Latest Post

apk pic এর চিত্র ফলাফলআসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।

অনেকদিন পর টিউন করতে বসলাম যাইহোক কাজের কথাই আসি।আমরা অনেকেই আমাদের ফোনে একই অ্যাপ দুইটা করে ইউজ করতে চাই কিন্তু পারি না।কারন অ্যাপ ক্লোন করতে চাইলে আপনাকে ফোন রুট করতে হবে।আবার ক্লোন করতে গেলে সব অ্যাপ ক্লোন হয়না।ফেসবুক অ্যাপ ,ম্যসেঞ্জার সহ কিছু অ্যাপ আপনি জীবনেও ক্লোন করতে পারবেন না।তবে আজ আমি তার সমাধান নিয়ে আসলাম।মাত্র ২ মেগাবাইটের এই অ্যাপ দিয়ে আপনি মাত্র এক ক্লিকেই ঝামেলা ছাড়ায় অ্যাপ গুলো ক্লোন করতে পারবেন আর তার জন্য আপনাকে রুট ইউজার হতে হবে না।

চলুন দেখে নেয়া যাক কি কি অ্যাপ ক্লোন করা যাবে।


  • ফেসবুক অফিসিয়াল অ্যাপ।
  • ফেসবুক ম্যাসেঞ্জার।
  • টুইটার অ্যাপ।
  • ক্লাস অফ ক্লান।
  • ফেসবুক লাইট।
  • ইন্সটাগ্রাম।
  • Whatsapp.
সহ নিজের ইচ্ছামতো যেকোন অ্যাপ।আমি নিজে ইউজ করি এই  অ্যাপ ১ মাস ধরে তাই ভাবলাম সেয়ার করি।যদি আপনার কাছে দরকারি মনে হয় তবে ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপ।এক কথাই হেব্বি ভালো লাগছে অ্যাপটা।

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?


তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি একটি অনলাইন আরনিং সাইট আপনাদের সাথে শেয়ার করবো। যা থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। সাইটটি অনেটা trafficmoonson এর মত। কথা না বাড়িয়ে কাজে আসি:
প্রথমে আপনার Android এর Puffin browser/PC হলে Firefox browser দিয়ে এই লিংক যান।তারপর নিচের মত পেইজ দেখতে পাবেন। register এ কিল্ক করুন।
 এবার নিচের মত পেইজ আসলে আপনার নাম,ইমেইল,পাসওয়ার্ড, তারপর terms of service বক্স এ টিক দিয়ে register এ কিল্ক করুন।
 অসুবিধা হলে আমারটা দেখুন  এখন নিচের মত পেইজ আসলে Login এ কিক্ল করুন।
 আপনার username & password দিন,যেটা register করার সময় দিয়েছিলেন। এখানে আমি আমারটা দিয়েছি।নিচে ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।
 তারপর যে পেইজটা আসবে ওটা রিলোড করে নিচের cash link এ কিল্ক করুন  এখন neobux এ কিল্ক করুন, পেইজটি নিউ ট্যাবে ওপেন হবে। এতে আপনি ০.০২ ডলার পাবেন।
 এখন দাগ দেওয়া চিনহে কিল্ক করুন  বারটি নিচের মত পূরণ হবে।
 বারটি পূরণ হলে কয়েকটা image আসবে, তার ভিতর উলটা image টি select করুন, আমি একটা উল্টা image কিল্ক করেছি।
 উওর সঠিক হলে thank you লেখা আসবে।
 এখন ট্যাবটি close করে পূর্বের ন্যায় প্রতেকটা ad WWW,payza,bitcoin কিল্ক করুন।
 সব ক্লিক করা শেষ হলে, balance চেক করতে উপরে my account এ ক্লিক করুন।
 তারপর নিচে আসুন।
এভাবে প্রতিদিন ১৯টি ad পাবেন, যা থেকে 0.176$ আয় করতে পারবেন। পরের দিন সকাল ১০টার পর আরো ১৯টি ad পাবেন। ১০ দিনে ২$=১৬০টাকা করলে payza,bitcoin,paypal বিকাশেরএর মাদ্ধমে বের করতে পারবেন।
পরের পোস্টে কিভাবে টাকা withdraw/বের করবেন বিস্তারিত লিখব।
কোনে সমস্যা/সাহায্য’র জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করুন।
বিঃ দ্রঃ Android এ Uc Browser এ Ip সমস্যা হলে Puffin Browser দিয়ে Try করুন। Puffin Browser টি এখান থেকে Download করুন।

fb pic এর চিত্র ফলাফলআজকাল পান থেকে চুন খসলেও মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয়। কিন্তু বিশ্বাস করেন আর নাই করেন, এমন কিছু কথা আছে যেগুলো আপনি চাইলেও শেয়ার দিতে পারবেন না।

ভাবছেন, কী সেগুলো? চলুন দেখে আসি : — অফিসে ঘুষ খাবেন। এমন স্ট্যাটাস আপনি কখনোই দিতে পারবেন না। দিলে খবর আছে।
— পরীক্ষায় ফেল করবেন। এটা আপনি লিখতেই পারবেন না। লিখলে আপনার গার্ডিয়ান কর্তৃক উত্তম-মধ্যম খাওয়ার আশঙ্কা ১০০ পার্সেন্ট।
— একাধিক প্রেম করছেন। আপনি কখনোই এটা বলতে পারবেন না। যদি বলেন, তবে সবকয়টা প্রেমিক/প্রেমিকা এসে আপনার সঙ্গে রিলেশন ব্রেকআপ তো করবেই, পাশাপাশি আপনাকে ম্যারাথন দৌড়ও করিয়ে ছাড়বে।
— চুরি, ডাকাতি, ছিনতাই করতে যাচ্ছেন। এসবের একটাও আপনি ফেসবুকে লিখতে পারবেন না।
লিখলে ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ হাজির হয়ে আপনার খাতির-যত্ন নেওয়া শুরু করবে! — অফিস ফাঁকি দেবেন। এমন স্ট্যাটাস আপনি চাইলেও দিতে পারবেন না। কারণ অফিসের বস বা আপনার কলিগরা এমন স্ট্যাটাস দেখে ফেললে আপনার চাকরি হুমকির মুখে পড়বে! — ভুয়া সার্টিফিকেট লাভ করেছেন। এমন কথা লিখে স্ট্যাটাস দিছেন তো মরছেন। কোথাও আর কোনো পাত্তা পাবেন না আপনি।
— পাসওয়ার্ড শেয়ার করলাম। এমন স্ট্যাটাস আপনি ভুলেও শেয়ার করতে পারবেন না। কারণ, পাসওয়ার্ড শেয়ার করলে আপনার আইডি আর আপনার নিজের থাকবে না 

আজকাল ফেসবুকে গ্রুপ অনেক জনপ্রিয় বিষয়। যার গ্রুপে মেম্বার যত বেশি তার তত ডিমান্ড। তাই মেম্বার বাড়াতে অনেক কাজ করতে হয়। কেমন হয় যদি এক ক্লিকে ফ্রেন্ড লিস্টের সবাইকে এড করা যায়।তো চলুন দেখি, কিভাবে এটা করবেন।

প্রয়োজনীয় উপকরণ

১. একটা কম্পিউটার।
২. একটি ফেসবুক একাউন্ট
৩. একটা ফেসবুক গ্রুপ (এডমিন আপনি)

৪. নিজের বুদ্ধিমত্তা

কিভাবে কাজ করবেন?

* প্রথমে আপনার কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করুন।
* এরপর আপনার সেই গ্রুপে প্রবেশ করুন।
* এবার কীবোর্ডে F12 বাটন চাপুন। এখান থেকে colsole সিলেক্ট করুন।
*এবার বক্সে নিচের কোড টুকু পেস্ট করুন। কোড লিংক নিচ থেকে ডাউনলোড করুন। না বুঝলে নিচের স্ক্রিনশট দেখুন।
* শুরু হয়ে গেল সবাইকে ইনভাইটেশন পাঠানো।
এটা পরীক্ষিত। ১০০% কাজ করবে। কাজ না করাইতে পারলে আপনার ব্যর্থতা। আমাকে আবার গালাগালি দিয়েন নাহ।


fb pic এর চিত্র ফলাফলসামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু পরস্পরের মধ্যে সংযোগ স্থাপনই করছে না, বরং চাকরি, কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা–রাজনীতি সবকিছুর ওপর প্রভাব ফেলেছে। সুতরাং এটা এখন শুধু আপনার ব্যক্তিগত
জীবনের অংশই না, এটা আপনার পেশা জীবনেরও অংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আর এই মাধ্যমকে কাজে লাগাতে পারেন যদি না আপনি নিচের কাজগুলো অনুসরণ করেন।
১. আপনার প্রকৃত নাম পরিবর্তন করবেন না
ফেসবুকে অনেক সময় অনেকে নকল নাম বা রূপক নাম ব্যবহার করে থাকেন। এমনটি উচিত নয়। কেউ যদি আপনার নাম জিজ্ঞেস করে আপনি নিশ্চয় বলবেন না, আপনার নাম নীল দরিয়ার মাঝি, সাগর পাড়ের কন্যা, আমি কষ্টে আছি অথবা উড়ন্ত ছেলে। কারণ এগুলো আপনার নাম নয়। একজন চাকরিদাতা বা ব্যবসায়ী যদি আপনার সম্পর্কে ধারণা নিতে সার্চ ইঞ্জিনে আপনাকে খোঁজেন তবে এমন নাম তাদের আপনার সম্পর্কে ভালো ধারণা দেবে না। এমন নামকরণ ফেসবুকের নীতিমালার বাইরে। যে কেউ অভিযোগ করলে আপনার অ্যাকাউন্টটি তারা বন্ধ করে দিতে পারে। তাই নাম ব্যবহারের ক্ষেত্রে যদি নাম দুই অংশের হয় তবে প্রথম ও শেষ নাম ব্যবহার করুন। যদি তিন অংশের হয় তবে মধ্য নামও ব্যবহার (মধ্য নামের initial ব্যবহার করতে পারেন) করুন। নিজ ভাষা অথবা ইংরেজিতে নাম লিখতে পারেন, কিন্তু এমন অক্ষর ব্যবহার করবেন না যেটা বুঝতে অসুবিধা হয়।
২. শিরোনাম ব্যতীত ছবি পোস্ট করবেন না
এমনটি হতে পারে আপনি বোনের সঙ্গে ছবি পোস্ট করছেন কিন্তু কোনো শিরোনাম লেখেননি।
আপনার বন্ধুরা হয়তো আপনাকে চেনে, কিন্তু আপনার বোনকে চেনে না। এ রকমের ছবিতে আপনার বন্ধুদের মন্তব্য আপনাকে বিব্রত
করতে পারে। এ জন্য এ ধরনের ছবি পোস্ট করার আগে অবশ্যই শিরোনাম যোগ করবেন। এতে ছবি পোস্টের উদ্দেশ্য বোঝা সহজ হয়। ছবি নিজেই যদি শিরোনাম হিসেবে কাজ করে তাহলে হয়তো শিরোনামের প্রয়োজন নেই।
৩. শুধু লাইক পাওয়ার জন্য কাউকে সংযুক্ত
করবেন না
শুধু লাইক পাওয়ার জন্য এমন কাউকে ছবি বা পোস্টে সংযুক্ত করবেন না যিনি এর সঙ্গে সম্পর্কযুক্ত নন। আপনি জানেন না এতে তিনি আনন্দিত হবেন, না বিরক্ত
হবেন। যদি সংযুক্ত করা জরুরি মনে করেন তবে পূর্ব অনুমতি নিয়ে নেবেন।
৪. ব্যক্তিগত কথাবার্তা ওয়ালে পোস্ট করবেন না
ব্যক্তিগত কথাবার্তা আদানপ্রদানের জন্য ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মেসেজ অপশন আছে। এ জন্য ব্যক্তিগত কথাবার্তা ওয়ালে পোস্ট না করে মেসেজ করবেন। যেমন; আপনি আপনার বন্ধুর কাছে টাকা পাবেন, আপনি এই টাকাটা চাওয়ার জন্য তার ওয়ালে লিখতে যাবেন না। প্রয়োজনে কল অথবা মেসেজ করবেন।
৫. চেইন স্ট্যাটাস পোস্ট করবেন না আপনিও হয়তো এমন ইমেইল পেয়ে থাকবেন—
কেউ আপনাকে নির্দিষ্ট ইমেইল পাঠিয়ে বলল, এই ইমেইলটি আরও ১০ জনকে পাঠাতে হবে অন্যথায় আপনার ভয়ানক বিপদ হবে। সেরকম ফেসবুকের নিউজ ফিডে কিছু ছবি বা লেখা দিয়ে বলা হলো আপনাকে লাইক ও শেয়ার করতে হবে, না হলে বিপদ হবে। অথবা বলা হলো আপনি যদি মুসলমান/হিন্দু বা অন্য কিছু হন, লাইক করুন, আমিন লিখুন, শেয়ার করুন। এ রকম চেইন স্ট্যাটাস পোস্ট করবেন না। এটা একরকম মানুষের আবেগ নিয়ে খেলা।
যদি সামাজিক সচেতনতা বিষয়ক কিছু হয় তবে মানুষকে সাধারণ অনুরোধ করবেন।
৬. অপরিচিত লোকদের বন্ধু হওয়ার অনুরোধ করবেন না
অনেকের হয়তো এমন ধারণা আছে যে, ফেসবুকে বন্ধুর সংখ্যা যার যত
বেশি তার জনপ্রিয়তার তত বেশি। এ কথা হয়তো সত্য, বাস্তব জীবনে যত
বেশি মানুষ আপনাকে চেনে আপনি তত
বেশি পরিচিত। কিন্তু ফেসবুকে সম্পূর্ণ অজানা মানুষকে যোগ করার মাঝে নয়।
যদি কাউকে কোনো না কোনোভাবে চেনেন এবং মনে করেন তার সঙ্গে যোগ হলে উভয়ই উপকৃত হতে পারেন তবে ব্যক্তিগত
অনুরোধ করবেন।
৭. ভুয়া সংবাদ পোস্ট করবেন না
ফেসবুক হলো ভুয়া সংবাদের অন্যতম উৎস। এখানে সবাই সাংবাদিক। এখানে সংবাদ পরিবেশনে সবাই মুক্ত। তাই যেকোনো সংবাদভিত্তিক পোস্টের আগে যাচাই করে নেবেন সংবাদটি সঠিক উৎস থেকে আসছে কিনা। মনে রাখবেন একটি ভুল সংবাদ ১০টি স্বাভাবিক জীবনের ওপর ক্ষতি বয়ে আনতে পারে।
৮. ভুল ব্যক্তিগত তথ্য প্রধান করবেন না
ধরুন, একটি চাকরির জন্য আপনার জীবনবৃত্তান্ত চাইল, আপনি নিশ্চয় আপনার জীবনবৃত্তান্তে ভুল তথ্য প্রধান করবেন না। অনেক চাকরি আছে যেগুলো ফেসবুকের আইডি দিয়ে লগইন করে আবেদন করতে হয়। সুতরাং আপনার তথ্য যদি ভুল থাকে তবে চাকরিদাতা আপনার সম্পর্কে ভুল তথ্য পাবে যেটা আপনার জন্য কক্ষনোই মঙ্গলজনক নয়। এ ছাড়া ভুল তথ্য মানুষকে আপনার সম্পর্কে খারাপ ধারণা দেবে। তাই সকল তথ্য (পেশাগত, শিক্ষাগত, ব্যক্তিগত) সঠিক ও সমসাময়িক রাখুন।
৯. অশালীন মন্তব্য করবেন না
হয়তো ফেসবুক মন্তব্যের জন্য উন্মুক্ত এক জায়গা। কিন্তু মনে রাখবেন আপনার মন্তব্য আপনার ব্যক্তিত্বের পরিচায়ক। আপনার মন্তব্য থেকে মানুষ আপনার সম্পর্কে ধারণা নেবে। কথা বলার স্বাধীনতার ও সীমাবদ্ধতা আছে।
আপনার মন্তব্য যদি কাউকে ব্যথা দেয় কিংবা কারও সম্মানহানির কারণ হয় সে দিকে নজর রাখবেন। মোট কথা ফেসবুকে আপনার সকল কার্যক্রম আপনার আচার– ব্যবহারেরই পরিচয় বহন করে, সেদিকে লক্ষ্য রাখবেন।
১০. ১৩ বছর বয়সের আগে ফেসবুক অ্যাকাউন্ট নয়
১৩ বছর বয়সের আগে ফেসবুক অ্যাকাউন্ট খোলা ফেসবুকের নীতিমালার বাইরে। এটা তাদের মানসিক ও শারীরিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি বড়দেরও অধিক ফেসবুক ব্যবহার মানসিক, শারীরিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করে। সাধারণত
উন্নয়নশীল দেশগুলোতে অভিভাবকের অসচেতনতার কারণে অনেক শিশুই ফেসবুকে আসক্ত হয়ে পড়ে যা তাদের লেখাপড়া ও সামাজিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুতরাং আপনার পরিচিত কেউ যদি এমনটি করে তাকে বুঝিয়ে অ্যাকাউন্টটি মুছে দিন অথবা ফেসবুকে রিপোর্ট করুন।

অনলাইন বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনের জন্য ক্রমেই সোশাল নেটওয়ার্ক ওয়েবসাইট ফেইসবুকের দিকে ঝুঁকছেন। বর্তমানে ফেইসবুকে ২০ লাখেরও বেশি সক্রিয় বিজ্ঞাপন রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সর্বশেষ আয় বিবরণীতে শুধু বিজ্ঞাপন থেকেই ৫৬৩ কোটি ডলার আয়ের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে শতকরা ৮০ ভাগই ছিলো মোবাইল বিজ্ঞাপন থেকে।
অনেকক্ষেত্রেই বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর ফেইসবুক বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতি ত্রুটিপূর্ণ হয়ে থাকে।
এতে বিজ্ঞাপনগুলোর উদ্দেশ্য তো মেটেই না, বরং বিজ্ঞাপনদাতার পয়সা খরচ হতে থাকে।
আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা বা কোনো প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, তবে ফেইসবুকে সাশ্রয়ে যথাযথভাবে উন্নতমানের বিজ্ঞাপন দিতে নিচের চারটি টিপস সহায়তা করবে আপনাকে।
১। কনভার্সন পিক্সেল: প্রতিটি বিজ্ঞাপনের প্রচারণাকালে বিজ্ঞাপনদাতার উচিত কনভার্সন পিক্সেল তৈরি করা। বিজ্ঞাপনের উদ্দেশ্য বিক্রি বাড়ানো বা ইমেইল অ্যাড্রেস সংগ্রহ যাই হোক না কেনো, কনভার্সন পিক্সেল অ্যাকুইজিশন প্রতি আপনার ব্যয়ের হিসেব রাখবে। এতে বিজ্ঞাপনটি কতোটা কার্যকরী ও সফল, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
২। বিজ্ঞাপনের অবস্থান: ফেইসবুকে “অ্যাড ম্যানেজার” ফিচারে “ব্রেকডাউন” এর নিচেই রয়েছে “প্লেইসমেন্ট” অপশনটি। এ অপশনটি ব্যবহার করে ডেস্কটপ কম্পিউটার ও মোবাইলের নিউজ ফিড সহ অন্যান্য জায়গায় বিজ্ঞাপনের সফলতার উপর নজর রাখা এবং এর উপর ভিত্তি করে অকার্যকর বিজ্ঞাপনগুলো সরিয়ে নেওয়া সম্ভব।
তাই ফেইসবুক বিজ্ঞাপনের ক্ষেত্রে সাশ্রয় করতে চাইলে এই অপশনে নজর রাখার কোনো বিকল্প নেই।
৩। সময়: দিনের ভিন্ন ভিন্ন সময়ে অনলাইনে ক্রেতাদের সাড়া পাওয়ার উপর ভিত্তি করে ফেইসবুকে বিজ্ঞাপন দেওয়ার সময়সূচি নিয়ন্ত্রণ করা উচিত। এজন্য ফেইসবুক অ্যাডস ম্যানেজার ফিচারে রয়েছে “বাই টাইম” অপশনটি। এটি ব্যবহার করে দৈনিক, সাপ্তাহিক, দ্বি-সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে বিজ্ঞাপনের সময়কাল নির্ধারণ করা যাবে।
৪। বয়স ও লিঙ্গ: নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ ভেদে পণ্যের চাহিদা এবং বিজ্ঞাপনে সাড়া দেওয়ার হার ভিন্ন হয়ে থাকে। একারণেই ফেইসবুক অ্যাড ম্যানেজারে “ব্রেকডাউন” অপশনের নিচেই থাকা “এইজ অ্যান্ড জেন্ডার” কলামে বয়স ও লিঙ্গভেদে ওয়েবসাইটে প্রবেশ, ব্যয় এবং কনভার্সনের হিসেব পাওয়া যাবে। এর ওপর ভিত্তি করে বিজ্ঞাপনের উদ্দেশ্য ও ধরন নির্ধারণ করলে সফলতা অর্জনের সম্ভাবনা বেড়ে যায় অনেকখানি।
ফেইসবুক অ্যাডস ম্যানেজার ফিচারে এসব কিছু খুঁটিনাটি কিন্তু গুরুত্বপূর্ণ অপশন ব্যবহার করেই আপনার বিজ্ঞাপন থেকে সর্বোচ্চ লাভের মুখ দেখতে পারেন।

                                                        
১৯ টাকা রিচার্জে এয়ারটেল বন্ধ কানেকশন চালু করলেই লাভে লাভ! ৩ GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট ৭দিন মেয়াদ,৩ মাসে সমান ভাগে দেয়া হবে। আর দিন-রাত ২৪ ঘণ্টা এয়ারটেল-এ আধা প./সেকেন্ড এবং অন্য অপারেটরে ১প./সেকেন্ড রেট! অনিবন্ধিত বন্ধ সিম রি-রেজিস্ট্রেশন করেও অফারটি উপভোগ করা যাবে। এই অফার সম্পর্কে আরও জানতে ডায়াল *222*2# অফারটি পাবে কিনা জানতে ডায়াল *222# অথবা টাইপ ০১৬XXXXXXXX এবং পাঠিয়ে দাও 9000 নাম্বারে (ফ্রি)

অনেকেই ফেসবুকে পেজ না খুলে একাউন্ট
খুলে ব্যবহার করতেন বিশেষ করে
সেলিব্রেটি বা কোম্পানী। ধীরে ধীরে এর
অপকারিতাগুলো বুঝতে পারতেন । ফেসবুক
একাউন্টে যে সমস্যাটি বেশী হয় তাহলো,
ফেসবুক একাউন্টে ৫ হাজারের বেশী বন্ধু
যোগ করা যায় না । কিন্তু পেজগুলোতে
যত খুশি ফ্যান বানানো যায় । তাছাড়া
আরো নানান সমস্যা আছে ।
সকল ঝামেলা থেকে মুক্তি দিতে ফেসবুক
নিয়ে এলো নতুন ফিচার । যেকোন
ফেসবক একাউন্টকে ফেসবুক পেজে
রূপান্তর করা যাবে । আপনার সকল
প্রোফাইল পিকচার নতুন পেজে
ট্রান্সফার করা হবে ।
। সবচেয়ে আকর্ষনীয় বিষয়, সকল
বন্ধুদের ফ্যানে রূপান্তর করা হবে ।
অর্থাৎ এখন আপনার একাউন্টে যতগুলো
বন্ধু আছে তখন পেজে ততগুলো লাইক
থাকবে । এছাড়া অন্য কোন ডাটা
ট্রান্সফার হবে না ।
কনভার্ট করতে এই লিংকে একটি ক্যাটাগরী
বেছে তাতে ক্লিক করুন । তারপর সেই
ক্যাটাগরী লিষ্ট থেকে একটি ক্যাটাগরী
বেছে “Get Started” চাপুন । এরপর
আপনি ফেসবুক পেজের যেকোন ফিচার
ব্যবহার করতে পারবেন । আপনার ইমেইল
, পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেজ হিসেবে
লগইন করতে পারবেন ।
তবে সাবধান, একবার পেজ হিসেবে
রুপান্তর হয়ে গেলে আর একাউন্ট (বা
প্রোফাইল) হিসেবে ফিরে আসে পারবেন না
। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন ।
যেহেতু ছবি ও বন্ধু ছাড়া কোন ডাটা আর
ব্যবহার করতে পারবেন না, তাই সেগুলো
ডাউনলোড করে নিতে ভূলবেন না যেন ।
আজ এই পর্যন্তই বিদায় সবাই ভালো
থাকুন । কারো কুনো সমস্যা / ফেসবুক
বাংলাদেশি পেজ এর ফ্যান এর দরকার
থাকলে যোগাযুগ করুন ফেসবুক এ
আমিঅনেকেই ফেসবুকে পেজ না খুলে
একাউন্ট খুলে ব্যবহার করতেন বিশেষ
করে সেলিব্রেটি বা কোম্পানী। ধীরে ধীরে
এর অপকারিতাগুলো বুঝতে পারতেন ।
ফেসবুক একাউন্টে যে সমস্যাটি বেশী হয়
তাহলো, ফেসবুক একাউন্টে ৫ হাজারের
বেশী বন্ধু যোগ করা যায় না । কিন্তু
পেজগুলোতে যত খুশি ফ্যান বানানো
যায় । তাছাড়া আরো নানান সমস্যা আছে

সকল ঝামেলা থেকে মুক্তি দিতে ফেসবুক
নিয়ে এলো নতুন ফিচার । যেকোন
ফেসবক একাউন্টকে ফেসবুক পেজে
রূপান্তর করা যাবে । আপনার সকল
প্রোফাইল পিকচার নতুন পেজে
ট্রান্সফার করা হবে । সবচেয়ে আকর্ষনীয়
বিষয়, সকল বন্ধুদের ফ্যানে রূপান্তর
করা হবে । অর্থাৎ এখন আপনার
একাউন্টে যতগুলো বন্ধু আছে তখন পেজে
ততগুলো লাইক থাকবে । এছাড়া অন্য
কোন ডাটা ট্রান্সফার হবে না ।
কনভার্ট করতে এই লিংকে
একটি ক্যাটাগরী
বেছে তাতে ক্লিক করুন । তারপর সেই
ক্যাটাগরী লিষ্ট থেকে একটি ক্যাটাগরী
বেছে “Get Started” চাপুন । এরপর
আপনি ফেসবুক পেজের যেকোন ফিচার
ব্যবহার করতে পারবেন । আপনার ইমেইল
, পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেজ হিসেবে
লগইন করতে পারবেন ।

তবে সাবধান, একবার পেজ হিসেবে
রুপান্তর হয়ে গেলে আর একাউন্ট (বা
প্রোফাইল) হিসেবে ফিরে আসে পারবেন না
। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন ।

যেহেতু ছবি ও বন্ধু ছাড়া কোন ডাটা আর
ব্যবহার করতে পারবেন না, তাই সেগুলো
ডাউনলোড করে নিতে ভূলবেন না যেন ।
আজ এই পর্যন্তই বিদায় সবাই ভালো
থাকুন ।

                                                      

জিপি ১৬ টাকায় ১ জিবি নাইট প্যাক সবাই পাবেন! গ্রামিণফোন নিয়ে এসেছে দারুন অফার।
মাত্র ১৬ টাকায় ১ জিবি ইন্টারনেট।
(রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত) অফারটি সকল গ্রাহকই নিতে পারবেন।
আপনার বন্ধ, চালু, সচল সকল Grameenphone সিমে ১gb মাএ ১৬ টাকা।
এ অফার টি নিতে ডায়াল করুন *121*3*4*1# মেগাবাইট চেক *111*1*2# পেকেজ: 2gb (raat 12:00am- sokal 10:00am), মেয়াদ ৭ দিন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.