আগস্ট 2016


মাইক্রোসফট এর আইটি বিভাগের কর্মকর্তারা তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এই বছরে তৃতীয় ও শেষ বারের মতো আপডেট প্রকাশের পরেও আগামী বছর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আরও দুটি বিশেষ আপডেট আনা হবে।

    গত শনিবার ওই ব্লগের একটি পোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০১৬ সালের জন্য অ্যানিভারসারি আপডেটটিই হবে উইন্ডোজ ১০ এর সর্বশেষ ফিচার আপডেট। ২০১৭ সালে অপারেটিং সিস্টেমটির জন্য আরও দুইটি বিশেষ আপডেট আনা হবে।’

উইন্ডোজ টেন এর পরবর্তী ফিচার আপডেট ২০১৭ সালের শুরুতে বসন্তের আগেই আনার কথা উল্লেখ থাকলেও কী ধরনের আপডেট আনা হবে তা উল্লেখ ছিলনা সেই ব্লগ পোস্টে।

উল্লেখ্য, ২০১৬ সালের সর্বশেষ আপডেট “অ্যানিভারসারি আপডেট” এ মাইক্রোসফট প্রায় ২৫০০ লাখের মত বাগ ফিক্স করার চেষ্টা করেছিল।





পার্সোনাল কম্পিউটার এর বাজারের তুলনায় দিগুণ-তিন গুন দ্রুত প্রসার লাভ করছে স্মার্টফনের বাজার। বাজারটিতে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে নিজেদের অবস্থান দৃঢ় করতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো রোজই নিত্যনতুন প্রযুক্তির সন্নিবেশ ঘটাচ্ছে। যেহেতু স্মার্টফোন ব্যবহারকারীরা বেশিরভাগ সময়ই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে ফেলে তাই এ সমস্যার সমাধান করে বাজারে কোন ডিভাইস ছাড়া হলে তা ব্যাপক সাড়া পাবে। বিশেষ করে শাটারপ্রুফ গ্লাস ডিসপ্লের স্মার্টফোন ব্যাপক আলোচনায় এসে ইতিমধ্যে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোকে ভাবিয়ে তুলছে। তাই এবার শাটারপ্রুফ ডিসপ্লের পর, বুলেটপ্রুফ গ্লাসসংবলিত ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা লিগো।

    নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এ স্মার্টফোনের ডিসপ্লে কখনই ভাঙবে না, থেঁতলে যাবে না, চুরমার হবে না, ছিদ্র বা অন্য কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অর্থাত্ কোম্পানিটির ‘লিগো এম৫’ স্মার্টফোন অবিনশ্বর প্রকৃতির।

গিজমো চায়নার প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির বাহ্যিক কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে ন্যানো ধাতব নন-ব্রেকপয়েন্ট ফ্রেম, যা স্মার্টফোনটিকে আরো শক্তিশালী করে তুলেছে। ফলে যেকোনো ধরনের পরিস্থিতিতে এটি অক্ষত থাকবে।

বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক স্মার্টফোনটিতে ৭২০ পিক্সেল রেজুলেশনের ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।  নিরাপত্তার স্বার্থে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ২ গিগাবাইট র্যামের এই স্মার্টফোনে মিডিয়াটেক এমটি৬৫৮০এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১৬ গিগাবাইট রম যাতে তথ্য সংরক্ষণ করা যাবে, এবং এক্সটারনাল মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির মূল্য হতে পারে বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় হাজার টাকা তবে কবে নাগাদ বাজারে পাওয়া যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



আগামী পাঁচ বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সম্পূর্ণ ভিডিওনির্ভর হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলশন। গত মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে এ কথা বলেন নিকোলা।

বাণিজ্য সাময়িকী ফরচুনের ‘মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন্টারন্যাশনাল’ সামিটে নিকোলা বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুকের ব্যবহারকারীরা হয়ে পড়বে স্মার্টফোননির্ভর। কারণ, বেশির ভাগ ব্যবহারকারীই এখন স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। আর নিশ্চিতভাবে ফেসবুকে ভিডিও কনটেন্টের আধিপত্য বাড়বে।’ এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডজ।


ভিডিওর কদর কেন বাড়বে ফেসবুকে, সে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যেকোনো গল্প বলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিডিও মাধ্যম। কারণ এর মাধ্যমে দ্রুত তথ্য সম্প্রচার করা যায়। গত এক বছরে আমরা দেখেছি, টেক্সট কনটেন্টের সংখ্যা ফেসবুকে কমে যাচ্ছে, বাড়ছে ভিডিওর সংখ্যা। তাই এটা নির্দ্বিধায় বলা যায়, সামনের দিনগুলোতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্টই রাজত্ব করবে।’

নিকোলা আরো বলেন, ‘৩৬০ ডিগ্রি ভিডিওর সংখ্যা আরো বাড়বে সামনের দিনগুলোতে।’ ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দায়িত্বে রয়েছে নিকোলা মেন্ডেলশন। এ তিন অঞ্চলে ৪৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।


অবশ্য এই কথা নতুন নয়। ফেসবুকের প্রধান নির্বাহীও বলেছেন, সামনের দিনগুলোতে ফেসবুকে ভিডিওর প্রভাব বাড়বে। আর সে কারণেই লাইভ থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিংয়ের দিকেই ঝুঁকছে ফেসবুক। এ ছাড়া এখন ফেসবুকে প্রোফাইল হিসেবে ভিডিও দেওয়া যাচ্ছে। যোগ করা হয়েছে ভিডিও কমেন্টের ফিচার।

ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও ভিডিও সুবিধা বাড়ানো হচ্ছে। ভিডিও শেয়ারিংয়ের অপশন যোগ করা হচ্ছে চ্যাটিংয়ে। বর্তমানে ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে ফেসবুকে গড়ে ১০০ মিলিয়ন ঘণ্টার ভিডিও দেখে থাকেন প্রতিদিন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.