশকিছু নতুন বৈশিষ্ট্য। ব্যবহারকারিরা নতুন সংস্করণের লুকানো অনেক ফিচার হয়তো জানেন না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন অনেক ব্যবহারকারী। আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো’তে রয়েছে বেশকিছু নতুন বৈশিষ্ট্য।
ব্যবহারকারিরা নতুন সংস্করণের লুকানো অনেক ফিচার হয়তো জানান না।
ম্যাশেবল এমনই ১১টি লুকানো ফিচারের ব্যবহার দেখিয়েছেন যেগুলো আপনার স্মার্টফোন ব্যবহারকে অনেক সহজ করে দিবে। ট্যাপ করেই ‘গুগল নাউ’ অ্যান্ড্রয়েড মার্শম্যালো’র বেশকিছু ফিচার দৃশ্যমান না। এখানে যেকোনো অ্যাপ ব্যবহারের সময় সিঙ্গেল ট্যাবে গুগল সার্চ ব্যবহার করার অপশন রয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, মেইল চেক করার সময় ‘হোম’ বাটনটি প্রেস করে হোল্ড করে গুগল সার্চ বার আনা যায়। হোম স্ক্রিনে সবসময় OK Google অ্যান্ড্রয়েড মার্শম্যালো’তে হোম স্ক্রিনেই থাকবে সার্চের অপশন।
অর্থাৎ ‘ওকে গুগল’ বললেই সার্চ অপশন চালু হবে। যেমনঃ ‘ওকে গুগল’ কে ফেসবুক অ্যাপস চালু করা, গান শোনা, ভিডিও দেখা সহ যে কোন নির্দেশনা দিলেই তা শুরু হয়ে যাবে।
ফাইল এক্সপ্লোরার ফাইল এক্সপ্লোরার নামে একটি বিল্ট ইন অ্যাপস রয়েছে এই অপারেটিং সিস্টেমে। এখান থেকে যে কোন বেসিক কাজ যেমনঃ কপি, মুভ, পেস্ট করা সম্ভব। ★এই ফাইল এক্সপ্লোরারে রয়েছে সার্চ বাটন।
যা দিয়ে ফোন বা মেমোরি কার্ডের যে কোন ছবি, গান, ফাইল খোঁজা যায়। লক স্ক্রিন মেসেজ এই অপারেটিং সিস্টেমে ফোনের ডিসপ্লে লক থাকলেও দেখা যাবে নোটিফিকেশন।
কুইক সেটিংস এবং স্ট্যাটাস বার দ্রুত ফোনের সেটিংস পরিবর্তন করার জন্য কুইক সেটিংস এবং স্ট্যাটাস বার অপশন রয়েছে।
স্ট্যাটাসবারের যে কোন তথ্য লুকিয়ে রাখারও সুযোগ রয়েছে এই অপারেটিং সিস্টেমে। স্ট্যাটাস বারেই ব্যাটারি পারসেন্টিজ আঙ্গুল দিয়ে স্ট্যাটাস বার সোয়াইপ করে দেখা যাবে ব্যাটারি কতটুকু আছে। সোয়াইপ করলেই কুইক সেটিংস এর ব্যাটারি পারসেন্টিজ অপশন চলে আসে।
স্মার্ট ভলিউম কন্ট্রোল ভলিউম কন্ট্রোল করার জন্য ভলিউম বাটন প্রেস করলে কথা বলার ভলিউম সহ মিউজিক ও অ্যালার্মের ভলিউম ও নিয়ন্ত্রন করার ব্যবস্থা রয়েছে এই সিস্টেমে। সাউন্ডের স্ট্যাটাস বার আসার পরে ডাউন এরো টাচ করলে অন্যান্য ভলিউম কন্ট্রোলের অপশনগুলোও প্রদর্শন করবে।
অ্যানড্রয়েডের ললিপপ ভার্সনে ভলিউম কন্ট্রোলার নিয়ে অভিযোগ ছিল।
★ম্যানেজ অ্যাপ পারমিশন অ্যানড্রয়েডে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো চালানোর জন্য ফোনের লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদির প্রয়োজন হয়। ‘ম্যানেজ অ্যাপ পারমিশন’ অপশন দিয়ে কোন অ্যাপস এই অপশনগুলো পরিচালনা করতে পারবেন আর কোন অ্যাপসে আপনি অনুমতি প্রদান করবেন না, তা নির্ধারণের ব্যবস্থা রয়েছে।
★এই সেটিংস সেট করার জন্য ফোনের ‘সেটিংস’ বাটন থেকে ‘অ্যাপস’ এ গিয়ে ‘অ্যাপ নেম’ এ ঢুকে ‘পারমিশন’ অপশন থেকে সেট করতে হবে। লক স্ক্রিন থেকে ভয়েস সার্চ মার্শম্যালো’তে রয়েছে লক স্ক্রিনে গুগল সার্চের সুবিধা। লক স্ক্রিনে সোয়াপ করলে মাইক্রোফোন আইকন প্রদর্শন করবে। এবং এই আইকন থেকে গুগল সার্চ ব্যবহার করা যাবে। ব্যাটারি সেভার অন ‘ব্যাটারি সেভার’ অন করলে যেসব অ্যাপসে ব্যাটারি বেশি ব্যবহৃত
হয় সেসব অ্যাপসের পারফরমেন্স কমে ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে।
লুকানো গেম ‘ফ্ল্যাপি বার্ড’ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপের মতো এখানেও লুকানো ফ্ল্যাপি বার্ড ক্লোন রয়েছে।
★এটি খেলার জন্য সেটিংস থেকে অ্যাবাউট ফোন অপশনে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন নাম্বার ট্যাপ করতে হবে। ‘এম’ আইকন না আসা পর্যন্ত ট্যাপ করে রাখতে হবে। এখন মার্শম্যালো’তে লং প্রেস করলেই গেমটি চলে আসবে।

(মনোযোগ দিয়ে সম্পূর্ণ টিউটরিয়ালটি পড়ুন, হয়তো আজই আপনার life Change হয়ে যেতে পারে)

Dollarclix-এ কাজ করতে যে যে একাউন্ট থাকতে হবে: 

একটা ইমেইল একাউন্ট লাগবে রেজিষ্টার করা এবং টাকা উঠানোর জন্য
ওই ইমেইল দিয়ে একটা পেজা একাউন্ট খুলতে হবে টাকা উঠানোর জন্য।
তারপর এখানে একাউন্ট খুলে কাজ করতে হবে।

Dollarclix-এ রেজিষ্টার করার পদ্ধতি:

রেজিষ্টার করার জন্য প্রথমেই এই লিংকে যাবেন: http://goo.gl/sVmLX4
(মোবাইল ব্যবহারকারীরা ভূলেও Operamini অথবা UC Browser ব্যবহার করবেন না। যদি পেজ Blank আসে তবে নেট ডিসকানেক্ট করে আবার কানেক্ট দিন)
তারপর নিচের ঘর ঠিকমতো পূরণ করবেন:
এবার নিচে যাবেন 2টি ঘরে টিক চিহ্ন দিতে ভূলবেন না। টিক চিহ্ন দিয়ে তারপর Register এ ক্লিক করবেন। 
Note: যদি আপনার ডিভাইস থেকে রেজিষ্টার করতে না পারেন তবে অন্য ডিভাইস দিয়ে চেষ্টা করুন। IP problem হতে পারে

Dollarclix-এ কাজ করার পদ্ধতি:

পদ্ধতি 1: (PTC AD)

PTC AD Video Tutorial: 

প্রথমেই Make Money >> Click Ads এ যাবে কিছু Ads থাকবে সেগুলোতে ক্লিক করলে New Window Open হবে। তারপর
You have been credited $0.001 লেখা আসতে তারপর অন্য আরেকটি
Ads এ ক্লিক করবে

 
পদ্ধতি 2: (Offer Toro)

Offer Toro Video Tutorial: 

https://www.youtube.com/watch?v=V7z4aJGsABk

Offer Walls >> OfferToro তে কয়েকটি ভিডিও থাকবে সেগুলো সামান্য কিছু সময় দেখলে পয়েন্ট দিবে। মাঝে মাঝে ভিডিও থাকেনা। তবে সব সময় চেক করতে হবে।

পদ্ধতি 3: (Virool Videos)

Virool Videos Video Tutorial:

 https://www.youtube.com/watch?v=V7z4aJGsABk

 Offer Walls >> Virool Videos তেও ভিডিও থাকবে সেগুলো সামান্য কিছু সময় দেখলে পয়েন্ট দিবে। মাঝে মাঝে ভিডিও থাকেনা। তবে সব সময় চেক করতে হবে।

পদ্ধতি 4: (Clixwall & PTC wall)

Offer Walls >> Clixwall
Offer Walls >> PTC wall
এই দুইটি কাজও অনেক সহজ শুধু ক্লিক করা। আয় কম হলেও ছাড়বেননা করতে হবে।

পদ্ধতি 5: (Matomy & Adgate Media)

Matomy & Adgate Media Video Tutorial: 

https://www.youtube.com/watch?v=1gruw0FFsBo

Offer Walls >> Matomy
Offer Walls >> Adgate Media
এই দুইটি কাজ শুধুমাত্র এন্ড্রয়েড ফোনের জন্য ভালো কারন এখানে এন্ড্রয়েড অ্যাপস দেয়া হয় ডাউনলোড করার জন্য সেগুলো ডাউনলোড করলেই ইনকাম হবে।

পদ্ধতি 6: (Minute Staff)

Minute Staff Video Tutorial: 

https://www.youtube.com/watch?v=T8833zOOU_0

সবচাইতে বেশি ইনকাম হবে Minute Staff থেকে

আর Minute Staff এর Ex এর কাজ সবচেয়ে দামী কিন্তু রেজিষ্টারের 1 মাস পর এবং অন্য অপশন থেকে 300 পয়েন্ট বা 3 ডলার ইনকাম করার পর
Ex এর কাজ দিবে তার আগে নয়। সবচাইতে EX এর কাজের দাম বেশি কারন প্রতিটি কাজের জন্য 0.025$ দেই।

Instant/ View/ Click এই 3টি কাজ প্রতিদিন করতে হবে।

এই ৩টি কাজ একই রকম নিচে দিয়েছি। আর হ্যাঁ প্রতি ৩ মিনিট পর পর নতুন করে Add আসে তাই সব সময় চেক করবেন:
Ex এবং Search এর কাজ দেখাবো আগে Instant/ View/ Click দেখে নিন:

Step 1: Earn এ ক্লিক করুন। ক্লিক করার পর New Window Open হবে।
Step 2: এবার দেখুন নতুন ট্যাবের মাঝখানে একটি লিংখ আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর New Window Open হবে।
Step 3: Earn-এ ক্লিক করার পর আবার New Tab Open হবে। আর তখন ১০ সেকেন্ড অপেক্ষা করবে। 10 সেকেন্ড পর নতুন ট্যাবটি বন্ধকরে দিলেই পয়েন্ট যোগ হবে।
  
কাজ শেষ এবার আবার একই ভাবে 3টি স্টেপ করুন 

Ex-এর কাজ করার পদ্ধতি: 

Step 1: Offer Walls >> Minute Staff >> Ex এ যান
এখানে দেখেন ২.২৫ পয়েন্ট এর কাজ দেখাইতাসে এখন Earn এ ক্লিক করুন তারপর নতুন ট্যাব ওপেন হবে।
Step 2:
এখন মাঝখানে দেখবেন একটা লেখা থাকবে সেখানে ক্লিক করুন আরপর দেখবেন একটা সাইট আসবে সেখানে দাড়াঁন অনেক কাজ আছে।
Step 3: Advertiser এর সাইটটি ক্লোজ করবেন না।
এখন Dollarclix এ যান এবং সেখানে দেখবেন তিনটা লিঙ্ক সাবমিট করার অফশন আসে।
Box 1. Step 2 এরপর আপনি যে ওয়েবসাইটে গিয়েছেন সেই সাইটের লিঙ্ক টা। কপি করে প্রথম বক্সে বসান।
Box 2. তারপর ওই  সাইট এর ভিতর থেকে আরেকটা পোষ্ট অথবা পেজের লিঙ্ক কপি করে দ্বিতীয় বক্সে পেস্ট করুন।
Box 3. ওই সাইট এর ভিতর থেকে একটা অ্যাডসেন্স এর এডে ক্লিক করে সেই এড ওপেন হলে সেই লিঙ্ক টা কপি করে 3য় ঘরে পেস্ট করে সবশেষে সাবমিট করে দিন। তাহলেই পেয়ে যাবেন 2.25 পয়েন্ট।

সম্পূর্ণ Video টিউটরিয়াল

 Dollarclix সম্পর্কিত সবগুলো ভিডিও টিউটরিয়াল দেখুন এখানে: https://www.youtube.com/Dollarclix

Dollarclix এর মতো আরো সাইট এখানে

http://www.realincomebd.com/p/gpt.html 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য: 
# Paypal এ 1 ডলার এবং  Payza তে 5 ডলার,  Bitcoin এ 5 ডলার হলে ক্যাশআউট দিতে পারবেন।

# 1 Point = 0.01$, 100point = 1$

# Point কে ডলারে এবং ডলারকে Point এ Convert করতে পারবেন Menu তে গিয়ে।

# প্রতিমাসে ৫ ডলার দিয়ে আপগ্রেড করলে অটোমেটিক রেফারেল পাবেন।
আপগ্রেড করার ভিডিও:

# আপনার আইপি যদি পরিবর্তন হয় অথবা একই আইপি দিয়ে যদি অনেকে ব্যবহার করে তবে আপনি Dollarclix এ ঢুকতে পারবেন না। Blank Page হয়ে যাবে। এমনকি আপনি Suspended হতে পারেন।
Suspended থেকে উদ্ধারের পদ্ধতি দেখুন ভিডিওটিতে: https://www.youtube.com/watch?v=2CUhzqgTA2U

# আপনি আপনার বন্ধুকে রেফার করেও আয় করতে পারেন। 

# বিভিন্ন Survey করতে পারলে আরো বেশি আয় হবে।
সর্বপরি এটা কোন ধরনের ইনভেষ্টমেন্ট সাইট নয়,
এখন থেকে ফ্রীতে আপনি আনলিমিটেড ডলার আয় করতে পারেন,

শুরু করছি কিভাবে অনলাইনে আয় করবেন অতি সহজ কাজ করে দিনে মিনিমাম ৩-৫ ডলার। অতি সহজ বলছি এজন্যই যে শুধু ক্লিক আর কয়েক সেকেন্ডের এড দেখতে হবে তাই। প্রতিদিন 15-18 সেন্ট করে ফ্রি Cash link পাবেন।  যে কোন এড প্যাক কিনলে ৭দিনে ডাবল ফেরত দেয় $10 দিয়ে add pack কিনলে আপনি Daily $3 করে 7 দিনে 21$ পাবেন তাই ইনভেস্ট করতে পারেন। মাত্র ২$ হলেই উইথড্র দিতে পারবেন। Payza Account থেকে সহজেই টাকা তুলতে পারবেন।পেজা একাউন্ট এজন্যই বললাম যে বাংক একাউন্ট না থাকলেও payza থেকে সহজে নিজে থেকেই ডলার তুলা জায়।
Revenue-sharefive সাইটটিতে রেজিস্টার করতে ক্লিক করুন
এর পর register কিক্ল করে আপনার সকল তথ্য দিয়ে Account তৈরি করুন।
একাউন্ট তৈরি হয়েগেলে লগইন করে Dashboard এ আসুন।
কিভাবে cash link দেখবেন?
নিচের দেখানো পিকচারের মত Cash link এ ক্লিক করুন।
তারপর দেখবেন অনেকগুলো অ্যাড আছে এই রকম cash link পাবেন 16,12,8,4 সেন্ডের এক এক করে সকল অ্যাড দেখবেন। এভাবে প্রতিদিন দেখবেন।প্রথমে নিচের পিকের মত যেকোন একটি অ্যাড এর নামের উপর কিক্ল করুন।
নতুন একটি window চালু হবে তারপর নিচের পিকচার এর মত কিছু সেকেন্ড অপেক্ষা করুন।
এর পর অনেক গুলো ছবি সম্মিলিত পিকচার আসবে নিচের মত উলটো মাথার ছবির মত জেগুলা আসবে তার উপর কিক্ল করুন।
সঠিক পিকচার সিলেক্ট হলে Thanks For Watching লেখা আসবে।
এভাবে আপনি সবগুলো অ্যাড দেখবেন তাহলে আপনার অ্যাকাউন্ড ডলার জমা হবে।
আপনি বাম পাশে Promotional Tools কিক্ল করে আপনার রেফার লিংক পাবেন। সেই লিংক দিয়ে আপনার বন্ধুকে অ্যাকউন্ড করান। নিচে দেখুন কত বন্ধু কত আয় করতে পারবেন?
দরুন আপনার ১০ রেফার ফেন্ড আছে তারা প্রতিদিন ২০ সেন্ট আয় করল আপনি পাবেন .20*10=২ ডলার। নিচে আয় এর পরিমাণ দেওয়া হল।
10 reffer X .20 = 2$=2*80=160 টাকা প্রতিদিন।
20 reffer X .20= 4$=4*80=320 টাকা প্রতিদিন।
50 reffer X .20=10$=10*80=800 টাকা প্রতিদিন।
100 reffer X .20=20=20*80=160 টাকা প্রতিদিন।
1000 reffer X .20=200=200*80=16000 টাকা প্রতিদিন।
এছাড়া এই সাইটে rent refferel কেনা যাই যা দিয়ে আপনি বেশি বেশি আয় করতে পারবেন।
আপনার একাউন্ট এ ১ ডলার হলেই আপনি ৫ টা রেফারাল কি
হ্যাপি ফ্রিল্যান্সিং।

রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

Clash of Clans এর চিত্র ফলাফল
কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউনে। আজ আমি কথা বলবো একটি Reward App নিয়ে। আজকাল অনেককেই দেখি Clash of Clans গেমস অথবা, বিভিন্ন এন্ড্রয়েড গেমস নিয়ে সারাদিন মেতে থাকতে। বেশিরভাগ গেমসই অনেক এডিক্তিভ।
মূল প্রসঙ্গে আসি...
কাজের পাশাপাশি অবসর কিছু সময়ে আপনারা WHAPP Rewards নামের এপসটি ব্যবহার করতে পারেন। এতে দুই সুবিধা...
১। অবসর সময়টা কাজে লাগবে।
২। ওদের দেওয়া কাজ বা গেমস খেলে আপনি আয় করতে পারবেন ডলার যা তাদের দেওয়া Premium Picks এর দেওয়া কাজ করে পাবেন।
আসুন জেনে নেই WHAPP Rewards এপসের বিস্তারিতঃ
  • প্লে স্টোরে WHAPP Rewards লিখে সার্চ দিলেই এপসটি পাবেন। অথবা,  আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি দিলাম।
  • WHAPP ইন্সটলের পর আপনাকে login করতে হবে। ফেসবুকের মাধ্যমে আপনাকে লগিন করতে হবে।
  • লগিনের পর Invitation Code চাইবে। Invitation Code  হচ্ছে আপনাকে কেউ এই এপসের জন্য সাজেস্ট করলে আপনি তার Invitaion Code ইউজ করলে আপনাকে .30$ প্রাথমিক ভাবে দেওয়া হবে এবং যার Invitation Code ইউজ করবেন সে পাবে .30$।
Invitation Code হিসেবে আমার ইনভাইটেশন কোডঃ DZ36097 ইউজ করতে পারেন।
  • এবার আসুন জেনে নেই কিভাবে অবসরের সঙ্গি হিসেবে এপসটি ইউজ করবেন। এপসটিতে লগিন করার পর আপনি Premium Picks নামে একটি অপশন পাবেন। আপনাকে হয়তোবা প্লে-ষ্টোর থেকে Piano Holic এপস নামিয়ে ৪ মিনিট পিয়ানো প্লে করতে বলবে অথবা কোন গেমস খেলতে বলবে। এর বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের $ আপনার একাউন্টে যোগ হবে।
  • এছাড়াও পাবেন Attendance Check. প্রতিদিন Attendance Check করে পাবেন .01$।
  • আরেকটি অপশন আছেন যে অপশন থেকে আপনার বন্ধুদের ইনভাইট করে আপনি পাবেন .30$ যা আপনার বন্ধুরা আপনার Invitation Code ইউজ করলে আপনি পাবেন।
  • আয়কৃত এমাউন্ট দিয়ে আপনি কিনতে পারবেন Google Play কার্ড অথবা, Amazon gift Card অথবা, Paypal একাউণ্ট থাকলে সেখানে ট্রান্সফার করতে পারবেন। Google Play Card ইউজ করে আপনি Clash of Clans এর Gems অথবা, বিভিন্ন প্রিমিয়াম এপস কিনতে পারবেন। Amazon Gift Card দিয়ে আমাজন থেকে কেনাকাটা করতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এপসটির কাজ। এবার একটি প্রয়োজনীয় পরামর্শ দেই। এই এপস অবসর সময়ে ব্যবহার করবেন। গুরুত্বপূর্ণ কাজ রেখে এসব এপস থেকে ডলার ইনকাম করার চিন্তা করা বোকামি। মজার এপস হিসেবে ইউজ করতে পারেন এবং ছোট অঙ্কের এমাউন্ট ইনকাম করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

  ইউটিউব (YouTube)-এ ভিডিও দেখা তো আমাদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে ইউটিউবের অনেক সাধারন কাজও আমরা অনেকে জানি না। কিছু ইউটিউব টিপস তুলে ধরা হল।

চলুন দেখা যাক কিছু YouTube -এর টিপস
টিপস - ১
প্রথমে YouTube  যান,
এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়েগেছে

টিপস - ২

এবার সার্চ বার এ Beam me up Scotty লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন, দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে পরছে।
টিপস - ৩
এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।
টিপস - ৪
এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের তালে তালে নাচতে থাকবে।
ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব নাচবে।

অ্যাডোবি ইলাস্ট্রেটর এর চিত্র ফলাফলআমার টিউন শুরু করছি।
ডিজিটাল পাখির লোগো ডিজাইন তৈরি করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর
এই  টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে কমান্ড ব্যবহার করে একটি সুন্দর  ডিজাইন তৈরি করতে পারেন.
আমার ভিডিও টিউটোরিয়াল দেখার পর আমি আশা করছি আপনীও একটি পেশাদারী নকশা তৈরি করতে পারবেন,
কিভাবে প্রস্তুত করতে হয় সেটা ধাপে ধাপে দেখানো হয়েছে,
চিন্তা করবেন না আমি আপনাদের কাছে কোন অর্থ দাবী করবো না এটা সম্পূর্ণই বিনামূল্যে.
আমরা অনেকে অনলাইন মার্কেটপ্লেসে ক্যারিয়ার করতে চাই কিন্তু যোগ্যতার অভাবে জন্য করতে পারি না,
তার জন্য এখানে এসে আমার টিউটোরিয়াল দেখুন এবং শিখুন. আমি মনে করি আমার ভিডিও টিউটোরিয়াল আপনাদের ভালো লাগবে. বন্ধু যদি আমার টিউটোরিয়াল আপনাদের ভালোলাগে তাহলে আমার ভিডিওতে টিউমেন্ট করুন  এবং আমার YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করুন.
আমি একজন পেশাদার গ্রাফিক ডিজাইনার এবং অটোক্যাড নকশাকার,
আমার এই ক্ষেত্রে 12 বছর অভিজ্ঞতার  আছে.
এখানে ক্লিক করুন:
ডিজিটাল পাখির লোগো ডিজাইন তৈরি করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.