মার্চ 2017

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। এবং আমার জন্য দোয়া করবেন…….

আমারা সবাই কম বেশি সবাই Free Basics এই এপটি use করে থাকি । অনেকে আবার জানে না যে এই app টি দিয়ে ফ্রিতে youtube এর অনেক ভিডিও দেখা যায় তো সেই ট্রিক টি আজকে দেখাবো।
চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই,
যাদের এই Free Basics app টি আছে তারা app টিকে Clear data করে দিন।

আর যাদের নাই তারা app টি ফ্রিতে এখান থেকে ডাওনলোড করে নিন
এবার এপটি ওপেন করুন
 
এবার দেখেন কর্নারে লেখা আছে[Robi Axiata Ltd. অ্যাকাউন্ট ] এটাতে ক্লিক করুন

এরপর এরকম একটা চেপকা কোড আসবে সেটা বসিয়ে [জমা দিন] এ ক্লিক করুন
এবার এরকম পেজ আসবে!

[বিঃদ্র] ভুলেও লগইন বা যোগদিনে ক্লিক দিবেন না

এটা আসলে ক্রস দিয়ে দিবেন
এইবার নিচে দেখেন অনেক অনেক ভিডিও আছে সেখান থেকে যেটা দেখবেন সেটার উপর ক্লিক করবেন।
এইবার দেখেন ভিডিও লোডিং হচ্ছে,, আর স্পিড কিন্তু ১০০+ মোটামোটি ভালো মানের স্পিড পাবেন।
কয়েক সেকেন্ড অপেক্ষা করুন

এবার দেখুন ভিডিও প্লে হচ্ছে এবং ভালো স্পিড সহকারে চালাতে পারবেন

আসসলামু আলাইকুম।
সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন।
রবি আপনাদের দিচ্ছে সব চেয়ে চরম একটি offer. মাত্র ২৬ টাকায় নিতে পারবেন ৫০০ মেগাবাইটস। যার মেযাদ হবে দুই দিন। ব্যবহার করতে পারবেন দিন রাত ২৪ ঘন্টা।
Offer টি নিতে আপনাকে dial করতে হবে *123*026#। Offer টি সীমিত সময়ের জন্য তাই কেউ মিস করবেন না।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন 

স্বাধীণতার আনন্দ চার পাশে ছড়িয়ে দিতে রবি দিচ্ছে ৮৯ টাকা ইজিলোডে ২৯১৮ এমবি।
১ ঘন্টা অাগে আমার মোবাইলে Sms এর মাধ্যমে জানিয়ে দিছে। অতএব ৮৯ টাকা ইজিলোড করে উপভোগ ৩ জিবি ইন্টারনেট।

আসসালামু আলাইকুম!

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
স্বাধীনতা দিবস উপলক্ষে UC Browser দিচ্ছে ৫০০০ টাকা ফ্রিতে জিতে নেওয়ার সুযোগ।
এর আগে অনেক Uc Browser থেকে পুরস্কার নিয়েছেন। আমি নিজেও পেয়েছি। তাই এইবারের টা মিস করবেন না আশা করি। তো এজন্য আপনার যা করতে হবে তা হল।
– সর্বশেষ ভার্সন এর Uc Browser লাগবে।
নিচের লিংক থেকে ডাউনলোড/আপডেট করে নিন
– এখন UC Browser চালু করে। নিচের লিংকে যানঃ
– তারপর এই গেইম পেজে আসার পর ‘Enter Code’ অপশনে 1004433 কোডটি বসান।
1004433 এই কোডটি না বসালে টাকা পাবেন না।
কোডটিপ্রবেশ করালে আপনার ক্যাশবার সামনের দিকে অগ্রসর হবে।
-পর্যাপ্ত সংখ্যক বন্ধুদের আমন্ত্রণ জানানোর পরে আপনি ৫০০০ টাকা পাবেন এবং এরপর টাকা পাঠানোর জন্য আপনার থেকে বিস্তারিত তথ্য চাওয়া হবে।
তো পোষ্ট টা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।
UC Browser এর অফার মিস করবেন না।
অফারটির রুলস সমূহ
১. কি পুরস্কার দেয়া হবে?
১.১ প্রতিজন বিজয়ী পাবেন ৫০০০ টাকা বিকাশ
১.২ আপনার অবশ্যই একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং পুরস্কারের টাকা উত্তোলন ফি আপনাকে বহন করতে হবে।
২. কিভাবে পুরস্কার জেতা যাবে?
২.১ আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে UC Browser ব্যবহার করতে হবে।
২.২ আপনাকে সর্বনিম্ন ১০ জন থেকে সর্বোচ্চ ৫০ জন ফ্রেন্ডকে ইউসি ব্রাউজার ব্যবহারের আমন্ত্রণ জানাতে হবে। এক্ষেত্রে যারা ইতিপূর্বে ইউসি ব্রাউজার ব্যবহার করেনি তাদের ফোনে ইউসি ব্রাউজার ইন্সটল করতে হবে। এরপর ইউসি ব্রাউজার ওপেন করে এই গেইম পেজে আসতে হবে। অংশগ্রহণকারী প্রতিজনের ইন্সটলেশন টার্গেট কিংবা প্রতি ইন্সটলে টাকার পরিমাণ আলাদা আলাদা ভাবে সিস্টেম কর্তৃক নির্ধারিত হবে।
২.৩ প্রতিজন আমন্ত্রণপ্রাপ্ত নতুন ব্যবহারকারীকে এই ক্যাম্পেইনের গেইম পেজে ফিরে আসতে হবে এবং ইনভাইটেশন কোড নির্দিষ্ট স্থানে প্রবেশ করাতে হবে।
২.৪ পুরস্কার পাবার জন্য আপনাকে অবশ্যই দ্রুততম গোল শেষ করা ২৮০ জনের মধ্যে থাকতে হবে। আপনি যদি দ্রুত গোল শেষকারী একজন হয়ে থাকেন তবে আপনার সাথে যোগাযোগের তথ্য নেয়ার জন্য একটি ফরম পূরণ করতে হবে। ২৮ মার্চ ২০১৭ এর মধ্যে এই ফরমে সকল তথ্য সঠিকভাবে প্রবেশ করাতে হবে। একবার তথ্য প্রদাণের পর পুনরায় সে তথ্য সম্পাদনা করা যাবে না।
২.৫ যদি এই গেইমে আপনি কোনো অবৈধ পন্থা অবলম্বন করেন তবে আপনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। বিজয়ীরা তথ্য প্রদাণের সময় অবশ্যই এই নীতিমালা মেনে তথ্য প্রদাণ করবেন যে আপনার যথাযথ পুরস্কার পাঠানোর জন্য আপনার বিস্তারিত ইউসিওয়েব ভেন্ডর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
২.৬ আপনার প্রাপ্য পুরস্কার হিসেবে ৫০০০ টাকা বিকাশ আগামী ১৫ মে ২০১৭ এর মধ্যে পাঠানো হবে। এসময় পর্যন্ত আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
৩. ৫০০০ টাকা জেতার জন্য টিপস
১. আপনার ইনভাইটেশন কোড :1002881 কোডটি কপি করে সর্বোচ্চ সংখ্যক বন্ধুদের সাথে শেয়ার করুন
২. আপনার বন্ধুদের UC Browser থেকে এই গেইম পেজে আসতে বলুন এবং ‘Enter Code’ অপশনে আপনার কোড প্রবেশ করাতে বলুন। সঠিক কোড প্রবেশ করালে আপনার ক্যাশবার সামনের দিকে অগ্রসর হবে।
৩. পর্যাপ্ত সংখ্যক বন্ধুদের আমন্ত্রণ জানানোর পরে আপনি ৫০০০ টাকা পাবেন এবং এরপর টাকা পাঠানোর জন্য আপনার থেকে বিস্তারিত তথ্য চাওয়া হবে।
৪. মতামত
৪.১ এই পেইজের মতামত অপশন থেকে আপনি আপনার মতামত কিংবা প্রশ্ন আমাদের জানাতে পারেন।
৪.২ এছাড়াও সরাসরি আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেইজের ঠিকানা: https://www.facebook.com/ucbangladesh/
টিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.