2016


মাইক্রোসফট এর আইটি বিভাগের কর্মকর্তারা তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এই বছরে তৃতীয় ও শেষ বারের মতো আপডেট প্রকাশের পরেও আগামী বছর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আরও দুটি বিশেষ আপডেট আনা হবে।

    গত শনিবার ওই ব্লগের একটি পোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০১৬ সালের জন্য অ্যানিভারসারি আপডেটটিই হবে উইন্ডোজ ১০ এর সর্বশেষ ফিচার আপডেট। ২০১৭ সালে অপারেটিং সিস্টেমটির জন্য আরও দুইটি বিশেষ আপডেট আনা হবে।’

উইন্ডোজ টেন এর পরবর্তী ফিচার আপডেট ২০১৭ সালের শুরুতে বসন্তের আগেই আনার কথা উল্লেখ থাকলেও কী ধরনের আপডেট আনা হবে তা উল্লেখ ছিলনা সেই ব্লগ পোস্টে।

উল্লেখ্য, ২০১৬ সালের সর্বশেষ আপডেট “অ্যানিভারসারি আপডেট” এ মাইক্রোসফট প্রায় ২৫০০ লাখের মত বাগ ফিক্স করার চেষ্টা করেছিল।





পার্সোনাল কম্পিউটার এর বাজারের তুলনায় দিগুণ-তিন গুন দ্রুত প্রসার লাভ করছে স্মার্টফনের বাজার। বাজারটিতে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে নিজেদের অবস্থান দৃঢ় করতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো রোজই নিত্যনতুন প্রযুক্তির সন্নিবেশ ঘটাচ্ছে। যেহেতু স্মার্টফোন ব্যবহারকারীরা বেশিরভাগ সময়ই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে ফেলে তাই এ সমস্যার সমাধান করে বাজারে কোন ডিভাইস ছাড়া হলে তা ব্যাপক সাড়া পাবে। বিশেষ করে শাটারপ্রুফ গ্লাস ডিসপ্লের স্মার্টফোন ব্যাপক আলোচনায় এসে ইতিমধ্যে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোকে ভাবিয়ে তুলছে। তাই এবার শাটারপ্রুফ ডিসপ্লের পর, বুলেটপ্রুফ গ্লাসসংবলিত ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা লিগো।

    নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এ স্মার্টফোনের ডিসপ্লে কখনই ভাঙবে না, থেঁতলে যাবে না, চুরমার হবে না, ছিদ্র বা অন্য কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অর্থাত্ কোম্পানিটির ‘লিগো এম৫’ স্মার্টফোন অবিনশ্বর প্রকৃতির।

গিজমো চায়নার প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির বাহ্যিক কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে ন্যানো ধাতব নন-ব্রেকপয়েন্ট ফ্রেম, যা স্মার্টফোনটিকে আরো শক্তিশালী করে তুলেছে। ফলে যেকোনো ধরনের পরিস্থিতিতে এটি অক্ষত থাকবে।

বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক স্মার্টফোনটিতে ৭২০ পিক্সেল রেজুলেশনের ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।  নিরাপত্তার স্বার্থে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ২ গিগাবাইট র্যামের এই স্মার্টফোনে মিডিয়াটেক এমটি৬৫৮০এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১৬ গিগাবাইট রম যাতে তথ্য সংরক্ষণ করা যাবে, এবং এক্সটারনাল মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির মূল্য হতে পারে বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় হাজার টাকা তবে কবে নাগাদ বাজারে পাওয়া যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



আগামী পাঁচ বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সম্পূর্ণ ভিডিওনির্ভর হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলশন। গত মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে এ কথা বলেন নিকোলা।

বাণিজ্য সাময়িকী ফরচুনের ‘মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন্টারন্যাশনাল’ সামিটে নিকোলা বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুকের ব্যবহারকারীরা হয়ে পড়বে স্মার্টফোননির্ভর। কারণ, বেশির ভাগ ব্যবহারকারীই এখন স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। আর নিশ্চিতভাবে ফেসবুকে ভিডিও কনটেন্টের আধিপত্য বাড়বে।’ এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডজ।


ভিডিওর কদর কেন বাড়বে ফেসবুকে, সে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যেকোনো গল্প বলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিডিও মাধ্যম। কারণ এর মাধ্যমে দ্রুত তথ্য সম্প্রচার করা যায়। গত এক বছরে আমরা দেখেছি, টেক্সট কনটেন্টের সংখ্যা ফেসবুকে কমে যাচ্ছে, বাড়ছে ভিডিওর সংখ্যা। তাই এটা নির্দ্বিধায় বলা যায়, সামনের দিনগুলোতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্টই রাজত্ব করবে।’

নিকোলা আরো বলেন, ‘৩৬০ ডিগ্রি ভিডিওর সংখ্যা আরো বাড়বে সামনের দিনগুলোতে।’ ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দায়িত্বে রয়েছে নিকোলা মেন্ডেলশন। এ তিন অঞ্চলে ৪৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।


অবশ্য এই কথা নতুন নয়। ফেসবুকের প্রধান নির্বাহীও বলেছেন, সামনের দিনগুলোতে ফেসবুকে ভিডিওর প্রভাব বাড়বে। আর সে কারণেই লাইভ থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিংয়ের দিকেই ঝুঁকছে ফেসবুক। এ ছাড়া এখন ফেসবুকে প্রোফাইল হিসেবে ভিডিও দেওয়া যাচ্ছে। যোগ করা হয়েছে ভিডিও কমেন্টের ফিচার।

ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও ভিডিও সুবিধা বাড়ানো হচ্ছে। ভিডিও শেয়ারিংয়ের অপশন যোগ করা হচ্ছে চ্যাটিংয়ে। বর্তমানে ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে ফেসবুকে গড়ে ১০০ মিলিয়ন ঘণ্টার ভিডিও দেখে থাকেন প্রতিদিন।



প্রতিটি নতুন রবি প্রিপেইড সংযোগে এখন আপনি 1 টাকায় ভোগ করতে পারেন 100 এমবি এর ইন্টারনেট প্যাক, 9 টাকায় 1 জিবি এর ইন্টারনেট প্যাক. 112 টাকা ইউনিলিভার উপহার প্যাকে  29 টাকার স্ক্র্যাচ কার্ড ফ্রি.
 
** 100 এমবি এর  ইন্টারনেট প্যাক 1 টাকা
   * ইন্টারনেট সব কাজে ব্যবহার করতে পারেন
   * গ্রাহকদের ডায়াল করতে হবে *8666*0111#
   *
কোড: *8444*88#
  
* মূল্য  1
টাকা
  
* মেয়াদ কেনার তারিখ থেকে 1 দিন.
   *
ব্যবহারের সময় গ্রাহকরা 12PM
থেকে 12PM এই প্যাক ব্যবহার করতে পারেন.   * গ্রাহকরা শুধুমাত্র একবার এই প্যাক ক্রয় করতে পারেন.

 
**1 জিবি
এর ইন্টারনেট প্যাক 9 টাকা

   * 
ইন্টারনেট সব কাজে ব্যবহার করতে পারেন
   
*
গ্রাহকদের ডায়াল করতে হবে *8666*090#
    *
কোড: *8444*88#
    * মূল্য 9 টাকা
    * মেয়াদ: ক্রয় তারিখ থেকে 7 দিন.
     *
ব্যবহারের সময় গ্রাহকরা 12 PM
থেকে 12PM এই প্যাক ব্যবহার করতে পারেন.
    
*  গ্রাহকরা শুধুমাত্র একবার এই প্যাক ক্রয় করতে পারেন.

 
** একটি নতুন প্রিপেইড রবি সংযোগ সঙ্গে ইউনিলিভার 112 টাকার উপহার প্যাক ফ্রি
  * প্রতিটি নতুন প্রিপেইড রবি সংযোগ সঙ্গে,ইউনিলিভার প্রোডাক্ট 112 টাকাউপহার পেতে পারেন
    
1
টি হাল্কা (75 গ্রাম)
    
1
টি ফেয়ার অ্যান্ড লাভলী (25 গ্রাম)
    
1
টি Pepsodent (45 গ্রাম)
    
2
টি Sunsilk কন্ডিশনার (7 মিলি)
    
2
টি Sunsilk শ্যাম্পু (6 মিলি)


বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক লাইক বক্স, আসছে নতুন সেবা! ফেসবুকের লাইক বক্সের ব্যবহার প্রায় প্রত্যেক ওয়েব সাইটেই এখন দেখা যায়। ফ্যান পেইজের লিংক দিতে এবং লাইক বাড়াতে ওয়েবসাইটে স্থাপন যোগ্য এই লাইক বক্স যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই ফেসবুক ঘোষণা করছে ফেসবুকের এই লাইক বক্স ভবিষ্যতে আর কাজ করবে না। তবে যোগ হবে নতুন সেবা, যা আগের লাইক বক্সকে ছাড়িয়ে যাবে বলেই মনে করেন সবাই।

নতুন এই পেইজ প্লাগইন এর লাইক বক্স কাজ করা শুরু করেছে এখন থেকেই; কিন্তু আপনি যদি পুরাতন লাইক বক্সের ব্যবহার কারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে দুঃসংবাদ! তা হলো এটি আগামী জুন ২৩, ২০১৫ এর পর আর কাজ করবে না। তাই এ ঝামেলা এড়াতে আপনাকে এখনই পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক লাইক বক্স।

নতুন ডিজানে যাবার অন্যতম কারণ হিসাবে দেখানো হচ্ছে দুটি জিনিষ, প্রথমত আগের ডিজাইনটি বেশ একঘেয়ে এবং এখানে সবার একই ডিজাইন হওয়ায় অনেক সময়ই অনেকের চোখে পড়ে না। আর দ্বিতীয়ত ফেসবুক তাদের ওপেন গ্রাফের ভার্সন ২.০ থেকে ২.৩ ভার্সনে যাচ্ছে।
নতুন লাইক বক্স যেভাবে পাবেনঃ

নতুন লাইক বক্স পাবার জন্য প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে এই পেইজটি ভিজিট করতে হবে। এবার Facebook Page URL লেখা বক্সে আপনার ফ্যান পেইজের লিংক কপি করে পেষ্ট করে দিন।

এবার আপনার সাইটের প্রয়োজনীয়তা অনুযায়ী লাইক বক্সের উচ্চতা এবং কতটুকু চওড়া হবে তা ঠিক করে দিন। চওড়ার (width) ক্ষেত্রে সর্বনিন্ম ২৮০ পিক্সেল থেকে সর্বোচ্চ ৫০০ পিক্সেল এবং উচ্চতার (height) ক্ষেত্রে সর্বনিন্ম ১৩০ পিক্সেল থেকে শুরু করে যে কোন পিক্সেল দিতে পারেন। এবার আপনি চাইলে আপনার কাভার পিকচার হাইড বা দেখানোর অপশন এবং আপনার পেইজে পোষ্ট হওয়া লেখাগুলি দেখাবেন কি দেখাবেন না তা সিলেক্ট করুন।

এবার নিচ থেকে Get Code বাটনে ক্লিক করলেই আপনি দুটি কোড পাবেন, এবং এ দুটি কোড কপি করে আপনি যেখানে আপনার লাইক বক্স দেখাতে চান, সেখানে কোড গুলি পেষ্ট করুন।

ব্যাস, এখন আপনার ওয়েব সাইটে নতুন লাইক বক্স দেখানো শুরু করবে।নতুন এই পেইজ প্লাগইন এর লাইক বক্স কাজ করা শুরু করেছে এখন থেকেই; কিন্তু আপনি যদি পুরাতন লাইক বক্সের ব্যবহার কারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে দুঃসংবাদ! তা হলো এটি আগামী জুন 29, ২016 এর পর আর কাজ করবে না। তাই এ ঝামেলা এড়াতে আপনাকে এখনই পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক লাইক বক্স।

নতুন ডিজানে যাবার অন্যতম কারণ হিসাবে দেখানো হচ্ছে দুটি জিনিষ, প্রথমত আগের ডিজাইনটি বেশ একঘেয়ে এবং এখানে সবার একই ডিজাইন হওয়ায় অনেক সময়ই অনেকের চোখে পড়ে না। আর দ্বিতীয়ত ফেসবুক তাদের ওপেন গ্রাফের ভার্সন ২.০ থেকে ২.৩ ভার্সনে যাচ্ছে।
নতুন লাইক বক্স যেভাবে পাবেনঃ

নতুন লাইক বক্স পাবার জন্য প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে এই পেইজটি ভিজিট করতে হবে। এবার Facebook Page URL লেখা বক্সে আপনার ফ্যান পেইজের লিংক কপি করে পেষ্ট করে দিন।

এবার আপনার সাইটের প্রয়োজনীয়তা অনুযায়ী লাইক বক্সের উচ্চতা এবং কতটুকু চওড়া হবে তা ঠিক করে দিন। চওড়ার (width) ক্ষেত্রে সর্বনিন্ম ২৮০ পিক্সেল থেকে সর্বোচ্চ ৫০০ পিক্সেল এবং উচ্চতার (height) ক্ষেত্রে সর্বনিন্ম ১৩০ পিক্সেল থেকে শুরু করে যে কোন পিক্সেল দিতে পারেন। এবার আপনি চাইলে আপনার কাভার পিকচার হাইড বা দেখানোর অপশন এবং আপনার পেইজে পোষ্ট হওয়া লেখাগুলি দেখাবেন কি দেখাবেন না তা সিলেক্ট করুন।

এবার নিচ থেকে Get Code বাটনে ক্লিক করলেই আপনি দুটি কোড পাবেন, এবং এ দুটি কোড কপি করে আপনি যেখানে আপনার লাইক বক্স দেখাতে চান, সেখানে কোড গুলি পেষ্ট করুন।

ব্যাস, এখন আপনার ওয়েব সাইটে নতুন লাইক বক্স দেখানো শুরু করবে।


আশ্চর্যজনক অফার! এখন 199 টাকা স্ক্র্যাচ কার্ড কেনার উপর আপনি 199 মিনিট টকটাইম, 199 এসএমএস ও রিচার্জের উপর 699 মেগাবাইট ইন্টারনেট পেতে. নিখুঁত উপহার আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে.

অফার বিস্তারিত
সব বাংলালিংক প্রিপেইড গ্রাহকদের এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের tk.199 সঙ্গে এই স্ক্র্যাচ কার্ড ক্রয় করতে পারেন
যখন আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে রিচার্জ 199 মিনিট টকটাইম, 199 এসএমএস এবং 699 মেগাবাইট ইন্টারনেট পেতে. কোন অতিরিক্ত ভারসাম্য গ্রাহকের মূল একাউন্টে যোগ করা হবে
বান্ডল মিনিট দিনের যে কোন সময় সময় যে কোন সংখ্যার জন্য ব্যবহার করা যেতে পারে
বান্ডেল এসএমএস দিনের যে কোন সময় যে কোন সংখ্যা পাঠানো যেতে পারে
বান্ডেল ইন্টারনেট যে কোন সময় ব্যবহার করা যেতে পারে
টকটাইম, ইন্টারনেট এবং এসএমএস রিচার্জ পর 15 দিনের জন্য বৈধ হতে হবে
তারা চাইবে গ্রাহক যতবার স্ক্র্যাচ কার্ড ক্রয় করতে পারেন. মেয়াদ রিচার্জে সঙ্গে বাড়ানো হবে
স্ক্র্যাচ কার্ড যে কোন বাংলালিংক খুচরো বিন্দু থেকে ক্রয় করা যেতে পারে এবং একটি নিয়মিত স্ক্র্যাচ কার্ডের মত রিচার্জ করা যায়
রিচার্জ করতে বান্ডিল স্ক্র্যাচ কার্ড, ডায়াল করুন * 123 * (15 অঙ্ক পিন নম্বর) #
গ্রাহক বান্ডিল মিনিট, শুধুমাত্র সফল রিচার্জ পর এসএমএস এবং ইন্টারনেট উপভোগ করতে পারবেন
বান্ডল মিনিট, এসএমএস এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন * 124 * 199 #

       
8 জুন 2016 থেকে, সকল নতুন গ্রামীণফোন প্রি-পেইড, (নিশ্চিন্ত) ডিজুস, একতা 1, 3 ও বিএস 1,3,4 (Shofol), বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন ও গ্রাম ফোন সংযোগ নিম্নলিখিত অফার উপভোগ করতে পারবেন.

স্টার্ট আপ মূল্য সিম মূল্য টাকা 200. হবে (একতা সংযোগ মূল্য টাকা 170 হতে হবে).

উপভোগ করুন আপনার নতুন প্রিপেইড সংযোগের সাথে নিম্নলিখিত সুবিধাগুলি:

নতুন সংযোগ উপভোগ করতে 5 টাকা প্রিলোডেড টকটাইম, 50 টি জিপি-জিপি SMS এবং বিনামূল্যে 50MB ইন্টারনেট সক্ষম হবে.
ভিলেজ ফোন হবে 50 টাকা প্রিলোডেড টকটাইম
সব প্রিলোডেড বোনাসের মেয়াদ ব্যয়ন তারিখসহ 30 দিন হতে হবে
গ্রাহকদের ছাড়াও 2 জিপি-জিপি এমএমএস পেতে সক্ষম হবে
ফ্রি এসএমএস এবং ইন্টারনেট অ্যাক্টিভেশন এর 72 ঘন্টার মধ্যে বিতরণ করা হবে
প্রি-লোডেড টকটাইম ডায়াল চেক করতে * 566 # এবং বোনাস ডায়াল করুন * 121 * 1 * 2 # জন্য.
মেয়াদ গ্রাহক, BDT.01 / 10KB হারে চার্জ করা হবে টাকা 200 পর্যন্ত মধ্যে ফ্রি ভলিউম কোটা খরচ পরে.
1 গিগাবাইট ফ্রি ফেসবুক, 100% টকটাইম বোনাস, আযহা poisha & 1 poisha প্রথম রিচার্জ উপর ফ্রি ইন্টারনেট:

উপর 34 টাকা প্রথম রিচার্জ, গ্রাহকরা 15 দিনের জন্য 24 ঘন্টার / অন্য কোন লোকাল নম্বরে দ্বিতীয় যেকোন গ্রামীণফোন নম্বরে 0.5 poisha / দ্বিতীয় কলরেট এবং 1 poisha ভোগ করতে সক্ষম হবে. এ ছাড়াও, গ্রাহকদের 34 মিনিটে যে কোন লোকাল নম্বরে 15 দিন এবং 1 জিবি ফেইসবুকে, পাবেন 15 দিনের জন্য 100 MB ইন্টারনেট
54 টাকা প্রথম রিচার্জ উপর, গ্রাহকদের 0.5 poisha / দ্বিতীয় কলরেট যেকোন গ্রামীণফোন নম্বর এবং 1 poisha 30 দিন / 24 ঘন্টা উপভোগ করার দ্বিতীয় কোন লোকাল নম্বরে করতে সক্ষম হবে. এ ছাড়াও, গ্রাহকদের 30 দিন এবং 1 জিবি ফেসবুক, 30 দিনের জন্য 300 MB ইন্টারনেট জন্য যে কোন লোকাল নম্বরে 54 মিনিট পাবেন.
কোনো গ্রাহকের সক্রিয় যদি কোন ইন্টারনেট প্যাক ফেসবুক ভলিউম নিষ্ক্রিয় করা হবে.
বোনাস চেক করতে ডায়াল করুন * 121 * 1 * 2 #
এই অফার শুধুমাত্র প্রথম রিচার্জে প্রযোজ্য হবে.
উল্লেখ রিচার্জ পয়েন্ট অফার সময়ের (যে কোন রিচার্জ বা 34 এবং 54 টাকা রিচার্জের ক্ষেত্রে) সময় এবং অন্যান্য সব গ্রাহকদের জন্য যে নির্দিষ্ট গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে.
বিশেষ ট্যারিফ মেয়াদ শেষ হওয়ার পরে, গ্রাহকদের মূল প্যাকেজের কলরেট উপভোগ করতে সক্ষম হবে.
বিশেষ হ্রাসকৃত ট্যারিফ অন্যদের সেবন হ্রাসকৃত ট্যারিফ প্রযোজ্য হবে না, লোয়ার ট্যারিফ বোনাস পরিমাণ, বোনাস মিনিট বা জরুরী ব্যালান্স এবং এই ইচ্ছার ভোক্তা প্রথম প্রযোজ্য নয়.
নতুন 01 ডিসেম্বর পর সক্রিয় গ্রাহকরা, 2015 কম ট্যারিফ, বোনাস ভয়েস এবং ইন্টারনেট অফার উপভোগ করতে সক্ষম হবে.
এর এসডি 5% সম্পূরক শুল্ক (এসডি) + 15% ভ্যাট সমেত সব চার্জ + বেস ট্যারিফ 1% সারচার্জ জন্য প্রযোজ্য হবে.


গ্রামিনফোনে ৪জিবি ও ৮জিবি প্যাকে ১০০% বোনাস*** ৫০০ টাকার ৪জিবি ডিফল্ট প্যাকে ৪জিবি ভলিউম বোনাস (এসডি+ভ্যাট +এসসি ছাড়া); ২৮ দিন মেয়াদ অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*৭১# ডায়াল করতে হবে ৪জিবি বোনাস ভলিউমের মেয়াদ ৭ দিন পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত) অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না ইন্টারনেট ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে


 ৯৫০ টাকায় ৮জিবি-তে ১০০% ভলিউম বোনাস :  ৯৫০ টাকার ৮জিবি ডিফল্ট প্যাকে ৮জিবি ভলিউম বোনাস (এসডি+ভ্যাট +এসসি ছাড়া); ২৮ দিন মেয়াদ অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*৭৪# ডায়াল করতে হবে ৮জিবি বোনাস ভলিউমের মেয়াদ ৭ দিন পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত) অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না ইন্টারনেট ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে


আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি।
আশা করি আপনাদের ভাল লাগবে।
আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক ও ব্যবহার করি।
কিন্তু সমস্যা হল আমরা যখন নেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে।
এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা সমাধান নিন।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Size মাএ ১ এমবি।
এছাড়া এটি Paid সহজে কোথাও খুজে পাবেন না।
Download Link:CLIKE HERE TO DAWNLOD
N.B Download করার জন্য প্রথমে
Slow Download।
তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন।
এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন করে সেটিং এ যান। তারপর Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন।
এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা। এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে গেছে।
কোন অপারেটর এর বাবাও টাকা কাটতে পারবে না।আর দেরি না করে ওপরে দেওয়া Link থেকে এখুনি ডাউনলোড করে নিন।


ভাবছেন এটা কিভাবে সম্ভব।
হ্যা সম্ভব, বেশু কিছু না নিচের box থেকে অদৃশ্য লেখা গুলো কপি করে আপনার নাম চেন্জ করতে গিয়ে 1st name: ᏚᎷᎯᎬᏚᎷ last name: ᎬᏚᎷᎯᎬᏚᎷᎯ দিন।
তারপর বাকি কাজ আগে যেভাবে নাম চেন্জ করতেন।।।
ᎬᏚᎷᎯᎬᏚᎷᎯ আশা করি ভালো লাগছে।।।
সমস্যা হলে জানাবেন।
সবাইকে ধন্যবাদ । সুস্থ্য থাকুন এবং সব সময় আমাদের সাথেই থাকুন  ।

মার্কিন প্রযুক্তি ব্যবহার না করে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার তৈরি করেছে চীন। প্রতি সেকেন্ডে ৯৩ পেটাফ্লপ (১ পেটাফ্লপ=১ হাজার টেরাফ্লপ বা ১০ লাখ গিগাফ্লপ) গতির ‘সানওয়ে তাইহুলাইট’ নামের এই সুপারকম্পিউটার তৈরিতে স্থানীয় মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছে বলে ২০ জুনে প্রকাশিত
টপ ৫০০-এর প্রতিবেদনে জানানো হয়।
বছরে দুবার গতির বিচারে সেরা ৫০০ সুপারকম্পিউটার তালিকা প্রকাশ করে টপ ৫০০ নামের প্রতিষ্ঠান। জার্মান এবং মার্কিন বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে লিনপ্যাক বেঞ্চমার্কে জরিপ চালিয়ে প্রতিবেদন প্রকাশ করেন টপ ৫০০।
টপ ৫০০-এর আগের তালিকার শীর্ষেও ছিল চীন, তবে তিয়ানহে-২ নামের সে কম্পিউটার তৈরিতে মার্কিন মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেলের প্রসেসর ব্যবহার করা হয়েছিল।
তিয়ানহে-২ ছিল মাত্র ৩৩ পেটাফ্লপ গতির।
পশ্চিমা প্রযুক্তির ওপর যে চীনের নির্ভরশীলতা কমছে, সানওয়ে তাইহুলাইট তা-ই প্রমাণ করে। জলবায়ু এবং জীবন বিজ্ঞান গবেষণায় ব্যবহারের জন্য চীনের উশি শহরের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে এটি স্থাপন করা হয়েছে।
গতির বিচারে শীর্ষ দশ সুপারকম্পিউটারের দুটি চীনে, চারটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাকি চারটির মধ্যে জাপান, জার্মানি, সুইজারল্যান্ড ও সৌদি আরবে একটি করে আছে। শুধু তালিকার শীর্ষে না, সেরা ৫০০ সুপারকম্পিউটারের ১৬৭টি চীনে অবস্থিত।
অথচ শীর্ষ প্রসেসর নির্মাতাদের দেশ যুক্তরাষ্ট্রে আছে ১৬৫টি। বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় চীন প্রচুর অর্থ খরচ করে যাচ্ছে। এ বছরের মধ্যেই দক্ষিণ-পূর্ব চীনে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে দেশটির সরকার।
এত প্রচেষ্টার পরেও অবশ্য বিজ্ঞান গবেষণায় বেশ কিছু দিক থেকে দেশটি পিছিয়ে পড়ছে। অন্যদিকে চীনের ইউনিভার্সিটিগুলোও বৈশ্বিক তালিকায় আশানুরূপ ফল করতে পারছে না।                                                                                                                                                   

শর্তাবলীঃ
০ এমবি ফেসবুক ফ্রি ১ দিনের মেয়াদে পাবেন
০ অফারটি নিতে *৫০০০*১০৯# ডায়াল করতে হবে
০ পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে
০ ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
০ অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
০ ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1# ডায়াল করতে হবে
০ অফারটি সর্বোচ্চ ৫ বার নেয়া যাবে


এত দিন পর্যন্ত এক নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটা ফোন থেকেই হোয়াটসঅ্যাপ করতে জানতেন। কারণ হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়ার সময় নিজ থেকেই চেক করে নেয় কোথাও সে নম্বর ব্যবহার হচ্ছে কিনা। তবে একটু বুদ্ধি করে একাধিক ফোন থেকেও একই নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি। এর জন্য শুধু দ্বিতীয় ফোনে থাকতে হবে সক্রিয় ইন্টারনেট কানেকশন। যা সিম কার্ড ছাড়াও চালু থাকতে পারে।
জেনে নিন কী ভাবে- ১। দ্বিতীয় ফোনের ওয়েব ব্রাউজার খুলে www.whatsapp.com-এ যান।
২। মোবাইল ব্রাউজার আপনাকে হোয়াটসঅ্যাপের হোম পেজে নিয়ে যাবে। এ বার ব্রাউজার অপশন থেকে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ বেছে নিন।
এখান থেকেই পেয়ে যাবেন প্রয়োজনীয় কিউআর (QR) কোড।
৩। এ বার প্রথম ফোন, অর্থাত্ যেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা রয়েছে সেই ফোনের অপশন/সেটিংস-এ গিয়ে ‘‘হোয়াটসঅ্যাপ ওয়েব’’ সিলেক্ট করুন। পেয়ে যাবেন কিউআর(QR) স্ক্যানার।
৪। এ বার দু’টো ফোনের কিউআর কোড স্ক্যান করলেই দ্বিতীয় ফোনও একই নম্বরে লগ ইন হয়ে যাবে। এই ভাবে আপনি দু’টো ফোন থেকে একই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
তবে এ ক্ষেত্রে একই সময়ে শুধুমাত্র একটি ফোন থেকেই আপনি সক্রিয় ভাবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। দ্বিতীয় ফোন থেকে ব্যবহার করতে গেলে আপনাকে প্রথম ফোন থেকে লগআউট করতে হবে।

আজকে আপনাদের একটা বাংলাদেশি আপস এর সাথে পরিচয় করিয়ে দিব।

 জার দারা ফ্রী ফ্লেক্সিলোড নিতে পারবেন।

প্রথম এ নিচের থেকে এই আপস তা ইন্সটল দিন।





Name: CodeGain Free Flexiload Apk



ডাউনলোড পদ্ধতি : লিংটিতে প্রথমে ক্লিক করুন।তার পর slow dawnload এ ক্লিক করুন।এবার  25 সেকেন্ড ওয়েট করতে বলবে।25 সেকেন্ড ওয়েট করার পর dawnload link এ ক্লিক করুন। ব্যাস তারপর ....ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি, আর উপভোগ করুন আপ্সটির মজা করুন,

এখন নিচের মত করে Create New Account এ ক্লিক করুন।

অ্যাকাউন্ট করুন। এখন নিচের মত Send Sms এ ক্লিক করুন।

 

একটা বক্স আসবে। ওখানে নাম্বার দিএ Submit করুন। তা হলে অই নাম্বার এ একটা কোড যাবে। ওই কোড টা বসান এবং Submit করুন। টা হলে আপনি ০.৫০ পইসা পাবেন। এভাবে ১০ টাকা হলে ফ্লেক্সি নিতে পারবেন।ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

   
যদি আপনার ল্যাপটপে চার্জ দিয়ে কাজ করার অভ্যাস থাকে তাহলে সতর্ক হোন? কারণ ল্যাপটপে চার্জ দিয়ে কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক।


ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির বাসিন্দা ওই নিহতের নাম ব্রিজেশ রায় (২৩)। তিনি ফরিদাবাদের একটি কোম্পানিতে ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন। কিছুদিন আগে ব্রিজেশের বিয়েও হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সে দেশে ছুটির দিনে দুপুর বেলা স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতেই ছিলেন ব্রিজেশ। চার্জ দেওয়া অবস্থায় ল্যাপটপে কোনও গুরুত্বপূর্ণ কাজ সারছিলেন। সেই সময়ই হঠাৎ বিদ্যুতের শক লাগে তাঁর। ঘটনাটি ঘটে রবিবার দুপুর আড়াইটায় । আধঘণ্টার মধ্যে ব্রিজেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি নজরে আসতেই তদন্তে নামে পুলিশ। তদন্তের স্বার্থে ল্যাপটপটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পরে ঐদিনই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

                                                           
 অ্যাপেল ইতোমধ্যে আইফোন ৭ তৈরির কাজ শুরু করে দিয়েছে। এমনই তথ্য দিচ্ছে নির্ভরযোগ্য টিপস্টার – অ্যাটঅনলিকস। খবর বলছে যে, পেগাট্রনকে প্রথমে এই ডিভাইসটি তৈরির দায়িত্ব দেয়া হয়েছিল তবে তারা ৫.৫ ইঞ্চি আকারের আইফোন ৭ প্লাস সংযুক্ত করার কাজটি পায়নি।
অ্যাটঅনলিকস এর টুইটে বলা হয়েছে, পেগাট্রন তাদের ফ্যাক্টরীতে ধীরগতিতে হলেও এরই মধ্যে ৪.৭ ইঞ্চি আকারের আইফোন ৭ তৈরির কাজ শুরু করেছে। অবশ্য তাদের ফ্যাক্টরীতে ৫.৫ ইঞ্চি মডেলের আইফোনটি সংযুক্ত করার কাজ হবে না।
আইফোন ৭ অবমুক্ত হতে আরো তিন মাস বাকী । তাই এখনই বৃহৎ আকারে তার উৎপাদন শুরু হলে তাকে একটু তড়িঘড়ি বলেই মনে হবে। অবশ্য গুজবের খবর থেকে জানা গেছে যে, অ্যাপেল শুধুমাত্র ২০১৬ এর জন্যে ৭৮ মিলিয়ন আইফোনের অর্ডার দিয়েছে। এই বিশাল সংখ্যার বিষয়টি বিবেচনায় নিলে তাদের উৎপাদনে যাওয়ার ঘটনাটিকে আর অযৌক্তিক বলার যুক্তি থাকে না।
সে জন্য অ্যাপেল যে এতো তাড়াহুড়ো করে উৎপাদনে যাচ্ছে তাতে আর বিষ্ময় নেই। বিশ্ব বাজারে আইফোনের চাহিদা পড়তির দিকে হলেও আসন্ন এই ডিভাইসগুলি নিয়ে বিশ্বখ্যাত কোম্পানিটির প্রত্যাশা অনেক বেশি। এখন দেখার অপেক্ষা যে, আইফোন ৭ অ্যাপেলের প্রত্যাশা কতোটুকু পুরণ করে।
গ্রাহক ডিভাইসটি থেকে আসলে বিশেষ কী পেতে যাচ্ছে তা বাতাসে উড়ে বেড়ানো নানান গুজব স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে । আমাদের কাছে আসা খবর অনুযায়ী নতুন আইফোন দেখতে তার পূর্বসূরিদের চেয়ে খুব বেশি ভিন্ন কিছু হবে না। তবে হয়তো ভেতরের যন্ত্রাংশের প্রযুক্তিতে আকর্ষণীয় কোন বৈশিষ্ট্য যুক্ত হতে পারে।
আইফোন ৭ এর বৈশিষ্ট্য সম্পর্কে একদল বলছে যে, বড় আকারের ডিভাইসটিতে অ্যাপেল প্রথমবারের মতো ডুয়েল-লেন্স ক্যামেরা যুক্ত করবে। অন্যদল বলছে যে, আসলে ঘটনা তা হবে না, কারণ এখনও আলোচিত প্রযুক্তিটি পূর্ণতা পায়নি। আরেকদল বলছে আইফোনের নতুন ডিভাইসে কোন হেডফোন জ্যাক থাকবে না অথচ ফাঁস হওয়া ছবি আমাদেরকে ভিন্ন তথ্য দিচ্ছে। সব মিলিয়ে বরং ধোঁয়াসাই বেশি তৈরি হয়েছে।
যাহোক , এ সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে একটি কথাই বলা চলে আর তা হলো অ্যাপেল তার আইফোন ৭ অবমুক্ত করার আগ পর্যন্ত এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়তো সম্ভব হবে না।

আমরা অনেকেই ইন্টারনেট নিয়ে পড়ে থাকি। বিভিন্ন ওয়েব সাইট ঘাটাঘাটি করি। কেমন হয়,যদি নিজের একটা সাইট থাকে? সেখানে নিজের ইচ্ছামত পোস্ট,আর্নিং ইত্যাদি করা গেলে তো ভালই হয় !!
একটি সাইটের মাধ্যমে আপনি প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতেও পারবেন। তবে ইনকাম করার জন্য আপনাকে অনেক পরিশ্রম ও করতে হবে বটে! ইনকামের জন্য আপনার সাইটটা সুন্দর করে প্রফেশনাল ভাবে সাজাতে হবে,অনেক পোস্ট করতে হবে,ভিজিটর বাড়াতে হবে ইত্যাদি।
তবে ইনকামের কথায় পরে আসি। আগে নিজের ওয়েবসাইট কিভাবে তৈরী করবো এবং প্রফেশনাল লুক দিবো তা জেনে নেই। তারপর সময় সুযোগ বুঝে ইনকাম করতে নেমে পরবো।
তাহলে চলুন বন্ধুরা যাদের নিজস্ব ওয়েব সাইট নেই, তারা দেখে নেই কিভাবে  নিজের একটা ব্লগসাইট তৈরী করবো:
প্রথমেই আপনার প্রয়োজন একটি ভেরিফাইড জিমেইল একাউন্ট। তারপর জিমেইলে লগিন করে আমরা চলে যাবো ব্লগার.কমএ। তারপর এখানে আপনার ওয়েবসাইটের  শিরোনাম ও ওয়েবসাইট ঠিকানা চাইবে। এখানে আপনার সাইটের শিরোনাম ও ঠিকানা নির্বাচন করুন। তারপর নিচের একটা টেমপ্লেট সিলেক্ট করে Create Blog!!  এ ক্লিক করুন।
ব্যাস!! তৈরী হয়ে গেল আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইট।
এবার এটাকে প্রফেশনাল লুক দেওয়া ও পোস্ট করার পালা।
নিচের ভিডিও টিতে বিস্তারিত দেওয়া আছে। দেখে নিন ৫ মিনিটে ওয়েবসাইট তৈরী ও প্রফেশনাল লুক কিভাবে দেয়: ইউটিউব লিংক


কেমন আছেন সবই? আসাকরি ভালোই আছেন। এখন আমি আপনাদের একটি প্রয়োজনীয় টিপস নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আপনারা হয়তো জানেন বংলাদেশে অনেক ওয়েব সাইট বন্ধ আছে। আপনি চাইলেও আপনার কাঙ্খিত ওয়েব সাইটে ভিজির করতে পাড়ছেনা। যারা পারেন না তাদের জন্য আমার এই পোষ্ট। আনলিমিটেড ভিপিএন নেটওয়ার্কের সুবিধা দেওয়ার ঘোষনা দিয়েছে ব্রাউজার নিমার্তা প্রতিষ্ঠান অপেরা। আর এই সকল সুবিধা দেওয়ার জন্য অপেরা অনেক জনপ্রিয় একটি ব্রাউজার হিসাবে পরিচিত। আপনি অনেক লোকের
মুখে শুনেছেন বন্ধ
হওয়া আই.পি ব্যবহার করছে। কিন্তু পারছেনা।আর যারা পারেন তারাও বলতে চায়না। আর সবচাইতে বড় কথা হচ্ছে পেইড ভিপিএন পাওয়া যায় কিন্তু বলুন কতজন ব্যবহার করতে পারে এই ভিপিএন কিনে ব্যবহার করতে। ভিপিএন এর মাধ্যমে আপনি আইপি এড্রেস লুকিয়ে রেখে  কাঙ্খিত ওয়েব সাইটি ভিজিট করতে পারবেন।
নরওয়ের একটি কম্পানী তাদের অপেরা ব্রাউজার দিয়ে ডেক্সটপ ভার্সনে ফ্রি ভিপিএন সেবা চলুর ঘোষনা দিয়েছে । তাদের ব্লগ পোষ্টে বলেছে আপনি একটি বাটন ক্লিক করে এই সেবা চালু করতে পারবেন। আপনার এর জন্য কোন এ্যাকাউন্ট খুলতে হবেনা বা কোন টাকা পরিশোধ করতে হবেনা।
এটি একদম নিরাপদ বলে ঘোষনা দিয়েছে। এখন শুধু মাত্র ডেক্সটপে পাওয়া যাচ্ছে।
বর্তমানে শুধু মাত্র কানাডা, যুক্তরাষ্ট্র এবং জামার্নির আইপি ব্যবহার করা যাচ্ছে এই ভিপিএন দিয়ে। তবে আরও অনেক দেশের সুবিধা নিয়ে তারা কাজ চালাচ্ছে।
ভিপিএন সহ ডেক্সটপ ব্রাউজারের ডেভেলপার ভার্শন ডাউনলোড করতে ভিজিট করুন তাদের অফিসিয়াল পেইজে।ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
বন্ধুরা আমার এই পোষ্টটি যদি ভালো লাগে আসাকরি নিয়োমিত ভিজিট করবেন। ধন্যবাদ।

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন
আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
বর্তমান সময়ে আইডি কার্ড মনে হয় সবার ই প্রয়োজন
কারন আইডি কার্ড ছাড়া সিম নিবন্ধন করা যাচ্ছে না আর সময় আছে মাত্র ১ দিন সরকারী দেওয়া টাইম অনুযায়ী
আইডি নম্বর ও জন্ম তারিখ ঠিক থাকলে আপনি আমার
দেওয়া ফরমেটে নাম ঠিকানা জন্ম তারিখ বসিয়ে আইডি কার্ড তৈরী করে নিতে পারবেন।
এবং তা প্রিন্ট করে সিম নিবন্ধন করতে পারবেন।
আমি আইডি কার্ডের ২ পাশ ই PSD (Photoshop) এ সেভ করে দিয়েছি।
প্রত্যেকটায় আলাদা আলাদা লেয়ার দেয়া আছে। আপনার কাজের সুবিধার্থে লেয়ার
সিলেক্ট করে এডিট করলেই হবে।আর সব ফন্টের মাপ সঠিক ভাবে দিয়ে দেওয়া আছে।
ফন্ট চেঞ্জ বা ছোট বড় কিছুই করা লাগবে না।

আমি আগে যে ফরমেট টি দিয়েছি তা পুরানো
তাই নতুন করে নতুন আইডি কার্ডের ফরমেট দিলাম আশাকরি কাজে লাগবে।
এবং কিভাবে এডিট করতে হবে তাও ভিডিও তৈরী করে দিয়েছি।
আশাকরি উপকৃত হবেন।

তাই আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন।
সাইজ ও বেশি না ৭ মেগাবাইটের মত


আসসালামু লাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আপনারা যার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিও প্লেয়ার ব্যাবহার করেন। কিন্তু আমি আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও প্লেয়ার শেয়ার করব যা আপনি আগে ব্যবহার করেন নি। প্লেয়ারটির নাম I Player । আপনি যদি এই প্লেয়ারটি একবার ব্যবহার করে থাকেন তাহলে নিজেই বুঝতে পারবেন।
এই প্লেয়ারটি একটু ভিন্ন রকমের। এই প্লেয়ারটি সকল ফরমেট সাপর্ট করে যেমন: MKV , MP4 , MP3 , AVI , MOV , Ogg , WAV , FLAC , TS , M2TS , Wv and AAC . এটিতে বিশেষ মজার ব্যপার হচ্ছে- আপনি আপনি অডিও বলেন আর ভিডিও বলেন সকল ধরনের ইকুলাইজার ব্যবহার করা যায়।এই প্লেয়ারটিতে আরও মজা হচ্ছে, ইচ্ছে করলে
আপনি সিনেমা থেকে আলাদা ভাবে গান কেটে রাখতে পারবেন, এবং রিংটন কাটার পাবেন। ভালো থাকবেন সবাই। নিচে ডাউনলোড লিংক আছে আপনি ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Features
Powerful 10 band equalizer
Full featured music player
All codecs are included
Browse folders directly
Support for subtitles
Widget for music player
Application is based on VLC media player which is free and open source.

Download Here


এই প্লেয়ারটি একটু ভিন্ন রকমের। এই প্লেয়ারটি সকল ফরমেট সাপর্ট করে যেমন: MKV , MP4 , MP3 , AVI , MOV , Ogg , WAV , FLAC , TS , M2TS , Wv and AAC . এটিতে বিশেষ মজার ব্যপার হচ্ছে- আপনি আপনি অডিও বলেন আর ভিডিও বলেন সকল ধরনের ইকুলাইজার ব্যবহার করা যায়।এই প্লেয়ারটিতে আরও মজা হচ্ছে, ইচ্ছে করলে
Powerful 10 band equalizer
Full featured music player
All codecs are included
Browse folders directly
Support for subtitles
Widget for music player

Look




ভারতের বিখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন ৭ টি স্মার্টফোন। শিগগিরই ফোনগুলো দেশের বাজারে পাওয়া যাবে। ১২ জুন(সোমবার) রাজধানীর একটি হোটেলে ফোনগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম.
ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোফেল টেলিকম লিমিটেড এর হেড অফ বিজনেস সাকিব আরাফাত এবং মাইক্রোম্যাক্স ও সোফেল টেলিকম এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাইক্রোম্যাক্স এর নতুন ২টি ফ্ল্যাগশীপ মডেল ক্যানভাস ৬ ও ক্যানভাস ৬ প্রো ফোনগুলোর মধ্যে অত্যাধিক আকর্ষণীয়। পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতে যারা অস্বস্তি বোধ করেন, তাদের জন্য ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী ও ২জিবি র্যাম দিয়ে বাজারে এসেছে মাইক্রোম্যাক্স এর কিউ৪৬১ মডেলের আরো একটি স্মার্টফোন। অনুষ্ঠানে এন্ট্রি লেভেলের ৪টি মডেলের স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়। মডেলগুলো হচ্ছে কিউ৩০১, কিউ৩৮৩, কিউ৩৮১ এবং কিউ৩৫০ যার মূল্য যথাক্রমে ২৯৯০ টাকা, ৪৩৯০ টাকা, ৪৮৯০ টাকা এবং ৪৯৮০ টাকা।নতুন উন্মোচিত হওয়া স্মার্টফোন গুলোর দেখে নিন এক নজরে।
• মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ৩ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ব্যাটারি ৩০০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ প্রো এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ৩০০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৪৬১ এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ৫.০ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ১.০ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ৪০০০ মিলিএম্পিয়ার।
•মাইক্রোম্যাক্স কিউ৩০১ এন্ড্রয়েড ৫.০, ৪.০ ইঞ্চি ডিসপ্লে, ১.০ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৪০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৩৮৩ এন্ড্রয়েড ৫.১, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৮০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৩৮১ এন্ড্রয়েড ৫.০, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ২০০০ মিলিএম্পিয়ার।
মাইক্রোম্যাক্স কিউ৩৫০ এন্ড্রয়েড ৬.০ মার্শমেলো, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ২০০০ মিলিএম্পিয়ার।

] সবাই কমবেশি Android ফোনের মালিক।
আমরা কমবেশি সবাই গেম খেলতে ভালবাসি। Android ফোনের জন্য বেশ ভাল ভাল গেম ও আছে ও আসছে। নোভা ৩, মডার্ন কম্ব্যাট ৫ অ্যাস্ফাল্ট ৮ খেলা অনেকের শেষ আবার অনেকে আবার খেলছেন আবার অনেকে খেলা শুরু করছেন। এই গেম গুলো অবশ্যই অনেক মজাদার।
সাস্পেন্স, অ্যাকশন ইত্যাদিতে ভরা গেম গুলো। তবে আমার শিরোনামে যেই গেমের কথা বলেছি তা অনেক বোরিং গেম। উপরের গেম গুলোর মত
অ্যাকশন নেই, নেই কোন গ্রাফিক্স। কিন্তু তবু গেমটা আলাদা। কেন???? হ্যাঁ বলছি।
আমরা সব গেম খেলি স্ক্রিনে চরম সব গ্রাফিক্সের কারুকার্জ দেখি। মারদাঙ্গা সব রঙ চং দেখি। তবে কেমন হয় যদি স্ক্রিনে আপনি কিছুই না দেখতে পান? হ্যাঁ। এটাই আসল কথা, এবং এটাই কারন আমার গেমটাকে ভিন্ন বলার। বোরিং বলার কারন ও এটাই (ধুর!!! পয়সা দিয়া মালি-৪০০, পাওয়ারভিয়ার ৭৫০ জিপিইউ এর ফোন কিন্না এইতান খেলুম কিল্লাই?)। স্ক্রিনে কিছু না দেখা গেলেও এই গেমে প্রচুর সাস্পেন্স আর ভৌতিক পরিবেশ আছে। তাই খুব দুর্বলচিত্তের মানুষ নিজ দায়িত্বে খেলবেন। অনেক মজা হল এখন গেমের ব্যাপারে বলি।
গেমটির নাম হলো Dark Echo.
গেমটিতে প্রায় ৮০টি লেভেল আছে। এক একটা লেভেল পার হবার সাথে আপনার অভিজ্ঞতা ভৌতিক হতে থাকবে আর কঠিন তো হবেই। গেমটির পটভুমি হল আপনি এক অন্ধকার ঘরে আটকা পড়বেন। সেখানে কোন আলোর ছিটেফোটা নেই। যা আছে শুধু আপনার পায়ের বুট জোড়া। সেই বুট জোড়া দিয়ে মাটিতে শব্দ হলে সেই শব্দ সারা ঘরে প্রতিধ্বনিত
হয়ে আসবে। সেই আওয়াজে আপনি বুঝবেন কোথায় সামনে আগাবার রাস্তা আছে আর কোথায় রাস্তা নেই।
আপনাকে সেই শব্দকে পর্যবেক্ষণ করে সামনে এগোতে হবে। প্রতি লেভেলের শেষ মাথায় একটা দরজা থাকবে। আপনার লক্ষ্য সেই দরজা পর্যন্ত
নিজেকে নিয়ে যাওয়া।
আওয়াজ করে করে। দরজা খুলে ওপাশে গেলেই আরেক লেভেল। আওয়াজ করে করে গেলেই হবে না। ঘরের ভেতর ওঁত পেতে আছে মৃত্যুফাঁদ আর রাক্ষস। যারা আপনার বুটের আওয়াজ শুনেই আপনাকে ধাওয়া করতে থাকবে। বেচে পালাতে পারলে ঠিক আছে নাতো মারা যাবেন। প্রতি লেভেলে আপনার ধৈর্য আর বুদ্ধির পরীক্ষা হবে। এভাবে আপনি এগোলে অন্ধকার ঘর থেকে আলোতে পৌঁছতে পারবেন। গেমের আসল মজা পেতে হেডফোন লাগিয়ে খেলবেন। এটা গেমেই রিকমেন্ড করা আছে।
সরি মজা করলাম। আমি অবশ্যই পেইড লিঙ্ক দিয়ে রাখব না।
এখানে ক্লিক করে গেমটা ফ্রিতে নিয়ে নিন। আর গেমটা খেলে ভাল লাগলে টিউমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারো যদি জঘন্য লাগে তো অবশ্যই টিউমেন্টে এসে আমাকে বকে যাবেন।

গেমস জগতটা খুবই মধুর ও আলন্দ দায়াক ৷ আর আজকের গেমসতো পুরাই যুদ্ধক্ষেত্র ৷ দুই দলের ফাইটিং একদল আপনি অন্য দল আমি ৷ অবাক হলেন নাকি অবাক হবার কিছু নেই ৷ আজকের গেমসটা অনেক সুন্দর ফুল HD কোয়েলেটির ৷
গেমস ফিউচারঃ – Shoot enemies by tapping on them
– Duck to defend yourself.
– Interesting power ups like the rain of arrows, dropping cannon balls and the protective shield
– Don’t miss the elephant warfare power up option! The reign of Ashoka was renowned for this form of warfare
– Slow Motion animations for the sword sequences
– Enter a war zone with the quintessential war and battle background score and particle effects.

Download গেমস ডাওনলোড করে খেলতে শুরু করেন ৷ বস ধন্যবাদ ! আগামি পোস্টের অপেক্ষা করুন আরো সুন্দর গেমস নিয়ে হাজির হবো ৷

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন অনেক ব্যবহারকারী।
আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ

অ্যান্ড্রয়েড ৬.0

মার্শম্যালো’তে রয়েছে বেশকিছু নতুন বৈশিষ্ট্য। ব্যবহারকারিরা নতুন সংস্করণের লুকানো অনেক ফিচার হয়তো জানেন না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন অনেক ব্যবহারকারী। আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো’তে রয়েছে বেশকিছু নতুন বৈশিষ্ট্য।
ব্যবহারকারিরা নতুন সংস্করণের লুকানো অনেক ফিচার হয়তো জানান না।
ম্যাশেবল এমনই ১১টি লুকানো ফিচারের ব্যবহার দেখিয়েছেন যেগুলো আপনার স্মার্টফোন ব্যবহারকে অনেক সহজ করে দিবে। ট্যাপ করেই ‘গুগল নাউ’ অ্যান্ড্রয়েড মার্শম্যালো’র বেশকিছু ফিচার দৃশ্যমান না। এখানে যেকোনো অ্যাপ ব্যবহারের সময় সিঙ্গেল ট্যাবে গুগল সার্চ ব্যবহার করার অপশন রয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, মেইল চেক করার সময় ‘হোম’ বাটনটি প্রেস করে হোল্ড করে গুগল সার্চ বার আনা যায়। হোম স্ক্রিনে সবসময় OK Google অ্যান্ড্রয়েড মার্শম্যালো’তে হোম স্ক্রিনেই থাকবে সার্চের অপশন।
অর্থাৎ ‘ওকে গুগল’ বললেই সার্চ অপশন চালু হবে। যেমনঃ ‘ওকে গুগল’ কে ফেসবুক অ্যাপস চালু করা, গান শোনা, ভিডিও দেখা সহ যে কোন নির্দেশনা দিলেই তা শুরু হয়ে যাবে।
ফাইল এক্সপ্লোরার ফাইল এক্সপ্লোরার নামে একটি বিল্ট ইন অ্যাপস রয়েছে এই অপারেটিং সিস্টেমে। এখান থেকে যে কোন বেসিক কাজ যেমনঃ কপি, মুভ, পেস্ট করা সম্ভব। ★এই ফাইল এক্সপ্লোরারে রয়েছে সার্চ বাটন।
যা দিয়ে ফোন বা মেমোরি কার্ডের যে কোন ছবি, গান, ফাইল খোঁজা যায়। লক স্ক্রিন মেসেজ এই অপারেটিং সিস্টেমে ফোনের ডিসপ্লে লক থাকলেও দেখা যাবে নোটিফিকেশন।
কুইক সেটিংস এবং স্ট্যাটাস বার দ্রুত ফোনের সেটিংস পরিবর্তন করার জন্য কুইক সেটিংস এবং স্ট্যাটাস বার অপশন রয়েছে।
স্ট্যাটাসবারের যে কোন তথ্য লুকিয়ে রাখারও সুযোগ রয়েছে এই অপারেটিং সিস্টেমে। স্ট্যাটাস বারেই ব্যাটারি পারসেন্টিজ আঙ্গুল দিয়ে স্ট্যাটাস বার সোয়াইপ করে দেখা যাবে ব্যাটারি কতটুকু আছে। সোয়াইপ করলেই কুইক সেটিংস এর ব্যাটারি পারসেন্টিজ অপশন চলে আসে।
স্মার্ট ভলিউম কন্ট্রোল ভলিউম কন্ট্রোল করার জন্য ভলিউম বাটন প্রেস করলে কথা বলার ভলিউম সহ মিউজিক ও অ্যালার্মের ভলিউম ও নিয়ন্ত্রন করার ব্যবস্থা রয়েছে এই সিস্টেমে। সাউন্ডের স্ট্যাটাস বার আসার পরে ডাউন এরো টাচ করলে অন্যান্য ভলিউম কন্ট্রোলের অপশনগুলোও প্রদর্শন করবে।
অ্যানড্রয়েডের ললিপপ ভার্সনে ভলিউম কন্ট্রোলার নিয়ে অভিযোগ ছিল।
★ম্যানেজ অ্যাপ পারমিশন অ্যানড্রয়েডে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো চালানোর জন্য ফোনের লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদির প্রয়োজন হয়। ‘ম্যানেজ অ্যাপ পারমিশন’ অপশন দিয়ে কোন অ্যাপস এই অপশনগুলো পরিচালনা করতে পারবেন আর কোন অ্যাপসে আপনি অনুমতি প্রদান করবেন না, তা নির্ধারণের ব্যবস্থা রয়েছে।
★এই সেটিংস সেট করার জন্য ফোনের ‘সেটিংস’ বাটন থেকে ‘অ্যাপস’ এ গিয়ে ‘অ্যাপ নেম’ এ ঢুকে ‘পারমিশন’ অপশন থেকে সেট করতে হবে। লক স্ক্রিন থেকে ভয়েস সার্চ মার্শম্যালো’তে রয়েছে লক স্ক্রিনে গুগল সার্চের সুবিধা। লক স্ক্রিনে সোয়াপ করলে মাইক্রোফোন আইকন প্রদর্শন করবে। এবং এই আইকন থেকে গুগল সার্চ ব্যবহার করা যাবে। ব্যাটারি সেভার অন ‘ব্যাটারি সেভার’ অন করলে যেসব অ্যাপসে ব্যাটারি বেশি ব্যবহৃত
হয় সেসব অ্যাপসের পারফরমেন্স কমে ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে।
লুকানো গেম ‘ফ্ল্যাপি বার্ড’ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপের মতো এখানেও লুকানো ফ্ল্যাপি বার্ড ক্লোন রয়েছে।
★এটি খেলার জন্য সেটিংস থেকে অ্যাবাউট ফোন অপশনে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন নাম্বার ট্যাপ করতে হবে। ‘এম’ আইকন না আসা পর্যন্ত ট্যাপ করে রাখতে হবে। এখন মার্শম্যালো’তে লং প্রেস করলেই গেমটি চলে আসবে।


ফ্রী কথা বলার জন্য তো এতোদিন তো অনেক App ই ব্যাবহার করলেন । হয়তবা অনেকেইই সফল হয়েছেন , আবার অনেকেই ব্যার্থ । তাই তাদের জন্যই আমার এই পোস্ট । এর আগেও অনেকেই Voxox , Libon এগুলু ব্যাবহার করেছেন ।
কিন্তু সেগুলু খুব একটা কাজের নয় আর সেগুলুতে ফ্রী Cradit এর পরিমান খুবই কম । কিন্তু আমি আজ যেই App এর কথা বলব , সেটি একসাথেই 1 $ ফ্রী দেয় ।
যা দিয়ে আপনি কম্পক্ষে ৫০-৬০ মিনিট কথা বলা যাবে ।
সেই কানষিত App টির নাম হল ✬Text Me ✬ ।
Name :- Text Me Free Call.apk Size :- 23MB DownLoad Now
ব্যবহারের নিয়মঃ ☞ প্রথমে নিচ থেকে App টি Download করে Install দিন ।
☞ এখন App টি Open করুন ।
☞ দেখবেন Create New Account/Sign Up আছে ।
☞ এখন আপনার যেকোন একটা Email দিন , তারপর First Name or Last দিন ।
এখন Phone Number Option থেকে Bangladesh Select করে আপনার নাম্বার দিন ।
☞ দেখবেন আপনার নাম্বারে একটা Sms এসেছে , সেটায় একটা code আছে , সেটা App এর Varification Page এর Box এ সেই কোড টা দিয়ে Varification করে নিন । এখন দেখবেন Sign In হয়ে যাবে ।
☞ এখন Call Option থেকে যেকোন নাম্বার লিখে কল দিন ।
Note :- মনে রাখবেন , Bangladeshi নাম্বারে কল দিলে নাম্বারের আগে 880 দিয়ে নিবেন । আর দেশ ভেদে কল রেট এর ভিন্নতা হতে পারে ।

                                 
৯৩৫। হাদীস : আবূ হোরায়রা (রাঃ) বলেন, রাসুল (সঃ) ইশরাদ করেছেন, (গুনাহ হতে বাঁচার জন্য) রোযা ঢাল স্বরূপ। সুতরাং রোযাদার অশ্লীল কথা বলবে না বা জাহেলী আচরণ করবে না। কেউ তার সাথে ঝগড়া করতে উদ্যত হলে অথবা গালমন্দ করলে সে তাকে দুই বার বলবে, আমি রোযাদার।
তিনি আরো বলেন, যার হাতে আমার জীবন সেই সত্তার শপথ! রোযাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধ হতেও অতি উৎকৃষ্ট। আল্লাহ বলেন, রোযাদার খাদ্য ,পানীয়,ও কামভাব পরিত্যাগ করে আমার উদ্দেশেই রোযা রাখে। সুতরাং আমি তাকে বিশেষভাবে রোযার পুরস্কার দান করবো। আর নেক কাজের পুরস্কার দশ গুণ পর্যন্ত
দেয়া হবে। (ছহীহ বোখারী,প্রথম খন্ড,পৃষ্টা ৩৩৩)



নববধূর কোলে প্রথম সন্তান আসছে, এ খবরে পরিবারের সদস্য ও স্বজনদের আনন্দের সীমা ছিল না। কিন্তু ছেলে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর উৎসবের পরিবর্তে সবার মুখে বিষাদের ছায়া নামে।
সদ্য পৃথিবীর মুখ দেখা শিশুটি মানবশিশু নাকি অন্য কিছু, তা নিয়ে সবখানে আলোচনা। কারণ তার অবয়বে বৃদ্ধ মানুষের ছাপ, বিকৃত চেহারা। দেখলে মনে হয়, সে আশি বছরের বৃদ্ধ।
জন্মের পর শিশুটিকে দেখে ভয় পেত
অনেকেই। কাছে ভিড়তে চাইত না কেউ।
রটাতো নানা কল্পকাহিনী। সবাই যখন শিশুটিকে ফেলে দূরে সরে গেল, তখন পরম মমতায় সন্তান বায়েজিদকে লালনপালন করতে লাগলেন মা তৃপ্তি খাতুন।
বায়েজিদের বাবার নাম লাভলু শিকদার। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে।
রোববার বিকেলে লাভলুর বাড়ি গিয়ে কথা হয় তার পরিবারের সদস্যদের সঙ্গে।
বায়েজিদের মুখে সবসময় হাসি লেগেই থাকে। বায়েজিদ শিকদারের বয়স এখন চার বছর। শুনলে সবাই চমকে ওঠেন।
কারণ, ৮০ বছরের বৃদ্ধের মতো মুখ-পেটসহ শরীরের বিভিন্ন অংশে চামড়া ঝুলে আছে। দেখলে মনে হয়, বৃদ্ধ মানুষ।
বায়েজিদের দাদা হাসেম আলী শিকদার জানান, শিশুটি বিকৃত চেহারা নিয়ে জন্ম নেয়। এ নিয়ে নানা কথা রটাতো গ্রামের লোকজন। অনেকে ভয়ে তার কাছে ভিড়ত না। আস্তে আস্তে সে বড় হতে থাকলে তার চেহারায় বৃদ্ধ মানুষের ভাব চলে আসে। দিন যত
যাচ্ছে, তার এ সমস্যা বাড়ছে।
মা তৃপ্তি খাতুন জানান, স্বাভাবিক শিশুরা ১০ মাসে হাঁটা শিখলেও বায়েজিদ সাড়ে তিন বছরে হাঁটতে শিখেছে। আবার তিন মাস বয়সে তার সবগুলো দাঁত উঠেছে। সে স্বাভাবিক চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারে।
বায়েজিদের বাবা লাভলু শিকদার বলেন, ‘অনেক ডাক্তার দেখিয়েছি। ৩-৪ লাখ টাকা ব্যয় করেছি। কোনো অসুখ ধরতে পারেননি চিকিৎসকরা। অনেক কষ্টে টাকা-পয়সা সংগ্রহ করে কয়েক জায়গায় চিকিৎসা করিয়েও কোনো ফল পাইনি। চিকিৎসকরা বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এটা আমার পক্ষে সম্ভব নয়।’ মা আয়েশা বেগম, বাবা হাসেম শিকদার, স্ত্রী তৃপ্তি খাতুন ও বায়েজিদকে নিয়ে লাভলু শিকদারের পরিবার। নিজের সামান্য জমিতে কৃষিকাজ আর মৌসুমি ক্ষুদ্র ব্যবসা করে চলে তাদের সংসার।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোকসেদুল মোমিন জানান, একটি শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি যেমন জিনগত ও পরিবেশগত বিষয়ের ওপর নির্ভর করে, তেমনই নির্ভর করে তার সার্বিক সুস্থতা ও হরমোনের ওঠা-নামার ওপর। এ ছাড়া শৈশবে কোনো দীর্ঘমেয়াদি সমস্যা, যেমন : কিডনি বা ফুসফুসের রোগ, অপুষ্টি ইত্যাদি কারণে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়।
শরীরের প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি যে হরমোনগুলো নিয়ন্ত্রণ করে, তার মধ্যে থাইরয়েড ও গ্রোথ হরমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হরমোনগুলোর অভাবে শারীরিক ও মানসিক বৃদ্ধি থমকে যেতে পারে বা ধীরে হতে পারে। নানা ধরনের জেনেটিক সমস্যায় এমন হতে পারে।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলে টার্নার বা ডাউনস সিনড্রোম। এ রোগের চিকিৎসা আছে। তবে তা জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হামিদ মিয়া জানান, ‘কোনো বাবার কাছেই সন্তানের এই অবস্থা সুখকর নয়।
দরিদ্র এই বাবার সন্তানের চিকিৎসার জন্য বিত্তবান লোকদের এগিয়ে আসার আহ্বান জানান মো. হামিদ মিয়া।

                                    
পবিত্রতা আর পরিশুদ্ধতার মধ্য দিয়ে পালিত হয় মাহে রমজানের সব আনুষ্ঠানিকতা। মাসজুড়ে রোজা রাখার ধর্মীয় এবং আত্মিক গুরুত্বের কথা কমবেশি আমরা সবাই জানি। কিন্তু রোজা রাখার শারীরিক উপকারের কথা আমরা অনেকেই জানি না। রোজা পালন করলে পাওয়া যায় অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। তাই আজ জেনে নেবো স্বাস্থ্য ভালো রাখতে রোজার গুরুত্ব সম্পর্কে।

দেহের টক্সিন দূরঃ

আধুনিকতার ছোঁয়ায় প্রতিদিন বেড়ে চলেছে প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরতা। যেমন- হাতে বানানো রুটির বদলে খাই পাউরুটি, বিস্কুট, কেক, পিৎজার মতো নানা ধরনের মুখরোচক খাবার। বাইরে বের হয়ে কাজের ফাঁকে ঝটপট ক্ষুধা নিবারণে এগুলোই থাকে হাতের নাগালে। কিন্তু এসব খাবার থেকে আমাদের দেহে জমা পড়ে ক্ষতিকারক টক্সিন। এতে অ্যাজমা, আথ্রারাইটিস, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিওর, দৃষ্টিশক্তি হারানো, দাঁত পড়ে যাওয়া, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া ইত্যাদির পেছনে মূল কারণ হলো এই AGE। রোজাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে এই ফ্যাট কমে আসে। ক্ষতিকারক টক্সিনগুলো লিভার, কিডনি ও অন্যান্য অঙ্গের মধ্য থেকে বেরিয়ে যায়।

হজমক্রিয়ার বিশ্রামঃ

দেহের যে অঙ্গপ্রত্যঙ্গ খাবার হজমের কাজ করে, রোজার সময় তারা কিছুটা বিরতি পায়। হজমের রস নিঃসরণ তখন ধীর হয়। খাবারগুলোও ভাঙে ধীরে। দেহে তরলের ভারসাম্য বজায় রাখতে এটা খুব সহায়ক। দেহের জন্য প্রয়োজনীয় শক্তিও তখন নিঃসরণ হয় ধীরে। তবে রোজা রাখলেও পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বন্ধ হয় না। এজন্যই পেপটিক আলসারের রোগীদের রোজা রাখার ক্ষেত্রে ডাক্তাররা কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলেন।

এলার্জি এবং চর্মরোগ নিরাময়কঃ

 গবেষণায় দেখা গেছে, জীবাণু বা আঘাতজনিত কারণে দেহ যে প্রক্রিয়ায় অসুস্থ হয় রোজা সে প্রক্রিয়াকে নষ্ট করে দেয়। ফলে রিউমাটয়েড আর্থ্রারাইটিস, এলার্জি, সোরিয়াসিস নামক চর্মরোগ ইত্যাদি থেকে নিরাময়ে রোজার ভূমিকা আছে বলে মনে করেন চিকিৎসাবিজ্ঞানীরা। কোনো কোনো বিশেষজ্ঞের মতে, পিত্তথলির রোগ আলসারেটিভ কোলাইটিস নিরাময়েও রোজার ভূমিকা অনেক।




বাংলালিংকে ৫০ এম বি পাচ্ছেন একদম ফ্রি সব সিমে একবার করে ডায়াল *১৬৬*৬৬১# তারপর একটা এস এম এস আসবে তারপর এমবি চেক করতে ডায়াল *১২৪*৪৪#
পেলে একটা ধন্যবাদ দিতে ভুলবেননা;)

সবাইকে ধন্যবাদ । ভালো থাকুন, সুস্থ্য থাকুন

আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।

নিয়ে আসলাম miss call bomber. এবার একসাথে ১০০ মিসকল দিয়ে ভয় পাইয়ে দেন আপনার বন্ধুকে। এপসটা নিচে থেকে ডাউনলোড করে নেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করতে Slow download  এ ক্লিক করার পর Chapta  code বসিয়ে download link এ ক্লিক করুন।
যেভাবে করবেন প্রথমে এপস টা open করুুন, এবং নাম্বার লিখুন, তার পর কত সেকেন্ড পরপর দিবেন মিসকল তা set করুন, কয় টা দিবেন তা সেট করে, ok দেন, এবং দেখুন জাদু।

একটি নতুন ব্যবসা খোলার বা একটি নতুন ওয়েবসাইট তৈরি করার প্রথম ধাপ হল একটি লোগো তৈরী করা যা আমরা যা করি বা করতে চাই তা সহজে বোঝাতে পারে।
লোগো আপনার ব্যবসা বা ওয়েবসাইটের "মুখ" হিসাবে কাজ করে। লোগো আপনার কজের একটি গ্রাফিকাল প্রদর্শন, এবং আপনার ব্র্যান্ডের অনলাইন এবং অফলাইন প্রচারের একটি মাধ্যম হিসাবে ব্যবহার করা যেতে পারে।
তবে, একটি লোগো তৈরি করা মোটেই সহজ নয়। একজন ভালো প্রতিভাবান ডিজাইনারের প্রয়োজন হয় যিনি একটি লোগোর দ্বারা ব্যবসাটি প্রকাশ এবং উপস্থাপন করতে পারেন। যদিও এটা একটা সহজ কাজ নয়, কিন্তু নিঃসন্দেহে লোগো ডিজাইনার খুঁজে পাওয়াও কঠিন না। এই পদ্ধতির সমস্যা দেখা দেয় একটি লোগো বানানোর প্রয়োজনে অর্থের পরিমাণ বিনিয়োগে (পেশাদার ডিজাইনার কয়ক হাজার ডলার দাবি করতে পারে)।
এই সমস্যা সমাধানের জন্য, গ্রাফিক ডিজাইনার নিয়োগের আগে আপনি লোগো নির্মাণের জন্য অনলাইন সার্ভিস ব্যবহার করার চেষ্টা করতে পারেন। অনেক টুলস আছে যা সাহায্য করতে পারে এবং কিছু বিনামূল্যে অনলাইনে পাওয়া যায়। যারা নিজেদের প্রকল্প শুরু করছেন তাদের জন্য অনেক বিকল্প আছে।

আমরা এখানে লোগো জেনারেটর Logaster (লোগাস্টের) কে হাইলাইট করতে চাই। এটি সেরা সাইটগুলির একটি যা আপনি অনলাইন লোগো তৈরি করতে ব্যবহার করতে পারেন। এটি আপনাকে পেশাদারদের মতো লোগো দেয়। এছাড়াও Logaster (লোগাস্টেরে) আপনি ব্যবসায়িক কার্ড, ফ্যাবিকন খামে এবং ব্ল্যাংক তৈরি করতে পারবেন।

একটি লোগো তৈরি করা খুব সহজ। এই কাজের জন্য আপনার প্রয়োজন:
ধাপ 1. প্রধান পেজে যান এবং "Create logo for free (বিনামূল্যে লোগো তৈরি করুন)" এ ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে। একটি নাম লিখুন (উদাহরণস্বরূপ, আপনার কোম্পানী বা সাইটের নাম) এবং একটি লোগো বিভাগ চয়ন করুন।
ধাপ 2. সার্ভিসটি কয়েক ডজন লোগো ধারণা উৎপন্ন করে। আপনার পছন্দের যে কোন লোগো চয়েস করুন।

ধাপ 3. আপনি লোগো সম্পাদনা করতে পারেন (আইকন, ফন্ট, রঙ উপাদানগুলি পরিবর্তন করতে পারেন, স্লোগান যোগ করতে পারেন অথবা মুছে ফেলতে পারেন ইত্যাদি) বা পরিবর্তন ছাড়াই লোগো সংরক্ষণ করুন।
ধাপ 4. লোগোটি ডাউনলোড করুন। Logaster (লোগাস্টের) জনপ্রিয় ইমেজ ফরম্যাট সমর্থন করে যমন PNG, PDF, SVG, এবং অবশ্যই JPEG।
অভিনন্দন। আপনার লোগো তৈরি সমাপ্ত হয়েছে। যদি শুরুর কিছু লোগো বাজে হয় তাহলে চিন্তা করবেন না। সব কিছুর মতই অনুশীলনের দ্বারা আরও ভাল হয়ে উঠবেন। আপনার ব্যক্তিগত সাইট বা শখের সাইটের জন্য আপনার তৈরী লোগোই যথেষ্ট।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.