Articles by "মোবাইল টিপস"

মোবাইল টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

                                                           
 অ্যাপেল ইতোমধ্যে আইফোন ৭ তৈরির কাজ শুরু করে দিয়েছে। এমনই তথ্য দিচ্ছে নির্ভরযোগ্য টিপস্টার – অ্যাটঅনলিকস। খবর বলছে যে, পেগাট্রনকে প্রথমে এই ডিভাইসটি তৈরির দায়িত্ব দেয়া হয়েছিল তবে তারা ৫.৫ ইঞ্চি আকারের আইফোন ৭ প্লাস সংযুক্ত করার কাজটি পায়নি।
অ্যাটঅনলিকস এর টুইটে বলা হয়েছে, পেগাট্রন তাদের ফ্যাক্টরীতে ধীরগতিতে হলেও এরই মধ্যে ৪.৭ ইঞ্চি আকারের আইফোন ৭ তৈরির কাজ শুরু করেছে। অবশ্য তাদের ফ্যাক্টরীতে ৫.৫ ইঞ্চি মডেলের আইফোনটি সংযুক্ত করার কাজ হবে না।
আইফোন ৭ অবমুক্ত হতে আরো তিন মাস বাকী । তাই এখনই বৃহৎ আকারে তার উৎপাদন শুরু হলে তাকে একটু তড়িঘড়ি বলেই মনে হবে। অবশ্য গুজবের খবর থেকে জানা গেছে যে, অ্যাপেল শুধুমাত্র ২০১৬ এর জন্যে ৭৮ মিলিয়ন আইফোনের অর্ডার দিয়েছে। এই বিশাল সংখ্যার বিষয়টি বিবেচনায় নিলে তাদের উৎপাদনে যাওয়ার ঘটনাটিকে আর অযৌক্তিক বলার যুক্তি থাকে না।
সে জন্য অ্যাপেল যে এতো তাড়াহুড়ো করে উৎপাদনে যাচ্ছে তাতে আর বিষ্ময় নেই। বিশ্ব বাজারে আইফোনের চাহিদা পড়তির দিকে হলেও আসন্ন এই ডিভাইসগুলি নিয়ে বিশ্বখ্যাত কোম্পানিটির প্রত্যাশা অনেক বেশি। এখন দেখার অপেক্ষা যে, আইফোন ৭ অ্যাপেলের প্রত্যাশা কতোটুকু পুরণ করে।
গ্রাহক ডিভাইসটি থেকে আসলে বিশেষ কী পেতে যাচ্ছে তা বাতাসে উড়ে বেড়ানো নানান গুজব স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে । আমাদের কাছে আসা খবর অনুযায়ী নতুন আইফোন দেখতে তার পূর্বসূরিদের চেয়ে খুব বেশি ভিন্ন কিছু হবে না। তবে হয়তো ভেতরের যন্ত্রাংশের প্রযুক্তিতে আকর্ষণীয় কোন বৈশিষ্ট্য যুক্ত হতে পারে।
আইফোন ৭ এর বৈশিষ্ট্য সম্পর্কে একদল বলছে যে, বড় আকারের ডিভাইসটিতে অ্যাপেল প্রথমবারের মতো ডুয়েল-লেন্স ক্যামেরা যুক্ত করবে। অন্যদল বলছে যে, আসলে ঘটনা তা হবে না, কারণ এখনও আলোচিত প্রযুক্তিটি পূর্ণতা পায়নি। আরেকদল বলছে আইফোনের নতুন ডিভাইসে কোন হেডফোন জ্যাক থাকবে না অথচ ফাঁস হওয়া ছবি আমাদেরকে ভিন্ন তথ্য দিচ্ছে। সব মিলিয়ে বরং ধোঁয়াসাই বেশি তৈরি হয়েছে।
যাহোক , এ সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে একটি কথাই বলা চলে আর তা হলো অ্যাপেল তার আইফোন ৭ অবমুক্ত করার আগ পর্যন্ত এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়তো সম্ভব হবে না।

Look




ভারতের বিখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন ৭ টি স্মার্টফোন। শিগগিরই ফোনগুলো দেশের বাজারে পাওয়া যাবে। ১২ জুন(সোমবার) রাজধানীর একটি হোটেলে ফোনগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম.
ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোফেল টেলিকম লিমিটেড এর হেড অফ বিজনেস সাকিব আরাফাত এবং মাইক্রোম্যাক্স ও সোফেল টেলিকম এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাইক্রোম্যাক্স এর নতুন ২টি ফ্ল্যাগশীপ মডেল ক্যানভাস ৬ ও ক্যানভাস ৬ প্রো ফোনগুলোর মধ্যে অত্যাধিক আকর্ষণীয়। পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতে যারা অস্বস্তি বোধ করেন, তাদের জন্য ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী ও ২জিবি র্যাম দিয়ে বাজারে এসেছে মাইক্রোম্যাক্স এর কিউ৪৬১ মডেলের আরো একটি স্মার্টফোন। অনুষ্ঠানে এন্ট্রি লেভেলের ৪টি মডেলের স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়। মডেলগুলো হচ্ছে কিউ৩০১, কিউ৩৮৩, কিউ৩৮১ এবং কিউ৩৫০ যার মূল্য যথাক্রমে ২৯৯০ টাকা, ৪৩৯০ টাকা, ৪৮৯০ টাকা এবং ৪৯৮০ টাকা।নতুন উন্মোচিত হওয়া স্মার্টফোন গুলোর দেখে নিন এক নজরে।
• মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ৩ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ব্যাটারি ৩০০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ প্রো এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ৩০০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৪৬১ এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ৫.০ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ১.০ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ৪০০০ মিলিএম্পিয়ার।
•মাইক্রোম্যাক্স কিউ৩০১ এন্ড্রয়েড ৫.০, ৪.০ ইঞ্চি ডিসপ্লে, ১.০ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৪০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৩৮৩ এন্ড্রয়েড ৫.১, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৮০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৩৮১ এন্ড্রয়েড ৫.০, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ২০০০ মিলিএম্পিয়ার।
মাইক্রোম্যাক্স কিউ৩৫০ এন্ড্রয়েড ৬.০ মার্শমেলো, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ২০০০ মিলিএম্পিয়ার।

                                                         





আপনার স্মার্ট ফোন গরম হয়ে যায় তার কিছু কারণ থাকে। আসলে আমরা অনেকেই বলি স্মার্টফোনে বেশি কথা বললে গরম হয়। আবার কেও বলে যত বেশি Apps ইনষ্টল থাকে তত বেশি গরম হয়। আসলে কি তাই? নানান লোকে নানান ব্যাখ্যা দিয়ে থাকে। আবার কেউ বলেন, একটানা বেশিক্ষণ ফোন ব্যবহার করার জন্য গরম হয়। আবার কেউ বলেন বেশিক্ষণ ফোন চার্জ দেওয়ার জন্য গরম হয়।আবার কেও বলে অতিরিক্ত গেমস খেলার জন্যা গমর হয়। কিন্তু ঠিক কী কারণে স্মার্টফোন গরম হয় ?
আপনারা জানেন প্রতিটি ইলেকট্রিক্স যন্ত্রই গরম হয়।
তারপরও অতিরিক্ত গরম আবার বিপদের কারণ। তাই আমাদের স্মার্টফোন যাতে অতিরিক্ত গরম না হয় সেই জন্যই কিছু টিপস নিয়ে আপনাদের মঝে হাজির হয়েছি।

১ম প্রসেসর: স্মার্টফোন গরম হওয়ার মূল করণ হচ্ছে প্রসেসর। আপনারা হয়তো জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় কাজ করে। এতে আপনি ব্যবহার করেন আর নাই করেন।  ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরী হয়।প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লেগে থাকে যার ফলে তাপ অনুভূত হয়ে থাকে।
২য় ব্যাটারি: বর্তমান স্মার্টফোন দিন দিন পাতলা হলে যাচ্ছে কিন্তু তেমন কোন ব্যাটারির প্রযুক্তি উন্নত হয়নি।ব্যাটারি যত বেশি দুর্বল হবে তাপ তত বেশি তৈরি করে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিসচার্জ হওয়ার সময়েও ফোনকে বেশি গরম করে দেয়।
৩য় দুর্বল নেটওয়ার্ক: ফোন গরম হওযার মূল করণ হচ্ছে দূর্বল নেটওয়ার্ক। যখন নেটওয়ার্ক দূর্বল থাকে তখন সিগনাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যাবহারে সিগন্যালেও অনেক বেগ পেতে হয়। দূর্বল নেটওয়ার্কে ফোনের চাপ প্রয়োগ বেশি পরে যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়।
কি পরিমান গরম হওয়া স্বাভাবিক: আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা কিন্তু নয়। স্বাভাবিক ভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে।আপনি হয়তো মনে করছেন কম দামি ফোন বলে আপনার স্মার্টফোনটি গরম হয়ে যায়, আসলেকি তাই? না সেটা সঠিক না। প্রমান করে দিচ্ছি- নকিয়া ফোন থেকে অ্যাপেল ফোন বেশি গরম হযে যায়। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে তবে বুঝবেন সমস্যা রয়েছে।
অতিরিক্ত গরম থেকে মুক্তির উপায় কী? : স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে গেমস লেখলে অতিরিক্ত গরম হবে এটা কিন্তু একারেও ঠিক না। আপনি সবসময় খেয়াল রাখবেন যেন আপনার ফোনে চার্জ থাকে। আপনি একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। আপনার ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেটি খেয়াল করুন। র‌্যাম ও ক্যাশ মেমোরী সবসময় পরিস্কার রাখুন। আপনার অপ্রয়োজনীয় ম্যাসেজ ডিলেট করে রাখবেন। আপনার ফোনে কোন অ্যানিমিশন চালু থাকেলে বন্ধ করে রাখবেন। আমার যে স্মার্টফোনে এমন কভার ব্যবহার করুন যে কভারটি চামরার হয়। বাহিরের তাপে স্মার্টফোন গরম হয়ে যায় সেই দিকে খেয়াল করুন। সবসময় ওয়াই-ফাই ব্যবহার করবেন না। আপনার ফোনটি সবসময় শুস্ক জায়গায় রাকুন। সবসময় ডেটা চালু করে রাখবেন না।



 যে ভাবে ইনিস্টল করবেনঃ
  • নিচের Link হতে Dingtone ডাওনলোড করে ইনিস্টল করে নিন। আগে থেকে ইনিস্টল করা থাকলে আর ইনিস্টল দেওয়ার দরকার নাই।
  • এখন Dingtone অপেন করুন এবং ফ্রি যে সব অফার আছে সেগুলো নিয়ে নিন, এতে ফ্রি ক্রেডিট এডেড হয়ে যাবে।।
  •                                  
    http://dingtone.me/d?i=m1Rukd
  • আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাতু।
    আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমরা প্রতিনিয়তই কোন না কোন সমস্যা ঈ পড়ি। আবার কোন না কোন সমস্যা সমাধান করি। আমাদের জীবন টাই এরকম। আবার অনেক সময় অনেক নতুন কিছু পাই। হ্যা, তাই আজ ও দিব নতুন কিছু।

    টাইটেল দেখে মনে হয় অবাক হচ্ছেন? অবাক হওয়ার ই কথা। তবে কথা সত্য।
    আপনি আপনার ফোনে গান শুন ছেন, ভাল লাগেওছে না। ইচ্ছে করলে আপনি আপনার ফোন টাচ না করেই গান চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ফোনের কিছুটা উপরে থেকে হাত নাড়িয়ে যা করবেন/যেদিকে দিবেন সেইদিকেই , তাই কাজ হবে।
    আরো আছে সাউন্ড কাস্টমাইজ করার সুযোগ।
    আরো আছে অনেক ফিচার।
    আসলে অনেক অবাক ব্যাপার আছে। আর নিয়ে নিন অবাক করা এই মিউজিক প্লেয়ার টি।
    এটির নামঃ Sensor music Player
    Size: 2.2 mb

    Download link:   Download


    (Download info: ডাউনলোড করতে, Create Download link নিচের টিক চিনহ টি তুলে দিয়ে, Create Download link তে ক্লিক করুন। পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে)
    আজকের মত বিদায় নিচ্ছি। ভাল থাকবেন, সুখে থাকবেন। আর ভাল লাগলে থ্যাংকস দিতে ভুলবেন না। আপনাদের থেকে একটু উতসাহ পেলে কাজ করার আগ্রহ বাড়ে। বুঝলেন ভাইয়ারা।
    আর ভুল হলে মাফ করবেন।
    আমার জন্য দোয়া করবেন।


    apk pic এর চিত্র ফলাফলআসসালামু আলাইকুম। কেমন আছেন
    সবাই? আশা করি ভালোই আছেন। আমি
    আপনাদের দোয়া ভাল আছি।
    হ্যাঁ, এখন থেকে বার বার আপনার
    এন্ড্রয়েড ফোনের ডিসপ্লে চালু করার
    জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে
    না, শুধুমাত্র পকেট থেকে ফোন বের
    করলে কিংবা কোন সমতল স্থান থেকে
    ফোন তুললেই স্বয়ংক্রিয়ভাবে
    ডিসপ্লে অন হবে ! বার বার পাওয়ার
    বাটন চাপাটা যেমন বিরক্তিকর কাজ;
    তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে
    ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা
    হারিয়ে ফেলতে পারে। সেই জন্যই এই
    ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু
    সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময়
    পেলে শেয়ার করবো…
    এটি কিভাবে কাজ করে?
    এ জন্য আপনাকে একটি ছোট্ট
    অ্যাপ্লিকেশান Awesome On Off Ultimate
    ব্যবহার করতে হবে। এটি আপনার
    ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার
    করে কাজ করে কাজ করে।  একটি
    নির্দিষ্ট কোণে আপনার ফোনটিকে
    ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন
    করে দেয়। তবে মজার বিষয় হল, এটি
    চার্জের ওপর লক্ষণীয় কোন প্রভাব
    ফেলে না বললেই চলে। আর অ্যাপটি
    ইন্সটল করে নিজের প্রয়োজনমত সেটিং
    করে নিতে পারলে ব্যবহার করে অবশ্যই
    মজা পাবেন।
    নিচ থেকে এপসটি
    ডাউনলোড করুন →→→


    Click here to download
    ধন্যবাদ—সবাইকে।


    প্রথমে একটি ০.৬ এমবির apps ডাউনলোড করে নিন
    Auto Friend Request – 0.6 mb
    তারপর Apps টি open করুন। নিচের মত পাবেন
    Screenshot_2016-03-10-09-09-54
    Tools এ ক্লিক করুন।
    তারপর নিচের মত পাবেন
    Screenshot_2016-03-10-09-10-27
    Auto Friend Adder এ ক্লিক করুন লগইন পেজ আসবে লগইন করে নিন(ভয় পেলে ফেক আইডি দিয়ে লগইন করুন)
    তারপর নিচের মত পাবেন
    Screenshot_2016-03-10-09-11-37
    Ok চাপুন তারপর নিচের পেজ আসবে Screenshot_2016-03-10-09-11-48
    ঐ কোড লিখে Continue তে ক্লিক করুন তারপর Auto Add এ ক্লিক করুন।
    এবং অপেক্ষা করুন নিচের।মত পেজ আসা পর্যন্ত

    এবার কাটে দিয়ে আইডিতে গিয়ে দেখুন অনেক রিকুয়েস্ট পেয়েছেন। এভাবে ১০।মিনিট পর পর নিয়ে ২ দিনে ৫০০০ রিকুয়েস্ট পাবেন।।।

    gp 2tk 20mb pic এর চিত্র ফলাফল
    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি।
    এবার কাজের কথায় আসি….

    গ্রামীণফোন গ্রাহকদের জন্য দারুণ খবর!!
    এখন গ্রামীণফোন গ্রাহকরা মাত্র ২ টাকায় পাচ্ছেন ২০ মেগাবাইট ইন্টারনেট।
    মেগাবাইট কিনতে ডায়ালঃ-
    *5000*154#
    মেয়াদঃ ৭দিন।

    আমি আজ যে বিষয় নিয়ে আলাপ করব, সেটা অনেকেরই জানা থাকতে পারে, যারা জানেন না তাদের জন্যই আমার আজকের এই টিউন আর কেউ এটা নিয়ে পুর্বে টিউন করে থাকলে আমার কিছু করার নেই।
    আমরা অ্যান্ড্রয়েড ফোনের একটি দিক নিয়ে আমরা সবাই সমস্যায় ভুগে থাকি, সেটি হলো অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার। আপনি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখলেও দেখবেন ১০-২০ দিনেই আপনার ৫০০-১০০০ মেগাবাইট ডাটা খরচ হয়ে গেছে! ডাটা ব্যবহারই নয়, ডাটা খরচ হতে থাকার কারণে অনেকেই আমরা ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাই, যার কারণে আমাদের সারাদিন ফোন চার্জে দিয়ে রাখতে হয়। লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি আসলেই একটি মহাসমস্যার ব্যাপার। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েডের এই ইন্টারনেট ব্যবহারের লাগাম টেনে ধরতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন no root firewall pro  নামের দারুণ এই অ্যাপ্লিকেশন।
    এটা ইন্টারনেট ডাটা বাচানোর জন্য দারুন অ্যাপ। মানে এক কথায় অসাধারন। আর রুটেরও দরকার নাই।
    এই অ্যাপ মুলত আপনার সেটে যারাই নেট চাইবে, আপনাকে জানাবে। আর যে সব অ্যাপ এ আপনার নেট ইউস করার প্রয়োজন নেই তাদের deny করুন আর যাদের নেট দরকার তাদের allow করুন। নিচের ফটোগুলো দেখলেই বুঝবেন।
    তো ভাল থাকবেন সবাই। আজ এই পর্যন্ত।কিভাবে ডাউনলোড  করবেন?
    1. প্রথমে Download Now  এ ক্লিক করুন
    2. ২য় পেজে click here to download এ ক্লিক করুন

    যেসব ব্রাউজার দিয়ে  ডাউনলোড করতে পারবেনঃ পিসি তে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা পিসি ব্রাউজার দিয়ে ডাউনলোড হবে, মোবাইল এর জন্য মোবাইলের ডিফল্ট ব্রাউজার অথবা ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারবেন। 

    অনেকেই হয়ত এতদিন এই অ্যাপস টাই খুজতেছেন।
    যাই হোক আর খোঁজা খোঁজি করতে হবে না।
    আমি নিয়ে এসেছি একেবারে লেটেস্ট ভার্সনের
    এই অ্যাপসটি।
    যাই হোক টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কি দিতে
    চাচ্ছি তো আর দেরি করবনা এখনি ডাওনলোড করুন!
    Click here to download
    ধন্যবাদ। ভাল থাকবেন।

    প্রিয় পাঠক বৃন্দ, কেমন আছেন? আশা করি
    অনেক অনেক ভাল।
    আবার হাজির হলাম
    আপনাদের সামনে আজ নিযে এলাম আর
    একটি নতুন টিউন। আমার এবারের টিউন
    হল একটি অসাধরণ ক্যামেরা অ্যাপ
    নিয়ে। ক্যামেরা অ্যাপস টির নাম
    হল-
    ক্যামেরা 360। হয়তোবা অনেকেই এই
    অ্যাপস্ টি ব্যবহার করেছেন তারপরও
    হাজির হলাম সেই অ্যাপস নিয়েই কারন
    হয় অ্যাপস্ টি গত 22-02-2016 তারিখে
    আপডেট করা হয়েছে ফলে এতে রয়েছে
    নতুন নতুন সব ফিচার যা আপনার অবশ্যই
    ভাল লাগবে আর সেই কারনে আজকে
    আপনাদের সামনে এই টিউন নেয়
    হাজির হলাম আর নতুন দের জন্য তো
    প্লাস পয়েন্ট কারন তারা কম দামের
    স্মার্ট ফোন দিয়ে অসাধরণ সব ছবি
    তুললে পারবেন। এই অ্যাপস্ টি দিয়ে
    আমার উঠানো 3 টি ছবি শেয়ার
    করলাম।
    বলে রাখা ভাল – আমি
    ফোটোগ্রাফির কিছুই বুঝি না। শুধু
    শখের বসে এই ছবিগুলো উঠানো।
    ছবিগুলোর জন্য ফেইসবুকে ব্যাপক সাড়া
    পেয়েছিলাম বলে অ্যাপস টি
    আপনাদের সাথে শেয়ার করলাম।
    এখানে অনেক ভাল ভাল
    মাথাওয়ালা লোক রয়েছেন যারা এই
    অ্যাপসটির যথাযথ ব্যবহার করতে
    পারবেন বলে আমি আশা করি।
    তাহলে আর বেশি কথা বলবো না
    তাড়াতাড়ি নিচের লিংক থেকে
    ডাউনলোড করে নিতে পারেন এ্ই
    অ্যাপস্ টি। হ্যা আর একটি কথা নতুন নতুন
    সব ইফেক্ট ডাউনলোড করতে প্রথমে
    আপনাকে একটু মেগাবাইট খরচ করতে
    হবে।
    পরে আপনি নেট ছাড়াই ব্যবহার
    করতে পারবেন।
    ডাউনলোড লিংক নিচে দেওয়া হল-
    Click here to download
    ধন্যবাদ। ভাল থাকবেন।

    আজকে আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করতে যাচ্ছি।
     For Root Device..... আপনারা নিচ্ছয় Screencast এর কথা শুনেছেন। এই টিউন টা সেই Screencast টাইপের কিছুকে নিয়ে।আমি এই অ্যাপটি যে কাজে ব্যবহার করেছিলাম, আমার এক ফ্রেন্ড আছপ্রায়ই আমার হোস্টেলের রুমে এসে লাউডস্পিকারে গান বাজায়। তো আমি তার ফোনে এই অ্যাপ টা এমন ভাবে সেভ
    করে রাখি যে আমি ছারা এই অ্যাপ কে কেউখুজে পাবেনা। তারপর আরকি, আমার ঘরে আসলে অর ফোনের কন্ট্রোল নিয়ে গান অফ করে দিতাম,বেচারা বুঝতেও পারতো না যে তার ফোনে গান আমার রুমে আসলেই অফ হয় ক্যান। যাক সে কথা। এবার কাজে আসি। নিচ থেকে App টি নামিয়ে নিন।
    এবার আপনার সার্ভার (রুটেড) ফোনের হটস্পট অন করে ক্লায়েন্ট (রুটেড /আনরূটেড) ফোনতার সাথে কানেক্ট দিন। ওপেন করে নিচের ছবির মতো ওয়েবকি অ্যাপ টা অপেন করেস্টার্ট সারভিসে এ ক্লিক করুন।
    এবার নিচের ছবির মত সেটিংস এ গিয়ে ইউজার সেটিংস এ যান
    এখানে Create new user ক্লিক করে পারমিশনAll দিয়ে রেজিস্টার করুন
    এবার আপনার ক্লায়েন্ট ফোনে এই অ্যাপটাঅপেন করে উপর থেকে remotescreen সিলেক্ট করে নিচের ছবির মত ইউজারনেম পাসওয়ার্ড আইপি (আইপি বের করতে প্রথম পেজে Control এ গিয়ে দেখুন) দিয়ে Direct connect সিলেক্ট করে কানেক্ট বাটনে ক্লিক করুন।
    এবার দেখুন আপনার দুইটা ফোনেই একই ডিসপ্লে। দুইটা ফোনেই টাচ কাজ করবে। মেনু কি চাপলে home key আর back
    button অপশন আসবে।আপনি চাইলে আইপি অ্যাড্রেস এ সরাসরি ব্রাউজার দিয়ে ঢুকে ফোন কন্ট্রোল করতেপারবেন ||| এই App টি বেব্যহার করতে Root থাকা লাগবে আপনার Device টি।

    আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।আমি সব সময় চেস্টা করি একটু অন্য রকম কিছু দেয়ার আর সেজন্যই আজ নিয়ে আসলাম ফেসবুক চালানোর হেব্বি একটা অ্যাপ । আমরা কে না ফেসবুক চালায় আর এই ফেসবুক যদি একটু ভিন্য ভাবে চালানো যায় তবে ক্ষতি কি। এই অ্যাপে আপনি জাস্ট এক ক্লিকে ফেসবুক ওপেন করতে পারবেন।আমরা ম্যাসেঞ্জারে চ্যাট করার সময় যেমন Floating  শো করে তেমনি এই অ্যাপ Floating  ভাবে শো করে আপনার ফোনে।তাই গেম খেলুন বা যেকোন কাজ করুন ফোনে জাস্ট এক ক্লিকেই ফেসবুক ওপেন করা যাবে।

    fbb fbb1



     

    ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি বা ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Download ক্লিক করুন।পরের পেজে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে|


     

    ←ডাউনলোড লিংক→

     

    আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি
    Android Software। এই এপটি একটি Photo Editor
    । আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফটো ইডিট
    করে অনেক সুন্দর করে তুলতে পারবেন। এই ফটো
    ইডিটরের কাজ খুব সহজ। এই এপে ঢুকার পর আপনি
    কতগুলো অপশন পাবেন যেগুলোর সাহায্যে কাজ
    করতে হবে। ধরুণ আপনি ফটোর উপরে কিছু লিখতে
    চান তাহলে সেই অপশনে গিয়ে বিভিন্ন টেক্সট যুক্ত
    করতে পারবেন।আপনার মুখের ব্রণ কালো দাগ দূর করতে পারবেন। এছাড়াও আরো অনেক কাজ করতে
    পারবেন এই এপ দিয়ে। আপনি এটা নিতে পারেন।
    এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার
    করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার
    করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে
    পারেন।
    Software Name:Photo Editor.Apk
    + One-tap auto enhance
    + Gorgeous photo effects (More than 14+
    effects)
    + Gorgeous oil Painting effects
    + Best photo sketch effects
    + The most classic and pretty photo frames
    + Fun stickers
    + Color balance
    + Crop, rotate, and straighten your photo
    + Adjust brightness, contrast, color temperature,
    and saturation
    + Sharpen
    + Color Splash
    + Draw and add text
    + Cosmetic tools: fix redeye
    + Free editing effect pack!
    + Easy sharing, share with your friends on
    social network
    a
    a
    a
    নিচে থেকে ডাউনলোড করতে পারেন
    ডাউনলোড করুন
    আশা করি Softwareটি সবার ভালো লাগবে।
    আপনাদের যদি কারো পছন্দের Android Apps
    থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা
    সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
    আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন
    সবাই। ধন্যবাদ

                                                 yIMhwRwcqw6GTymAFHPz-4My0u9hr7glUFsWz92ufAzaA0r6_hQ26OFBRlnL62iz9sMw300-300x165
    আশা করি আপনারা সবাই ভালোই আছেন । আমি আপনাদের দোয়ায় ভালোই আছি । আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি সফটওয়্যার । নতুন এবং দারুন সব বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা হয়েছে এই App টি । এটা একবার ব্যবহার করে দেখুন ভালো লাগবে                                                                null

    Author Name

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *

    Blogger দ্বারা পরিচালিত.