Latest Post


মাইক্রোসফট এর আইটি বিভাগের কর্মকর্তারা তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এই বছরে তৃতীয় ও শেষ বারের মতো আপডেট প্রকাশের পরেও আগামী বছর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আরও দুটি বিশেষ আপডেট আনা হবে।

    গত শনিবার ওই ব্লগের একটি পোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০১৬ সালের জন্য অ্যানিভারসারি আপডেটটিই হবে উইন্ডোজ ১০ এর সর্বশেষ ফিচার আপডেট। ২০১৭ সালে অপারেটিং সিস্টেমটির জন্য আরও দুইটি বিশেষ আপডেট আনা হবে।’

উইন্ডোজ টেন এর পরবর্তী ফিচার আপডেট ২০১৭ সালের শুরুতে বসন্তের আগেই আনার কথা উল্লেখ থাকলেও কী ধরনের আপডেট আনা হবে তা উল্লেখ ছিলনা সেই ব্লগ পোস্টে।

উল্লেখ্য, ২০১৬ সালের সর্বশেষ আপডেট “অ্যানিভারসারি আপডেট” এ মাইক্রোসফট প্রায় ২৫০০ লাখের মত বাগ ফিক্স করার চেষ্টা করেছিল।





পার্সোনাল কম্পিউটার এর বাজারের তুলনায় দিগুণ-তিন গুন দ্রুত প্রসার লাভ করছে স্মার্টফনের বাজার। বাজারটিতে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে নিজেদের অবস্থান দৃঢ় করতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো রোজই নিত্যনতুন প্রযুক্তির সন্নিবেশ ঘটাচ্ছে। যেহেতু স্মার্টফোন ব্যবহারকারীরা বেশিরভাগ সময়ই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে ফেলে তাই এ সমস্যার সমাধান করে বাজারে কোন ডিভাইস ছাড়া হলে তা ব্যাপক সাড়া পাবে। বিশেষ করে শাটারপ্রুফ গ্লাস ডিসপ্লের স্মার্টফোন ব্যাপক আলোচনায় এসে ইতিমধ্যে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোকে ভাবিয়ে তুলছে। তাই এবার শাটারপ্রুফ ডিসপ্লের পর, বুলেটপ্রুফ গ্লাসসংবলিত ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা লিগো।

    নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এ স্মার্টফোনের ডিসপ্লে কখনই ভাঙবে না, থেঁতলে যাবে না, চুরমার হবে না, ছিদ্র বা অন্য কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অর্থাত্ কোম্পানিটির ‘লিগো এম৫’ স্মার্টফোন অবিনশ্বর প্রকৃতির।

গিজমো চায়নার প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির বাহ্যিক কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে ন্যানো ধাতব নন-ব্রেকপয়েন্ট ফ্রেম, যা স্মার্টফোনটিকে আরো শক্তিশালী করে তুলেছে। ফলে যেকোনো ধরনের পরিস্থিতিতে এটি অক্ষত থাকবে।

বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক স্মার্টফোনটিতে ৭২০ পিক্সেল রেজুলেশনের ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।  নিরাপত্তার স্বার্থে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ২ গিগাবাইট র্যামের এই স্মার্টফোনে মিডিয়াটেক এমটি৬৫৮০এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১৬ গিগাবাইট রম যাতে তথ্য সংরক্ষণ করা যাবে, এবং এক্সটারনাল মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির মূল্য হতে পারে বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় হাজার টাকা তবে কবে নাগাদ বাজারে পাওয়া যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



আগামী পাঁচ বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সম্পূর্ণ ভিডিওনির্ভর হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলশন। গত মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে এ কথা বলেন নিকোলা।

বাণিজ্য সাময়িকী ফরচুনের ‘মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন্টারন্যাশনাল’ সামিটে নিকোলা বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুকের ব্যবহারকারীরা হয়ে পড়বে স্মার্টফোননির্ভর। কারণ, বেশির ভাগ ব্যবহারকারীই এখন স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। আর নিশ্চিতভাবে ফেসবুকে ভিডিও কনটেন্টের আধিপত্য বাড়বে।’ এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডজ।


ভিডিওর কদর কেন বাড়বে ফেসবুকে, সে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যেকোনো গল্প বলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিডিও মাধ্যম। কারণ এর মাধ্যমে দ্রুত তথ্য সম্প্রচার করা যায়। গত এক বছরে আমরা দেখেছি, টেক্সট কনটেন্টের সংখ্যা ফেসবুকে কমে যাচ্ছে, বাড়ছে ভিডিওর সংখ্যা। তাই এটা নির্দ্বিধায় বলা যায়, সামনের দিনগুলোতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্টই রাজত্ব করবে।’

নিকোলা আরো বলেন, ‘৩৬০ ডিগ্রি ভিডিওর সংখ্যা আরো বাড়বে সামনের দিনগুলোতে।’ ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দায়িত্বে রয়েছে নিকোলা মেন্ডেলশন। এ তিন অঞ্চলে ৪৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।


অবশ্য এই কথা নতুন নয়। ফেসবুকের প্রধান নির্বাহীও বলেছেন, সামনের দিনগুলোতে ফেসবুকে ভিডিওর প্রভাব বাড়বে। আর সে কারণেই লাইভ থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিংয়ের দিকেই ঝুঁকছে ফেসবুক। এ ছাড়া এখন ফেসবুকে প্রোফাইল হিসেবে ভিডিও দেওয়া যাচ্ছে। যোগ করা হয়েছে ভিডিও কমেন্টের ফিচার।

ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও ভিডিও সুবিধা বাড়ানো হচ্ছে। ভিডিও শেয়ারিংয়ের অপশন যোগ করা হচ্ছে চ্যাটিংয়ে। বর্তমানে ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে ফেসবুকে গড়ে ১০০ মিলিয়ন ঘণ্টার ভিডিও দেখে থাকেন প্রতিদিন।



প্রতিটি নতুন রবি প্রিপেইড সংযোগে এখন আপনি 1 টাকায় ভোগ করতে পারেন 100 এমবি এর ইন্টারনেট প্যাক, 9 টাকায় 1 জিবি এর ইন্টারনেট প্যাক. 112 টাকা ইউনিলিভার উপহার প্যাকে  29 টাকার স্ক্র্যাচ কার্ড ফ্রি.
 
** 100 এমবি এর  ইন্টারনেট প্যাক 1 টাকা
   * ইন্টারনেট সব কাজে ব্যবহার করতে পারেন
   * গ্রাহকদের ডায়াল করতে হবে *8666*0111#
   *
কোড: *8444*88#
  
* মূল্য  1
টাকা
  
* মেয়াদ কেনার তারিখ থেকে 1 দিন.
   *
ব্যবহারের সময় গ্রাহকরা 12PM
থেকে 12PM এই প্যাক ব্যবহার করতে পারেন.   * গ্রাহকরা শুধুমাত্র একবার এই প্যাক ক্রয় করতে পারেন.

 
**1 জিবি
এর ইন্টারনেট প্যাক 9 টাকা

   * 
ইন্টারনেট সব কাজে ব্যবহার করতে পারেন
   
*
গ্রাহকদের ডায়াল করতে হবে *8666*090#
    *
কোড: *8444*88#
    * মূল্য 9 টাকা
    * মেয়াদ: ক্রয় তারিখ থেকে 7 দিন.
     *
ব্যবহারের সময় গ্রাহকরা 12 PM
থেকে 12PM এই প্যাক ব্যবহার করতে পারেন.
    
*  গ্রাহকরা শুধুমাত্র একবার এই প্যাক ক্রয় করতে পারেন.

 
** একটি নতুন প্রিপেইড রবি সংযোগ সঙ্গে ইউনিলিভার 112 টাকার উপহার প্যাক ফ্রি
  * প্রতিটি নতুন প্রিপেইড রবি সংযোগ সঙ্গে,ইউনিলিভার প্রোডাক্ট 112 টাকাউপহার পেতে পারেন
    
1
টি হাল্কা (75 গ্রাম)
    
1
টি ফেয়ার অ্যান্ড লাভলী (25 গ্রাম)
    
1
টি Pepsodent (45 গ্রাম)
    
2
টি Sunsilk কন্ডিশনার (7 মিলি)
    
2
টি Sunsilk শ্যাম্পু (6 মিলি)


বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক লাইক বক্স, আসছে নতুন সেবা! ফেসবুকের লাইক বক্সের ব্যবহার প্রায় প্রত্যেক ওয়েব সাইটেই এখন দেখা যায়। ফ্যান পেইজের লিংক দিতে এবং লাইক বাড়াতে ওয়েবসাইটে স্থাপন যোগ্য এই লাইক বক্স যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই ফেসবুক ঘোষণা করছে ফেসবুকের এই লাইক বক্স ভবিষ্যতে আর কাজ করবে না। তবে যোগ হবে নতুন সেবা, যা আগের লাইক বক্সকে ছাড়িয়ে যাবে বলেই মনে করেন সবাই।

নতুন এই পেইজ প্লাগইন এর লাইক বক্স কাজ করা শুরু করেছে এখন থেকেই; কিন্তু আপনি যদি পুরাতন লাইক বক্সের ব্যবহার কারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে দুঃসংবাদ! তা হলো এটি আগামী জুন ২৩, ২০১৫ এর পর আর কাজ করবে না। তাই এ ঝামেলা এড়াতে আপনাকে এখনই পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক লাইক বক্স।

নতুন ডিজানে যাবার অন্যতম কারণ হিসাবে দেখানো হচ্ছে দুটি জিনিষ, প্রথমত আগের ডিজাইনটি বেশ একঘেয়ে এবং এখানে সবার একই ডিজাইন হওয়ায় অনেক সময়ই অনেকের চোখে পড়ে না। আর দ্বিতীয়ত ফেসবুক তাদের ওপেন গ্রাফের ভার্সন ২.০ থেকে ২.৩ ভার্সনে যাচ্ছে।
নতুন লাইক বক্স যেভাবে পাবেনঃ

নতুন লাইক বক্স পাবার জন্য প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে এই পেইজটি ভিজিট করতে হবে। এবার Facebook Page URL লেখা বক্সে আপনার ফ্যান পেইজের লিংক কপি করে পেষ্ট করে দিন।

এবার আপনার সাইটের প্রয়োজনীয়তা অনুযায়ী লাইক বক্সের উচ্চতা এবং কতটুকু চওড়া হবে তা ঠিক করে দিন। চওড়ার (width) ক্ষেত্রে সর্বনিন্ম ২৮০ পিক্সেল থেকে সর্বোচ্চ ৫০০ পিক্সেল এবং উচ্চতার (height) ক্ষেত্রে সর্বনিন্ম ১৩০ পিক্সেল থেকে শুরু করে যে কোন পিক্সেল দিতে পারেন। এবার আপনি চাইলে আপনার কাভার পিকচার হাইড বা দেখানোর অপশন এবং আপনার পেইজে পোষ্ট হওয়া লেখাগুলি দেখাবেন কি দেখাবেন না তা সিলেক্ট করুন।

এবার নিচ থেকে Get Code বাটনে ক্লিক করলেই আপনি দুটি কোড পাবেন, এবং এ দুটি কোড কপি করে আপনি যেখানে আপনার লাইক বক্স দেখাতে চান, সেখানে কোড গুলি পেষ্ট করুন।

ব্যাস, এখন আপনার ওয়েব সাইটে নতুন লাইক বক্স দেখানো শুরু করবে।নতুন এই পেইজ প্লাগইন এর লাইক বক্স কাজ করা শুরু করেছে এখন থেকেই; কিন্তু আপনি যদি পুরাতন লাইক বক্সের ব্যবহার কারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে দুঃসংবাদ! তা হলো এটি আগামী জুন 29, ২016 এর পর আর কাজ করবে না। তাই এ ঝামেলা এড়াতে আপনাকে এখনই পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক লাইক বক্স।

নতুন ডিজানে যাবার অন্যতম কারণ হিসাবে দেখানো হচ্ছে দুটি জিনিষ, প্রথমত আগের ডিজাইনটি বেশ একঘেয়ে এবং এখানে সবার একই ডিজাইন হওয়ায় অনেক সময়ই অনেকের চোখে পড়ে না। আর দ্বিতীয়ত ফেসবুক তাদের ওপেন গ্রাফের ভার্সন ২.০ থেকে ২.৩ ভার্সনে যাচ্ছে।
নতুন লাইক বক্স যেভাবে পাবেনঃ

নতুন লাইক বক্স পাবার জন্য প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে এই পেইজটি ভিজিট করতে হবে। এবার Facebook Page URL লেখা বক্সে আপনার ফ্যান পেইজের লিংক কপি করে পেষ্ট করে দিন।

এবার আপনার সাইটের প্রয়োজনীয়তা অনুযায়ী লাইক বক্সের উচ্চতা এবং কতটুকু চওড়া হবে তা ঠিক করে দিন। চওড়ার (width) ক্ষেত্রে সর্বনিন্ম ২৮০ পিক্সেল থেকে সর্বোচ্চ ৫০০ পিক্সেল এবং উচ্চতার (height) ক্ষেত্রে সর্বনিন্ম ১৩০ পিক্সেল থেকে শুরু করে যে কোন পিক্সেল দিতে পারেন। এবার আপনি চাইলে আপনার কাভার পিকচার হাইড বা দেখানোর অপশন এবং আপনার পেইজে পোষ্ট হওয়া লেখাগুলি দেখাবেন কি দেখাবেন না তা সিলেক্ট করুন।

এবার নিচ থেকে Get Code বাটনে ক্লিক করলেই আপনি দুটি কোড পাবেন, এবং এ দুটি কোড কপি করে আপনি যেখানে আপনার লাইক বক্স দেখাতে চান, সেখানে কোড গুলি পেষ্ট করুন।

ব্যাস, এখন আপনার ওয়েব সাইটে নতুন লাইক বক্স দেখানো শুরু করবে।


আশ্চর্যজনক অফার! এখন 199 টাকা স্ক্র্যাচ কার্ড কেনার উপর আপনি 199 মিনিট টকটাইম, 199 এসএমএস ও রিচার্জের উপর 699 মেগাবাইট ইন্টারনেট পেতে. নিখুঁত উপহার আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে.

অফার বিস্তারিত
সব বাংলালিংক প্রিপেইড গ্রাহকদের এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের tk.199 সঙ্গে এই স্ক্র্যাচ কার্ড ক্রয় করতে পারেন
যখন আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে রিচার্জ 199 মিনিট টকটাইম, 199 এসএমএস এবং 699 মেগাবাইট ইন্টারনেট পেতে. কোন অতিরিক্ত ভারসাম্য গ্রাহকের মূল একাউন্টে যোগ করা হবে
বান্ডল মিনিট দিনের যে কোন সময় সময় যে কোন সংখ্যার জন্য ব্যবহার করা যেতে পারে
বান্ডেল এসএমএস দিনের যে কোন সময় যে কোন সংখ্যা পাঠানো যেতে পারে
বান্ডেল ইন্টারনেট যে কোন সময় ব্যবহার করা যেতে পারে
টকটাইম, ইন্টারনেট এবং এসএমএস রিচার্জ পর 15 দিনের জন্য বৈধ হতে হবে
তারা চাইবে গ্রাহক যতবার স্ক্র্যাচ কার্ড ক্রয় করতে পারেন. মেয়াদ রিচার্জে সঙ্গে বাড়ানো হবে
স্ক্র্যাচ কার্ড যে কোন বাংলালিংক খুচরো বিন্দু থেকে ক্রয় করা যেতে পারে এবং একটি নিয়মিত স্ক্র্যাচ কার্ডের মত রিচার্জ করা যায়
রিচার্জ করতে বান্ডিল স্ক্র্যাচ কার্ড, ডায়াল করুন * 123 * (15 অঙ্ক পিন নম্বর) #
গ্রাহক বান্ডিল মিনিট, শুধুমাত্র সফল রিচার্জ পর এসএমএস এবং ইন্টারনেট উপভোগ করতে পারবেন
বান্ডল মিনিট, এসএমএস এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন * 124 * 199 #

       
8 জুন 2016 থেকে, সকল নতুন গ্রামীণফোন প্রি-পেইড, (নিশ্চিন্ত) ডিজুস, একতা 1, 3 ও বিএস 1,3,4 (Shofol), বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন ও গ্রাম ফোন সংযোগ নিম্নলিখিত অফার উপভোগ করতে পারবেন.

স্টার্ট আপ মূল্য সিম মূল্য টাকা 200. হবে (একতা সংযোগ মূল্য টাকা 170 হতে হবে).

উপভোগ করুন আপনার নতুন প্রিপেইড সংযোগের সাথে নিম্নলিখিত সুবিধাগুলি:

নতুন সংযোগ উপভোগ করতে 5 টাকা প্রিলোডেড টকটাইম, 50 টি জিপি-জিপি SMS এবং বিনামূল্যে 50MB ইন্টারনেট সক্ষম হবে.
ভিলেজ ফোন হবে 50 টাকা প্রিলোডেড টকটাইম
সব প্রিলোডেড বোনাসের মেয়াদ ব্যয়ন তারিখসহ 30 দিন হতে হবে
গ্রাহকদের ছাড়াও 2 জিপি-জিপি এমএমএস পেতে সক্ষম হবে
ফ্রি এসএমএস এবং ইন্টারনেট অ্যাক্টিভেশন এর 72 ঘন্টার মধ্যে বিতরণ করা হবে
প্রি-লোডেড টকটাইম ডায়াল চেক করতে * 566 # এবং বোনাস ডায়াল করুন * 121 * 1 * 2 # জন্য.
মেয়াদ গ্রাহক, BDT.01 / 10KB হারে চার্জ করা হবে টাকা 200 পর্যন্ত মধ্যে ফ্রি ভলিউম কোটা খরচ পরে.
1 গিগাবাইট ফ্রি ফেসবুক, 100% টকটাইম বোনাস, আযহা poisha & 1 poisha প্রথম রিচার্জ উপর ফ্রি ইন্টারনেট:

উপর 34 টাকা প্রথম রিচার্জ, গ্রাহকরা 15 দিনের জন্য 24 ঘন্টার / অন্য কোন লোকাল নম্বরে দ্বিতীয় যেকোন গ্রামীণফোন নম্বরে 0.5 poisha / দ্বিতীয় কলরেট এবং 1 poisha ভোগ করতে সক্ষম হবে. এ ছাড়াও, গ্রাহকদের 34 মিনিটে যে কোন লোকাল নম্বরে 15 দিন এবং 1 জিবি ফেইসবুকে, পাবেন 15 দিনের জন্য 100 MB ইন্টারনেট
54 টাকা প্রথম রিচার্জ উপর, গ্রাহকদের 0.5 poisha / দ্বিতীয় কলরেট যেকোন গ্রামীণফোন নম্বর এবং 1 poisha 30 দিন / 24 ঘন্টা উপভোগ করার দ্বিতীয় কোন লোকাল নম্বরে করতে সক্ষম হবে. এ ছাড়াও, গ্রাহকদের 30 দিন এবং 1 জিবি ফেসবুক, 30 দিনের জন্য 300 MB ইন্টারনেট জন্য যে কোন লোকাল নম্বরে 54 মিনিট পাবেন.
কোনো গ্রাহকের সক্রিয় যদি কোন ইন্টারনেট প্যাক ফেসবুক ভলিউম নিষ্ক্রিয় করা হবে.
বোনাস চেক করতে ডায়াল করুন * 121 * 1 * 2 #
এই অফার শুধুমাত্র প্রথম রিচার্জে প্রযোজ্য হবে.
উল্লেখ রিচার্জ পয়েন্ট অফার সময়ের (যে কোন রিচার্জ বা 34 এবং 54 টাকা রিচার্জের ক্ষেত্রে) সময় এবং অন্যান্য সব গ্রাহকদের জন্য যে নির্দিষ্ট গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে.
বিশেষ ট্যারিফ মেয়াদ শেষ হওয়ার পরে, গ্রাহকদের মূল প্যাকেজের কলরেট উপভোগ করতে সক্ষম হবে.
বিশেষ হ্রাসকৃত ট্যারিফ অন্যদের সেবন হ্রাসকৃত ট্যারিফ প্রযোজ্য হবে না, লোয়ার ট্যারিফ বোনাস পরিমাণ, বোনাস মিনিট বা জরুরী ব্যালান্স এবং এই ইচ্ছার ভোক্তা প্রথম প্রযোজ্য নয়.
নতুন 01 ডিসেম্বর পর সক্রিয় গ্রাহকরা, 2015 কম ট্যারিফ, বোনাস ভয়েস এবং ইন্টারনেট অফার উপভোগ করতে সক্ষম হবে.
এর এসডি 5% সম্পূরক শুল্ক (এসডি) + 15% ভ্যাট সমেত সব চার্জ + বেস ট্যারিফ 1% সারচার্জ জন্য প্রযোজ্য হবে.


গ্রামিনফোনে ৪জিবি ও ৮জিবি প্যাকে ১০০% বোনাস*** ৫০০ টাকার ৪জিবি ডিফল্ট প্যাকে ৪জিবি ভলিউম বোনাস (এসডি+ভ্যাট +এসসি ছাড়া); ২৮ দিন মেয়াদ অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*৭১# ডায়াল করতে হবে ৪জিবি বোনাস ভলিউমের মেয়াদ ৭ দিন পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত) অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না ইন্টারনেট ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে


 ৯৫০ টাকায় ৮জিবি-তে ১০০% ভলিউম বোনাস :  ৯৫০ টাকার ৮জিবি ডিফল্ট প্যাকে ৮জিবি ভলিউম বোনাস (এসডি+ভ্যাট +এসসি ছাড়া); ২৮ দিন মেয়াদ অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*৭৪# ডায়াল করতে হবে ৮জিবি বোনাস ভলিউমের মেয়াদ ৭ দিন পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত) অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না ইন্টারনেট ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে


আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি।
আশা করি আপনাদের ভাল লাগবে।
আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক ও ব্যবহার করি।
কিন্তু সমস্যা হল আমরা যখন নেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে।
এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা সমাধান নিন।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Size মাএ ১ এমবি।
এছাড়া এটি Paid সহজে কোথাও খুজে পাবেন না।
Download Link:CLIKE HERE TO DAWNLOD
N.B Download করার জন্য প্রথমে
Slow Download।
তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন।
এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন করে সেটিং এ যান। তারপর Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন।
এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা। এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে গেছে।
কোন অপারেটর এর বাবাও টাকা কাটতে পারবে না।আর দেরি না করে ওপরে দেওয়া Link থেকে এখুনি ডাউনলোড করে নিন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.